অবাঞ্ছিত লোম রিমুভ করতে অনেকেই পায়ে শেভিং করেন। শেভিং করার পর অনেক সময়ই পায়ে ছোট ছোট ডার্ক স্পট দেখা যায়। অনেকটা স্ট্রবেরীর মত গোটা গোটা দানা বের হয়, তাই না? কেন হয় এই স্পটগুলো? এই প্রশ্নটা হয়তো অনেক বারই মনে এসেছে। এই ডার্ক স্পটের জন্য অনেকেই কমফোর্টেবল ফিল করে না! তবে কী করলে এই স্ট্রবেরী লেগ থেকে মুক্তি পাওয়া যাবে? চলুন জেনে নেয়া যাক….
SHOP AT SHAJGOJ
অথেনটিক প্রোডাক্টস কিনতে ভিজিট করুন- shop.shajgoj.com