লাল শাড়ি, লাল চুড়ি, লাল ঠোঁট আর লাল টিপ… বাঙালিয়ানার এই লাল রঙের আবেদনকে অগ্রাহ্য করা কখনই সম্ভব কি? কোন না কোনও দিন তো নিশ্চয়ই সেজেছেন এরকম সাজে অথবা ভাবছেন…পুরোটা লালের সাথে মেক-আপটাকেও মানিয়ে নেয়াটা জরুরী। লালের সাথে মানানসই ট্রেন্ডী মেক-আপের জন্য আজকে আমরা বেছে নিয়েছি কালো আর ব্রাউন শ্যাডো যা লালের মতো চড়া রঙ কে নিউট্রাল করবে সাথে মাল্টি-কালার গ্লিটার দেবে ট্রেন্ডী ছোঁয়া। চলুন দেখে নিই পিকটোরিয়াল…
প্রথমে চোখের ভাঁজ পর্যন্ত ব্রাউন কালার ক্রিম বেইসড শ্যাডো লাগিয়ে নিন।
এরপর ব্রাউন কালার পাউডার শ্যাডো তার উপরে লাগান। ক্রিম শ্যাডো বেস আই-মেক-আপ কে দীর্ঘস্থায়ী করবে।
এবার চোখের কোনা থেকে মাঝ পর্যন্ত চোখের ভাঁজে ছবির মত করে কালো শ্যাডো দিয়ে নিন।
ভ্রু-র নীচে ম্যাট গোল্ডেন কালার হাইলাইটার লাগান এবং ব্রাউন কালার দিয়ে কালো শ্যাডোটা ব্লেন্ড করে নিন।
চোখের নীচের কোলে কাজল দিন আর শেষের দিকটা উপরের কালোর সাথে মিলিয়ে দিন।
এবার যেকোনো গ্লিটার বেস লাগিয়ে তার উপরে গ্লিটার লাগান। গ্লিটার বেস বাজারে কিনতে পাওয়া যায়, তা না পেলে ক্লিয়ার লিপ গ্লস অথবা আইল্যাশ গ্লু ব্যবহার করতে পারেন।
লিকুইড কালো আইলাইনার দিয়ে সরু করে চোখের উপরের পাতায় লাইন টানুন আর তারপর পর্যাপ্ত পরিমাণ মাসকারা লাগান। চোখের সাজ শেষ। এবার বাকি মেক-আপ সেরে লাল শাড়ি, লাল চুড়ি, লাল লিপস্টিক আর টিপ পরে ফেলুন। বাঙালির সাজ একটা লাল টিপ ছাড়া সম্পূর্ণ রূপ পায় না। তাই টিপ পরতে ভুলবেন না যেন। ব্যাস আপনি তৈরি বাঙালী সাজে যেকোনো পার্টি তে যাবার জন্য।
এই সাজে যা কিছু ব্যবহার করেছিঃ
*Mix of MAC studio fix fluid NC42 and pro-long wear NC40
*Mac studio fix powder plus foundation NC42
* Revlon colorstay pressed powder in medium
*Fashionista bronzer in shade LA
*Fashionista blush in shade London
*Fashionista eyeshadow as highlighter in shade Cafe Au Lait
*10tk pan reddish brown shadow as base
*BeautyUK eyeshadow palate 6 for brown and black
*LAspalash eyeshadow sealer as glitter base
*Local cosmetic glitter(10tk to 20tk one)
*Revlon khol pencil in black
*Ioni liquid eye liner
*Loreal feather lash and Maybelline volume express mascara
*Jackelin lipliner in Red
*Fashionista double take lipstick in Red Carpet
লিখেছেনঃ তামান্না ইসলাম
ছবিঃ গ্রীনস্টোরি, তামানজ.ব্লগস্পট.কম