কাঁচা আমের ৩টি আচার - Shajgoj

কাঁচা আমের ৩টি আচার

আমের আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার, যা খেতে পারবেন সারাটি বছর।

১) টক-ঝাল-মিষ্টি আমের আচার

Sale • Talcum Powder, Loose Powder

    উপকরণঃ

    • কাঁচা আম ১ কেজি
    • সিরকা আধা কাপ
    • সরিষার তেল এক কাপ
    • রসুনবাটা দুই চা-চামচ
    •  আদাবাটা দুই চা-চামচ
    • হলুদ্গুড়া দুই চা-চামচ
    • চিনি তিন টেবিল-চামচ
    • লবণ পরিমাণমতো।

    মসলার জন্যঃ মেথি গুঁড়া এক চা-চামচ, জিরা গুঁড়া দুই চা-চামচ, মৌরি গুঁড়া এক চা-চামচ, রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ,সরষেবাটা তিন টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ, কালো জিরা গুঁড়া এক চা-চামচ।

    প্রণালিঃ খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন। অন্য একটি  সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে। আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

    ২) আম-রসুনের আচার

    উপকরণঃ

    • খোসা ছাড়া কাঁচা আমের টুকরা দুই কাপ
    • সরিষার তেল এক কাপ
    • রসুনছেঁচা এক কাপ
    • মেথি এক টেবিল-চামচ
    • মৌরি এক টেবিল-চামচ
    • জিরা এক টেবিল-চামচ
    • কালো জিরা দুই চা-চামচ
    • সিরকা আধা কাপ
    • হলুদগুঁড়া দুই চা-চামচ
    • শুকনা মরিচ ১০-১২টি
    • চিনি দুই টেবিল-চামচ
    • লবণ পরিমাণমতো।

    প্রণালীঃ আমের টুকরো গুলোতে লবণ মাখিয়ে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে কয়েক ঘণ্টা রোদে দিতে হবে। রেসিপির সব মসলা মিহি করে বেটে নিতে হবে। এরপর চুলায় সসপ্যানে তেল দিয়ে বসাতে হবে। তেল গরম হলে রসুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে, তারপর বাটা মসলা দিয়ে নাড়তে হবে। তারপর আম দিয়ে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আম নরম হলে, চিনি দিয়ে নাড়িয়ে নামাতে হবে। এরপর আচার ঠাণ্ডা হলে বোতলে ভরে, বোতলের মুখ পর্যন্ত তেল দিয়ে ঢাকতে হবে। এরপর কয়েকদিন রোদে দিতে হবে।

    ৩) আম-পেঁয়াজের ঝুরি আচার

    উপকরণঃ

    • কাঁচা আমের ঝুরি এক কাপ
    • পেঁয়াজ কুচি এক কাপ
    • জিরাগুঁড়া দুই চা-চামচ
    • কালো জিরাগুঁড়া আধা চা-চামচ
    • সরষেগুঁড়া এক টেবিল-চামচ
    • মরিচগুঁড়া দুই চা-চামচ
    • সরিষার তেল আধা কাপ
    • লবণ পরিমাণ মতো।

    প্রণালীঃ  আমের ঝুরি এবং পেঁয়াজের কুচি আলাদাভাবে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিতে হবে। তারপরের দিন বাকি সব উপকরণগুলি দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিতে হবে।

     

    লিখেছেনঃ ফারহানা 

     

     

    11 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort