হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

হেয়ার কেয়ারে জবা ফুল পাউডার

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে, সেটা থেকে ফুল সংগ্রহ করে প্যাক রেডি করে চুলে লাগানো বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কোথায় পাবো পিওর, ক্যামিকেল ফ্রি হিবিসকাস পাউডার বা জবা ফুলের গুঁড়ো, জানি এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে! হেয়ার কেয়ারে জবা ফুল এর উপকারিতা, সুস্থ ও সুন্দর চুলের জন্য কোন প্যাকগুলো কার্যকরী, সেসব বিষয়ে আজ আমরা জেনে নিব। সেই সাথে কোথায় পাবেন খাঁটি ও অরগানিক হিবিসকাস পাউডার, সেটাও জানা হয়ে যাবে।

চুলের পরিচর্যায় জবা ফুল

চুলের পরিচর্যায় জবা ফুল ব্যবহার করে খুশি একজন

তেল, শ্যাম্পু বা বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্টে উপাদান হিসাবে হিবিসকাস বা জবা ফুলের ব্যবহার দেখা যায়। সৌন্দর্য সচেতন মানুষেরা প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বক ও চুলের যত্ন নিতে বেশি পছন্দ করেন। সুন্দর, সুস্থ ও ঝলমলে চুল পেতে সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনে প্যাক বা হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। চুল পড়ে যাচ্ছে, আগা ফেটে চুল নষ্ট হয়ে যাচ্ছে, মাথার সামনে টাক পড়ে গেছে, এসব অভিযোগ যারা করে থাকেন, তাদের তো অবশ্যই প্রোপারলি হেয়ার কেয়ার করা উচিত। সপ্তাহে ১/২ দিন প্রাকৃতিক উপাদানের হেয়ার মাস্ক বা প্যাক চুলে লাগালে চুল থাকবে সফট আর শাইনি। জানেন তো, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

SHOP AT SHAJGOJ

    হেয়ার কেয়ারে হিবিসকাস বা জবা ফুলের উপকারিতা

    • জবা ফুল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যেটা চুলের রুক্ষ-শুষ্কভাব কমিয়ে আনে
    • এতে অ্যামিনো অ্যাসিড থাকায় চুল কোমল, মোলায়েম ও চকচকে হয়
    • নতুন চুল গজাতে সাহায্য করে, হেয়ার গ্রোথ বাড়ায়
    • প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং অর্থাৎ অকালে চুল পেকে যাওয়া রোধ করে
    • স্ক্যাল্পের ইচিনেস এবং খুশকি কমিয়ে আনতেও দারুণ উপকারী

    চুলের পরিচর্যায় হিবিসকাস পাউডারের ৩টি কার্যকরী প্যাক 

    হেয়ার কেয়ারে জবা ফুলের উপকারিতাগুলো তো জানলাম, কিন্তু কীভাবে প্যাক বানালে হায়েস্ট বেনিফিট পাবো? চুলের ধরন ও সমস্যা অনুযায়ী তিনটি হেয়ারপ্যাক রেসিপি থাকছে আপনাদের জন্য। দেখে নিন তাহলে…

    ১) জবা ফুলের গুঁড়োর সাথে টকদই, অ্যালোভেরা জেল ও পাকা কলা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সমস্ত চুলে এই হেয়ার প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার প্যাকটি লাগালে চুলের রুক্ষতা দূর হবে, চুল থাকবে ময়েশ্চারাইজড ও শাইনি। যাদের ড্রাই ও ফ্রিজি হেয়ার, তারা এই প্যাকটি ট্রাই করতে পারেন।

    Rajkonna Hibiscus Powder

    ২) জবা ফুলের গুঁড়োর সাথে ডিমের সাদা অংশ, খাঁটি নারকেল তেল ও কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল দিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। প্রয়োজনে কিছুটা পানি যোগ করতে পারেন। আমলা পাউডার এতে দিতে পারেন, তাতে আরও ভালো ফল পাবেন। এই প্যাকটি চুল পড়া কমাতে এবং হেয়ার গ্রোথের জন্য দারুণ কার্যকরী। সমস্ত চুলে এই হেয়ার প্যাকটি লাগিয়ে ৩০-৪৫ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার লাগালে উপকার পাবেন।

    ৩) হিবিসকাস পাউডার বা জবা ফুলের গুঁড়োর সাথে মেহেদি, চায়ের লিকার ও টকদই মিক্স করে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার প্যাকটি লাগালে চুলের অকালপক্বতা অনেকটাই কমে আসবে এবং চুলের গোড়া মজবুত হবে। যাদের অয়েলি হেয়ার ও খুশকির সমস্যা আছে, তারা এই প্যাক থেকে উপকার পাবেন।

    জবা ফুল পাশে রাজকন্যা হিবিসকাস পাউডার

    তাহলে জেনে নিলেন, হেয়ার কেয়ারে জবা ফুল গুঁড়োর দারুণ ৩টি প্যাক এবং এর গুনাগুন সম্পর্কে! রাজকন্যা একটি বাংলাদেশী অরগানিক ব্র্যান্ড। রাজকন্যার আমলা পাউডার, হেনা, হিবিসকাস পাউডার পারসোনালি আমার খুবই প্রিয়। উপাদানগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে প্যাকেজিং করা, একদম পিওর, কেমিক্যাল মুক্ত। আপনারা চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

    SHOP AT SHAJGOJ

      ছবি- সাজগোজ

      152 I like it
      33 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort