গলার ছোপ ছোপ দাগ দূর করে পার্টিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং-এ পরিবর্তন এনে নিজেকে অন্যরূপে সাজিয়ে তুলছেন। এখনকার ট্রেন্ড হচ্ছে বড় গলার ব্লাউজের সাথে শাড়ী এবং একটি গর্জিয়াস খোঁপা! কিন্তু সবাই কি এই ট্রেন্ড মানতে পারে? এই ট্রেন্ড মানতে গিয়ে অনেকের মাথায় চিন্তার আকাশ ভেঙ্গে পড়ে! কারো গলা কালো সমস্যা আবার কারো গলার ছোপ ছোপ দাগ নিয়ে সমস্যা।
কালো গলা ও গলায় থাকা ছোপ ছোপ দাগের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। হাজার চেষ্টা করেও এই সমস্যার সমাধান পাচ্ছেন না! এমনকি গোসলের সময় ভালোমতো ঘষেও এই দাগ থেকে মুক্তি পাওয়া যায় না। এই সমস্যার জন্য পার্টির সাজ নষ্ট হয়ে আপনার কি মনে ভীষণ কষ্ট? আর চিন্তা নেই! পার্টির সাজ যেন আপনার কালো ও ছোপ ছোপ দাগের জন্য নষ্ট না হয়ে যায় তার জন্য একটি দারুণ ঘরোয়া পদ্ধতির কথা বলছি! তাই মন থেকে ঝেড়ে ফেলুন অবাঞ্ছিত ছোপ ছোপ দাগ আর কালো গলার সমস্যা!
নিচের পদ্ধতি অনুযায়ী পেস্ট বানিয়ে নিয়মিত গলায় লাগান। নিজেই দেখবেন কেমন করে আপনার গলার ছোপ ছোপ কালো দাগ ও কালো গলার সমস্যা ধীরে ধীরে কমে যায়!
গলার ছোপ ছোপ দাগ দূর করার প্যাক তৈরির উপকরণ
- উপটান- ১ চা চামচ
- হলুদ গুঁড়ো- ১ চা চামচ
- গোঁটা করে ভাঙা এলাচি- অল্প পরিমাণ
- এলাচি গুঁড়ো- ১ টেবিল চামচ
- জিরা ভাঙা- অল্প পরিমাণ
- লেবুর রস- কয়েক ফোটা
- ভিটামিন ই ক্যাপসুল- ১টি (ভেঙে নিতে হবে)
- দেশি ঘি- পরিমাণমতো
- দুধ- পরিমাণমতো
- বাদাম তেল বা নারিকেল তেল- পরিমাণমতো
প্যাক ব্যবহারের প্রণালী
প্রথমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট বানান। এরপর একটি ব্রাশের সাহায্যে গলায় ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। ৪০ মিনিট পর শুকিয়ে এলে, গোলাপজল দিয়ে আস্তে আস্তে একটি কাপড় ভিজিয়ে প্যাকটি তুলে ফেলুন। এই পেস্ট গোসলের সময় গলায় এবং ঘাড়ের অংশে নিয়মিত লাগান। এতেই দূর হয়ে যাবে আপনার কালো গলা ও ছোপ ছোপ দাগযুক্ত গলার সমস্যা!
বাড়তি টিপস
- প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল খান।
- প্রচুর পানি পান করুন।
গলার কালো ও ছোপ ছোপ দাগের সমস্যা নিয়ে চিন্তা আর রইলো না! ইচ্ছে মতো বিভিন্ন ডিজাইনের গলার পোশাক পড়ুন আর থাকুন স্টাইলিশ সবসময়!
আপনি যদি রেগ্যুলার স্কিন কেয়ারে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার জন্য নির্ভরযোগ্য জায়গা। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি সীমান্ত স্কয়ার ও অপরটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আর অনলাইনে প্রোডাক্ট কিনতে চাইলে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন!
ছবি- সাটারস্টক