আমাদের অনেকেরই ব্লাড প্রেসার লেভেল স্বাভাবিকের তুলনায় বেশি বা কম থাকে। কোন শারীরিক সমস্যা থাকলে ব্লাড প্রেসার লেভেল স্বাভাবিকের থেকে বেশি বা কম হতে পারে। যাদের এমন সমস্যা আছে, তাদের সব সময়ই ব্লাড প্রেসার লেভেল মনিটর করা উচিত। তাই চলুন তাহলে আজকে দেখে নেই, কীভাবে ডিজিটাল ব্লাড প্রেসার মনিটর মেশিন দিয়ে সহজে নিজেই যেকোনো সময় ব্লাড প্রেসার মাপা যায়।
SHOP AT SHAJGOJ
আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন- shop.shajgoj.com