হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রন দিয়ে হেয়ার স্টাইল করতে কে না ভালোবাসে। কিন্তু এসব হিট স্টাইলার দিয়ে চুল স্টাইল করতে গেলে চুলের যে কী পরিমাণ ড্যামেজ হয়ে থাকে সেটা সম্পর্কে বোধ হয় অনেকেরই কম বেশি জানা আছে। চুলের এই ড্যামেজ থেকে রক্ষা পেতেই হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করা হয়। এসব স্প্রে চুলে এক ধরনের প্রতিরক্ষামূলক বেষ্টনী তৈরি করে যার ফলে হিট স্টাইলার ব্যবহারের ফলে চুলে যে ড্যামেজ হয় সেটা থেকে চুল রক্ষা করা সম্ভব।
হেয়ার প্রোটেকশন স্প্রে ব্যবহারের উপকারিতাঃ
– এসব স্প্রে চুলের রুক্ষভাব দূর করে চুলে ময়েশ্চার যোগায় এবং চুলের ড্যামেজ যেমন আগা ফাটা, চুল ভেঙ্গে পড়া থেকে চুলকে রক্ষা করে।
– এই স্প্রে সব চুলে সমান ভাবে ছড়িয়ে গিয়ে ওভার হিট বা চুল পোড়া থেকে চুলকে রক্ষা করে।
– চুলকে নরম ও ম্যানেজেবল করে তোলে যার ফলে যেকোনো স্টাইল সহজেই করা যায়।
– এসব স্প্রেতে থাকা ভিটামিন ই, সিল্ক প্রোটিন, সিলিকন ইত্যাদি উপাদান চুলের ফ্রিজি ভাব দূর করে সিল্কি ও শাইনি করে তোলে।
– কিছু কিছু হিট প্রোটেকশন স্প্রে অনেকক্ষণ পর্যন্ত চুলের স্টাইল ধরে রাখতেও সাহায্য করে।
ব্যবহারের নিয়মঃ
চুল শ্যাম্পু করার পর ধুয়ে নিন। এরপর চুল শুকালে হিট প্রোটেকশন স্প্রে সারা চুলে অ্যাপ্লাই করুন। এবার আপনার ইচ্ছা অনুযায়ী হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রন দিয়ে চুল স্টাইল করে নিন।
কিছু হিট প্রোটেকশন স্প্রেঃ
– Sunsilk Keratinology Heat Protector Spray:
এতে রয়েছে এডভান্স হিট প্রোটেকশন ফর্মুলা যা চুল ভেঙ্গে পড়া এবং ড্যামেজ থেকে চুল রক্ষা করে। এতে থাকা মাইক্রো নিউট্রিয়েন্টস হেয়ার কর্টেক্স এর ভিতরে প্রবেশ করে চুল ভিতর থেকে শক্ত রাখে। এছাড়াও এটি চুলকে সফট ও শাইনি করতে সাহায্য করে।
– TRESemme Heat Tamer Protective Spray:
ভিটামিনে সমৃদ্ধ স্যালন কোয়ালিটির এই স্প্রেটি বিভিন্ন হিট স্টাইলার ব্যবহারের ফলে যে ড্যামেজ হয় তা থেকে চুলকে রক্ষা করে ভিতর থেকে কন্ডিশন করে এবং চুল উজ্জ্বল করার সাথে সাথে স্টাইলিং করতে সাহায্য করে।
– L’Oreal Professionnel Constructor Techni Art Heat Protectant:
এটি হিট ড্যামেজ থেকে চুল রক্ষা করার পাশাপাশি চুলে ভলিউম আনতে সাহায্য করে। এই হিট প্রোটেকশন স্প্রেটি চুল কার্ল বা স্ট্রেইট করার আগে ব্যবহারের মাধ্যমে চুল ম্যানেজেবল এবং নরম ও উজ্জ্বল করে।
– L’Oreal Paris Studio Line Silk & Gloss Hot Straight Cream:
চুলের রুক্ষভাব দূর করে চুলে শাইনি ভাব আনতে এবং চুল সফট ও সিল্কি করতে এটি ব্যবহার করুন। হেয়ার স্ট্রেইট বা ব্লো ড্রাই করার আগে এটি ব্যবহারের মাধ্যমে চুল ড্যামেজ থেকে রক্ষা পায় এবং স্ট্রেইট করতেও সহজ হয়।
– John Frieda Frizz Ease Hair Serum Thermal Protection:
যাদের চুল বা স্ক্যাল্প তৈলাক্ত তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি চুলে তেল চিটচিটে ভাব আনে না এবং স্ক্যাল্পের তেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি চুলকে ইউভি প্রোটেকশন দেয় এবং বাইরের দূষণ থেকে চুলকে রক্ষা করে। এটি চুলের স্টাইল অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতেও সাহায্য করে এবং খুব অল্প পরিমাণে লাগে।
ভালো কিছু হেয়ার প্রোটেকশন স্প্রের নাম
Loreal elnett satin heat protect styling spray
Tresemme heat defense styling spray
Tresemme battles heat for luminous shine heat protect mist
Tony & Guy heat protect spray
Tresemme Tres two spray for extra hold
Organ oil heat defense spray
লিখেছেনঃ নাহার
ছবিঃ স্টাইলক্রেজ.কম