হেয়ার স্পা | ঘরে বসেই করে নিন মাত্র ৫টি ধাপের মাধ্যমে

হেয়ার স্পা | ঘরে বসেই করে নিন মাত্র ৫টি ধাপের মাধ্যমে

home hair spa

আমরা সবাই চাই ঘন, কালো, রেশমী চুল। আর তার জন্য নিতে হয় নিয়মিত চুলের যত্ন। হেয়ার স্পা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আমরা অনেকেই হেয়ার স্পা শুনলেই ভাবি পার্লারে যাবার কথা। কিন্তু আপনি জানেন কি আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে করতে পারেন হেয়ার স্পা? আর এর জন্য প্রয়োজনীয় উপকরণ পাবেন আপনার রান্নাঘরেই! ঘরে বসে হেয়ার স্পা করলে আপনার সময় যেমন বেঁচে যাবে তেমনি্ অর্থও সাশ্রয় হবে। দেখে নিন তবে হেয়ার স্পা করার ৫টি ধাপ!

হেয়ার স্পা করার ধাপসমূহ

চুলের যত্ন নিতে হেয়ার স্পা খুবই জরুরী। এই হেয়ার স্পা করতে লাগবে অলিভ অয়েল, নারিকেল তেল, বাদাম তেল, ঘি, ডিম, কলা, মধু, দুধ ও টক দই। আর বেশি কথা না বলে চলুন হেয়ার স্পা কিভাবে করবেন তাই দেখে নেই!

১) চুলে তেল লাগাতে হবে

প্রথমে অলিভ অয়েল, নারিকেল তেল, ঘি, বাদাম তেল একসাথে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি গরম করুন। বলে রাখা ভালো, বাদাম তেল না থাকলে শুধু নারিকেল তেল আর অলিভ অয়েল ব্যবহার করলেও হবে। এই মিশ্রণটি পাঁচ আঙ্গুল দিয়ে লাগাবেন অথবা তুলা দিয়ে লাগাবেন যাতে মিশ্রণটি চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে।

২) স্টিম দিতে হবে

এবার কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে তা চিপে পানি ঝড়িয়ে নিন। এবার তোয়ালেটি দিয়ে আপনার মাথা ভালো করে বেঁধে নিন। এটি মিশ্রণটি চুলের ভেতরে পৌঁছতে সাহায্য করবে। এভাবে প্রায় ২০-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

৩) শ্যাম্পু করতে হবে

এবার শ্যাম্পু দিয়ে হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পু একটু পানিতে গুলিয়ে দিতে পারলে ভালো। এতে ফেনা বেশি হয়। তবে খেয়াল রাখবেন পানি যাতে খুব বেশি গরম না হয়। এতে চুল পড়ার আশঙ্কা থাকে।

৪) কন্ডিশনার অ্যাপ্লাই 

এবার কন্ডিশনার লাগান চুলে। কন্ডিশনার চুল করে তুলবে মোলায়েম ও সিল্কি। তবে কন্ডিশনার চুলের গোড়ায় লাগাবেন না। এতে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ে যেতে পারে। বাসায় নিজেও কন্ডিশনার বানাতে পারেন। তার জন্য চা পাতা সেদ্ধ করে নিন গরম পানিতে। তাতে লেবুর রস মিশিয়ে কন্ডিশনার হিসেবে চুলে লাগাতে পারেন।

৫) হেয়ার মাস্ক ব্যবহার

এ পর্যায়ে হেয়ার মাস্ক প্রস্তুত করুন। আপনি মার্কেট থেকে হেয়ার মাস্ক কিনে নিতে পারেন। আর তা না হলে নিজেই বাসায় প্রস্তুত করে নিতে পারেন। হেয়ার মাস্ক অনেক রকম হতে পারে। যেমন-

১. ডিম ও তেলের মাস্ক

চুলের দৈর্ঘ্য অনুযায়ী ১টি অথবা ২টি ডিম মেশান নারিকেল তেলের সাথে। এটি চুলে মাস্ক হিসেবে কাজ করবে। চুলে লাগিয়ে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পানি চিপড়ে চুলে বেঁধে রাখুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. কলার মাস্ক

পাকা কলা চটকে তার সাথে ডিম, অলিভ অয়েল, মধু, দুধ একসাথে মিশিয়ে পেস্ট করে মাথায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৩. টকদইয়ের মাস্ক

কলা, মধু, টক দই, অলিভ অয়েল একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারেন। তারপর ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

SHOP AT SHAJGOJ

    জেনে নিলেন কিভাবে ঘরে বসেই হেয়ার স্পা করতে হয়। প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন অন্তর অন্তর এই হেয়ার স্পা করুন বাসায় আর নিজেই পার্থক্য উপলব্ধি করুন। আপনার আশানুরূপ ফল অবশ্যই পাবেন।

     

    ছবি- সংগৃহীত: Shutterstock

    61 I like it
    8 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort