রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নিয়ে আমরা ঠিক কতটা জানি? আজ এই সমস্যাটি নিয়ে কাকলির গল্পটা আপনাদের শোনাবো। কাকলি , আমার প্রতিবেশী, কাজ করছেন ঢাকার একটা ব্যাংক-এ। একদিন অফিস থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরেছেন কাকলি। তখন তার বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস হল। ফেরার পথেই বরের ফোন, “কাকলি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বড় চাচার বাসায় যাবো, আমেরিকা থেকে ফুপ্পি এসেছেন। কাল সকালেই চিটাগাং চলে যাবেন। তার আগে আমাদের সবাইকে দেখতে চান, স্পেশালি তোমাকে”। অগত্যা শরীরের সমস্ত ক্লান্তিকে একপাশে ফেলে বেড়াতে যাবার জন্য তৈরি হওয়া। ঝটপট পছন্দের মানানসই শাড়ি, সাথে মিলিয়ে পেন্সিল হিলটা বের করল সে। হঠাৎ চোখ চলে গেল পায়ের দিকে, কী বিশ্রী দশা হয়েছে পায়ের, স্যান্ডেল পরে পরে পায়ে এক ধরনের রুক্ষতা চলে এসেছে। এখন এত অল্পসময়ে পেডিকিউর (Pedicure) করা অসম্ভব! তাহলে কি হবে?
আজকের যুগের ব্যস্ত মেয়েদেরকে প্রায়শই এই ধরণের ছোটোখাটো সমস্যার মুখোমুখি হতে হয়। এই জাতীয় সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান আছে, যার মধ্যে কয়েকটি সহজ উপায়ে আপনি খুব কম সময়ে পেডিকিউর ছাড়াই নরম, মসৃণ পায়ের অধিকারিণী হয়ে যেতে পারবেন। কাকলিকে দেয়া আমার কিছু সহজ টিপস আপনাদের জন্য আজ লিখছি…
রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নেওয়ার পদ্ধতি
১) ঝকঝকে মসৃণ পায়ের জন্য লুমিনাইজার (Luminizer)
খুব স্বল্প সময়ে ঝকঝকে মসৃণ পায়ের জন্য আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে লুমিনাইজার (Luminizer)। যারা লুমিনাইজার-এর সাথে সেভাবে পরিচিত নন তাদের জন্য বলছি, এই প্রসাধনীটি সাধারণত ব্যবহার করা হয় মুখের ত্বকে ঔজ্জল্য আনার জন্য। গত কয়েক বছর থেকে এটি জনপ্রিয় হয়ে উঠছে। যখন আপনার হাতে পেডিকিউর করার মত পর্যাপ্ত সময় নেই তখন আপনার পায়ের পাতায় লাগিয়ে নিন লুমিনাইজার! এতদিন যা আপনার মুখের ত্বককে উজ্জ্বল করত, আজকে দেখুন সেটি কীভাবে আপনার রুক্ষ, শুষ্ক পায়ের পাতাকে মসৃণ করে তুলেছে।
২) নিমের তেল অথবা অলিভ অয়েল
আপনার কাছে লুমিনাইজার যদি না থাকে তাহলে ঝটপট চলে যান রান্নাঘরে, রান্নাঘরের তাক থেকে নিমের তেল অথবা অলিভ অয়েল-এর কৌটা থেকে একটু তেল বাটিতে নিয়ে নিন। তারপর পায়ের পাতায় সেই তেলটি ধীরে ধীরে ম্যাসাজ করুন।
তারপর দেখুন আপনার পা কী সুন্দর ঝকঝকে লাগছে! আর যদি তেল মাখার আগে আপনার পা ঈষদুষ্ণ গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। এতে আপনার নিজের কাছেও অনেক ঝরঝরে লাগবে, সতেজ অনুভূতি পাবেন।
৩) নেইল পলিস
যদি আপনার হাতে এতটা সময় না থাকে তাহলে ড্রেসিং টেবিল (dressing table) থেকে একটা উজ্জল রঙের নেইল পলিস ( nail polish) তুলে নিন। নখের উজ্জল নেইল পলিস-এর জন্যে আপনার পায়ের রুক্ষতা সবার নজর এড়িয়ে যাবে।
৪) ব্রোঞ্জার( Bronzer) ব্যবহার
এছাড়া ব্রোঞ্জার (Bronzer) ব্যবহার করেও পায়ের ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তুলতে পারেন। ব্রাশে ব্রোঞ্জার নিয়ে পায়ের পাতায় আলতোভাবে বুলিয়ে নিন, তারপর আপনার দুই ফিতার স্যান্ডেল অথবা পেন্সিল হিলটা পায়ে গলিয়ে নিন। দেখুন তো, পায়ের পাতার দাগ ছোপ রুক্ষতাকে লুকোতে তথা আপনার রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন নিতে আপনি একশত ভাগ সফল হয়েছেন কী না!
তবে অবশ্যই ছুটির দিনগুলোতে, দশ অথবা পনেরো দিন পরপর নিয়মিত পেডিকিউর করতে ভুলে যাবেন না যেন! আপনার পায়ের ত্বক ফাটা, রুক্ষতা, দাগ-ছোপ ইত্যাদি দূরে রাখতে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর পদ্ধতি হল নিয়মিত পেডিকিউর করা। এতেই হবে আপনার রুক্ষ-শুষ্ক পায়ের যত্ন ।
ছবি – সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম