শেভিং এর সময় অনেকেই খুব তাড়াহুড়ো করে থাকেন। কিন্তু শেভিং এর সময় কেটে যাওয়া অথবা ছোট কোন ক্ষত থেকে স্কিনে বিভিন্ন রকম ইরিটেশন দেখা দেয়। তাছাড়া ক্ষত থেকে ব্যাকটেরিয়া, পোরস এর ভেতর দিয়ে স্কিনে প্রবেশ করতে পারে। তাই, শেভিং পরবর্তী এই সমস্যাগুলো যেন না হয়, সেজন্য কিছু স্টেপস মেনে চলতে হবে। চলুন তবে তা জেনে নেয়া যাক শেভিং টিপস ফর হেলদি স্কিন!