তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

scrub

হাতের নাগালেই পাওয়া কিছু অতি পরিচিত উপাদান এবার ব্যবহার করুন আপনার তৈলাক্ত ত্বকের যত্নে। ঘরে তৈরি স্ক্রাব আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যা বাজারজাত ফেসিয়াল স্ক্রাব অপেক্ষা উত্তম ও কেমিকেল মুক্ত। চলুন দেখে নেই কী করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তৈলাক্ত ত্বকের স্ক্রাব ঘরে বসেই!

৩টি তৈলাক্ত ত্বকের স্ক্রাব 

তৈলাক্ত ত্বকের যত্নে তিনটি স্ক্রাবের সহজ প্রণালী দেয়া হলো যা আপনার ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে ত্বককে পরিষ্কার করে তোলে। চলুন এবার তাহলে দেখে নেয়া যাক…………

Sale • Scrubs & Exfoliators, Face Wash, Face wash/Cleanser

    ১) ওটমিল স্ক্রাব

    তৈলাক্ত ত্বকের জন্য ওটমিল স্ক্রাব - shajgoj.com

    তৈলাক্ত ত্বকে ব্রণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রথমেই লোমকূপে জমে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে। ওটমিল স্ক্রাব ত্বককে পরিষ্কার করে এবং ব্রণের হাত থেকে রেহাই দেয়।

    উপকরণ

    ১) ওটমিল-  ১ টেবিল চামচ

    ২) মধু- ১ চা চামচ

    ৩) বেকিং সোডা- ১ চা চামচ

    ব্যবহার বিধি

    সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এক টুকরো বরফ ঘষে নিন যা আপনার খোলা লোমকূপ বন্ধ করে দিবে।

    টিপস

    ১. লক্ষ রাখুন যেন স্ক্রাবটি বেশি ঘন না হয়ে যায়, তবে আপনি মধু বা টকদই মিশিয়ে নিতে পারেন।

    ২. ওটমিল আপনার ত্বকের তেল শোষণ করে ও অতিরিক্ত ওটমিল ব্যবহারে ত্বক বেশি শুষ্ক হয়ে যাবে,যার ফলে ত্বকের তেল গ্রন্থি আরও বেশি তেল উৎপাদন করতে শুরু করে।

    ২) মধুর স্ক্রাব

    এই স্ক্রাবটি আপনার ত্বককে মসৃণ ও কোমল করে তোলে আর লেবুর ব্যবহারে আপনার ত্বকের ব্রণের প্রকোপ কমে যায়।

    উপকরণ

    ১) ক্লে মাস্ক- ১/২ চা চামচ

    ২) লেবুর রস- ১/২ চা চামচ

    ৩) মধু- ১ টেবিল চামচ

    ব্যবহার বিধি

    সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

    ৩) ব্রাউন সুগার ও অলিভ অয়েল স্ক্রাব

    এই স্ক্রাবটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয় ও সেই সাথে ত্বকের মৃতকোষ দূর করে। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে দাগ হালকা করে তোলে।

    উপকরণ

    ১) লাল চিনি (ব্রাউন সুগার)- ১ টেবিল চামচ

    ২) মধু- ১ চা চামচ

    ৩) অলিভ অয়েল- ১ চা চামচ

    ব্যবহার বিধি

    সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

    টিপস

    প্যাকটি বেশি ঘন হলে আপনি মধু মিশিয়ে নিতে পারেন।

    সবশেষে বলে রাখি, যেকোনো ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করার পূর্বে হাতের একটু ছোট অংশে তা লাগিয়ে পরীক্ষা করে নিন। যদি আপনার ত্বকে জ্বালাপোড়া হয় তবে সেই প্যাক ব্যবহার করবেন না। আর যেকোনো স্ক্রাব খুব ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করবেন। কখনই জোর দিয়ে ম্যাসাজ করবেন না।

    ছবি- সংগৃহীত: সাটারস্টক

    32 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort