বাসায় তো কত অবসর সময়ই কাটানো হয়। এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিতে পারেন নিজের হাতে কিছু শখের জিনিস তৈরি করে। নিজের বানানো কোন কিছু ব্যবহার করে বা উপহার দিয়ে যেমন তৃপ্তি ও আনন্দ পাওয়া যায় তা হয়তো আর কোন কিছুতে পাওয়া যায় না। আজ তাই আপনাদের জন্য হেডব্যান্ড বানানোর একটি পদ্ধতি দেয়া হলো। নিজের পোশাকের সাথে ম্যাচ করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই হেডব্যান্ডটি।
যা যা লাগবেঃ
– ২২ ইঞ্চি লম্বা সমান ৪ টি রশি
– ২ টুকরা কালো কাপড়
– একটি রাবার ব্যান্ড
-সুঁই
-সুতা
পদ্ধতিসমুহঃ
– একটি রঙীন রশি নিয়ে ছবির মতো করে এর এক প্রান্ত আরেক প্রান্তের উপর রাখুন।
– এরপর আরেকটি রশি নিয়ে ছবির মতো করে প্রথমে প্রথম রশিটির এক প্রান্তের নীচে দিয়ে নিয়ে আবার অপর প্রান্তের উপরে রাখুন।
– রশির বাকি অংশটি ছবির মতো উপর নীচ করে রাখুন
– এখন আরেকটি রশি নিয়ে প্রথম রাখা রশিটির সাথে সাইড বাই সাইড করে রাখুন।
– একই ভাবে চার নম্বর রশি নিয়ে দুই নম্বর রশির সাথে সাইড বাই সাইড করে রাখুন।
– এখন ধীরে ধীরে দুই দিকের রশি টান দিন। খেয়াল রাখবেন যেন গিঁটটা সমান হয়ে ভালো মতো বসে যায়।
– গিঁটটা দেখতে এমন হবে।
– এখন এটি উল্টো করে নিন এবং গিঁট থেকে সমান ১ ইঞ্চি দূরে গিঁটের দুই দিকে সুঁই দিয়ে রশি চারটি পাশাপাশি সেলাই করে নিন।
– দুই পাশে সুতা দিয়ে এমন ভাবে সেলান যাতে পেছনের দিকটি সমান থাকে।
– সামনে গিঁটটি দেখতে এমন হবে।
– এখন রশির দুই দিকের অসমান অংশ কেটে সমান করে নিন। পুরো রশিটি ১৯ ইঞ্চি লম্বা হবে। গিঁটটি ৭.৫ ইঞ্চিতে রাখবেন যাতে ব্যান্ডটি পরার সময় সেটি মাথার একদিকে থাকে।
– একটি কালো কাপড় ৩ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি প্রশস্ত রেখে কাটুন।
– সুঁইয়ের সাহায্যে রশির দুই প্রান্ত সেলাই করে নিন যাতে রশি চারটি পাশাপাশি থাকে।
– কেটে রাখা কালো কাপড়টি রশির শেষের প্রান্তের উপর রেখে ১ ইঞ্চি দূরে সেলাই করুন।
– এখন সেলাই করা কাপড়টি উল্টো দিকে নিয়ে ছবির মতো করে রাখুন এবং এর উপর একটি রাবার ব্যান্ড রাখুন।
– এরপর কাপড়টি ১/৪ ইঞ্চিতে একটি ভাঁজ করুন।
– তারপর আবার ভাঁজ করে নিয়ে রশিগুলোর উপর রাখুন।
– এখন কাপড়টি সমান করে রশির সাথে সেলাই করুন।
– অপর প্রান্তেও একই ভাবে কাপড়টি রাবার ব্যান্ডের ভিতরে নিয়ে তারপর রশির সাথে সেলাই করে নিন। পরিশেষে ব্যান্ডটি দেখতে এমন হবে।
– ব্যাস! বানানো হয়ে গেল হেডব্যান্ড।
– তাহলে আর দেরি না করে আজই বাসায় বসে বানিয়ে ফেলুন এই কিউট হেডব্যান্ডটি।
লিখেছেনঃ নাহার