গ্লোয়িং স্কিন কে না চায়! কিন্তু স্কিন গ্লোয়িং বা রেডিয়েন্ট বা উজ্জ্বল যেটাই চাই তা করার জন্য ইদানিং আমরা অনেকেই হয়তো কেমিক্যাল প্রোডাক্টের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। অথচ হেলদি লুকিং স্কিনের জন্য একটা প্রোপার স্কিন কেয়ারই কিন্তু যথেষ্ট। ঘরে বসেই চট জলদি কিছু হোম রেমেডিস দিয়ে যদি গ্লোয়িং স্কিন পাওয়া যায় তবে ক্ষতি কী! চলুন আজ জেনে নেই লেবু ব্যবহার করে গ্লোয়িং স্কিনের ২টি উপায় ও তার সাথে জানি চলুন লেবু কিভাবে কাজ করে!
গ্লোয়িং স্কিনের ২টি উপায় নিয়ে যত কথা
লেবু কিভাবে কাজ করে?
মনে আছে, ছোটবেলায় কোথাও কেটে গেলে বেশি করে লেবু খেতে বলতো মা? কেন বলুনতো? কারণ লেবুতে আছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রোগ নিরাময় ক্ষমতা বাড়িয়ে দেয়। স্বাস্থ্যের জন্য এটা যেমন উপকারী ঠিক তেমনি স্কিনে পিম্পল, বাম্পস বা কোন প্রব্লেম হলেও কিন্তু ভিটামিন সি খুব দ্রুত সেটা নিরাময় করতে সাহায্য করে। প্রতিদিন রোদে পুড়ে স্কিনে তৈরি হয় প্রচুর ফ্রি র্যাডিকেল। আস্তে আস্তে আমাদের স্কিন বা ত্বক বুড়িয়ে দিচ্ছে। লেবুর রসে আছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট, যা এই ফ্রি র্যাডিকেল থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাই লেবুর রস আমাদের স্কিনের রিঙ্কলস, ফাইন লাইন্স বা বলিরেখার সাথে ফাইট করে স্কিনকে রাখে প্লাম্প আর হেলদি লুকিং।
গ্লোয়িং স্কিনের জন্য ২টি প্যাক
১) আলু ও লেবুর রস
একটি আলুর অর্ধেক গ্রেট করে নিন। একটা পাতলা গজ কাপড়ে কুঁচিয়ে নেয়া আলু চিপড়ে নিয়ে রস বের করে নিন। এর সাথে মিশিয়ে নিন ৩/৪ ফোঁটা লেবুর রস। এবার এই মিশ্রনটি পুরো মুখে অ্যাপ্লাই করে ফেলুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। শুনে থাকবেন আলু ডার্ক সার্কেল দূর করতে হেল্প করে। স্কিনের অন্যান্য প্রব্লেম যেমন- ব্রন, হাইপার পিগমেন্টেশন, কালচে দাগ এগুলো দূর করতেও কিন্তু আলুর জুড়ি নেই!
২) টমেটো ও লেবুর রস
একটা টমেটো ব্লেন্ডারে ক্রাশ করে পিউরি বানিয়ে নিন। এর সাথে মিক্স করুন ২চা চামচ লেবুর রস। এই মাস্কটি মুখ, গলা এমনকি হাত পায়ে ও অ্যাপ্লাই করতে পারেন। টমেটো কিন্তু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। তাই এটি আপনার রোদে পোড়া স্কিনকে খুব সহজেই সাধারণ স্কিন টোনে ফিরিয়ে আনতে হেল্প করবে। আর সেই সাথে স্কিনে এনে দিবে একটা হেলদি গ্লো।
তাহলে দেখলেন তো হেলদি স্কিন পেতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নেই। দরকার একটু যত্ন আর একটা হেলদি ডায়েট। বলে রাখি ত্বকের টেক্সচার আর গ্লো ঠিক রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম আর প্রচুর পরিমানে পানি খাওয়া কিন্তু খুব জরুরি!
আপনার যদি লেবুতে বা টমেটোতে স্কিন অ্যালার্জির প্রবলেম থাকে, তবে আপনি এই প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর যদি রেগ্যুলার স্কিন কেয়ারের জন্য আপনি অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে সাজগোজ হতে পারে আপনার জন্য আস্থার জায়গা। সাজগোজের ২টি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে অর্ডার করতে চাইলে শপ.সাজগোজ.কম তো আছেই!
ছবি- সংগৃহীত: সাটারস্টক, ফ্যাবহাউ