রাতে ঘুমানোর আগে মেকআপ ক্লিন করার বেনিফিটগুলো কী কী?

রাতে ঘুমানোর আগে মেকআপ ক্লিন করার বেনিফিটগুলো কী কী?

2

অনেক রাত পর্যন্ত পার্টি, বিয়ের অনুষ্ঠান অথবা সারাদিন কাজের শেষে মেকআপ তোলাটাই যেন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ। ক্লান্তিকর মনে হলেও এই একটি অভ্যাসই কিন্তু আপনার ত্বককে ভালো রাখবে। রাতে ঘুমানোর আগে যদি এই কাজটি যদি করা না হয়, তাহলে সৌন্দর্যের জন্য যত কিছুই করা হোক না কেন, শেষ পর্যন্ত কোনো লাভই হবে না। চলুন জেনে নেই মেকআপ তোলা শেষে ত্বকের কী কী উপকার হয়-

রাতে ঘুমানোর আগে মেকআপ ক্লিন করলে কী কী বেনিফিট পাওয়া যায়?

স্কিন ক্লিন ও অক্সিজেনেটেড থাকে

রাতে ঘুমানোর আগে ভালোভাবে মেকআপ পরিষ্কার করে ঘুমাচ্ছেন মানে ত্বককে খারাপ হয়ে যাওয়ার হাত থেকে সুরক্ষা করছেন। মেকআপ তোলা মানে স্কিন প্রোপারলি ক্লিন ও অক্সিজেনেটেড থাকা। মুখ ভালো করে পরিষ্কার না করলে সেলুলার অক্সিজেনেশন (ত্বকে অক্সিজেন প্রবেশ) প্রসেস বাধাগ্রস্ত হয়। খালি চোখে দেখে হয়তো ব্যাপারটি ভালোভাবে বোঝা যায় না। কিন্তু ধীরে ধীরে স্কিনের ক্ষতি হতে থাকে। তাই রাতের এই স্কিন কেয়ারের মানে আপনি সঠিকভাবে নিজের যত্ন নিচ্ছেন।

প্রিম্যাচিউর এজিং প্রিভেন্ট হয়

মেকআপ প্রোডাক্টসে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে। এগুলো ভালোভাবে ক্লিন না করলে স্কিনের পোরস বন্ধ হয়ে রিংকেলস, ফাইন লাইনসের মতো এজিং সাইনস দেখা দিতে পারে। এই প্রিম্যাচিউর এজিং সাইনস প্রিভেন্ট করার জন্য রাতে ঘুমানোর আগে স্কিন প্রোপারলি ক্লিন করতে হবে।

ক্লিয়ার স্কিন

ব্রণ ওঠার সম্ভাবনা কমে

ত্বকে ব্রণ দেখার সাথে সাথে আঁতকে উঠি আমরা! দোষ দেওয়া শুরু করি ব্যবহার করা নামীদামী সব মেকআপ প্রোডাক্টকে। অথচ ভেবে দেখি না, রাতে ঘুমানোর আগে মেকআপ ঠিকভাবে উঠিয়েছিলাম কিনা! সমস্যা কিন্তু আসলে মেকআপ প্রোডাক্টে নয়, মূল সমস্যা তৈরি হয় রাতে ঘুমানোর আগে ভালোভাবে ফেইস ক্লিন না করায়। ব্রণকে দূরে রাখার জন্য স্কিন ক্লিন রাখা সবচেয়ে বেশি জরুরি। মেকআপ যদিও স্কিনের খুঁত ঢেকে রাখে, তবুও রাতে ঘুমানোর আগে সেগুলো তুলে ফেলা উচিত। ত্বকের ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে ফেসিয়াল ক্লেনজিং। রাতে ঘুমানোর আগে প্রোপারলি স্কিন ক্লিন করে ঘুমালে ব্রণ ওঠার হার অনেকটাই কমে যাবে।

ডার্ক সার্কেলের সমস্যা কমে যায়

চোখে আই মেকআপ বেশি সময় রাখলে ডার্ক সার্কেলের সমস্যা বাড়তে পারে। রাতে আই মেকআপ ভালোভাবে ক্লিন করে ঘুমালে এই পসিবিলিটি অনেকখানি কমে যায়। কয়েক মিনিট সময় নিয়ে চোখের মাশকারা আর আই মেকআপ তুলে ফেলুন, দেখুন নিজেকে কতটা ফ্রেশ আর ইয়াং লাগছে!

SHOP AT SHAJGOJ

    চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়

    মেকআপ মানেই চোখের জন্য আলাদা সাজসজ্জা। স্মোকি আই অথবা কালারফুল শ্যাডো দিয়ে সাজানো হয় চোখ। রাতে ঘুমানোর আগে যদি চোখ ভালোভাবে ক্লিন না করা হয়, তাহলে ইনফেকশন হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর এ জন্য আই মেকআপ ক্লিন করা জরুরি। পাপড়িতে লাগানো মাশকারা থেকে শুরু করে শ্যাডো- এর কোনো একটি অংশ যদি চোখের ভেতরে ঢুকে যায় তাহলে চোখে ইরিটেশন, চোখ লাল হওয়াসহ নানা ধরনের ইনফেকশন হতে পারে। তাই আই মেকআপ প্রোপারলি ক্লিন করার অর্থ হচ্ছে চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যাওয়া।

    ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়

    ত্বক থেকে মেকআপ তুলে ফেলা মানে ত্বকে সঠিকভাবে অক্সিজেন আর নিউট্রিশন প্রবেশ করার পদ্ধতি সহজ করে দেওয়া। এছাড়াও বাড়ে ত্বকের উজ্জ্বলতা। মেকআপ নিয়মিত না তুললে আপনি নিজেই খেয়াল করবেন ত্বক কেমন ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে।

    রাতে ঘুমানোর আগে মেকআপ পরিষ্কার করা

    আইল্যাশ ভালো থাকে

    আই মেকআপে মাশকারা রেগুলার ইউজ করা হয়। যদি মাশকারা ক্লিন না করা হয় তাহলে কী সমস্যা হতে পারে জানেন? বারবার এমন হলে ডিহাইড্রেশন বেড়ে যায়, যার কারণে চোখের হেয়ার ফলিকল দুর্বল হতে থাকে। এতে ধীরে ধীরে পাপড়ি দুর্বল হয়ে ভেঙে যাওয়া শুরু হয়। এই পরিস্থিতির মুখোমুখি না হতে চাইলে অবশ্যই রাতে ঘুমানোর আগে মাশকারা উঠিয়ে ফেলতে হবে।

    ঠোঁটের কোমলতা বাড়ে

    মুখের ত্বকের অন্যান্য জায়গার চেয়ে ঠোঁটের আশপাশ কিন্তু বেশি কোমল হয়। ঠোঁট কোমল ও হাইড্রেটেড রাখতে প্রয়োজন বাড়তি একটু যত্নের। যদি লিপস্টিক রিমুভ না করা হয়, তাহলে ঠোঁট ময়েশ্চার হারায়, শুষ্ক হয়ে যায়, দেখে মনে হয় চামড়া উঠে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে লিপস্টিক ক্লিন করলে ঠোঁট ময়েশ্চারাইজড ও সফট থাকে।

    ঠোঁটের যত্ন

    স্কিন অ্যালার্জি থেকে ত্বক সুরক্ষিত থাকে

    লং টাইম যদি মেকআপ করে থাকা হয়, তাহলে মেকআপ প্রোডাক্টে থাকা ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টসের কারণে স্কিন অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। রাতে প্রোপার ওয়েতে স্কিন ক্লিন করলে ডার্মাটিটিস বা একজিমার মতো স্কিন অ্যালার্জি থেকে স্কিন সেইফ থাকবে।

    পরের দিনের বিউটি রুটিন সহজ হয়

    আগের রাতে যদি ফেসিয়াল কেয়ার ভালোভাবে করা হয়, তাহলে পরেরদিন বিউটি রুটিন শুরু করা সহজ হয়। ঘুম থেকে ওঠার পর স্কিন ক্লিন থাকলে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, নতুন করে মেকআপ প্রোডাক্টের ব্যবহার সবকিছু সুন্দর করে করা সহজ হয়।

    আপনি কি তাদের মধ্যে একজন যিনি রোজ রাতে মেকআপ না উঠিয়ে ঘুমাচ্ছেন? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই বদভ্যাস বদলে ফেলুন এখনই! শুধু ফেইস ওয়াশ দিয়ে কখনোই মেকআপ রিমুভ করবেন না। ভালোমানের মাইসেলার ওয়াটার, ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম দিয়ে আগে মেকআপ তুলে নিন। এরপর ওয়েট ওয়াইপস দিয়ে মেকআপ রিমুভ করে ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। নিজের ত্বকের যত্ন নিন, সুস্থ থাকুন। আপনি চাইলে অনলাইন থেকে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। এছাড়া সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলো থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

    SHOP AT SHAJGOJ

       

      ছবিঃ সাজগোজ

      12 I like it
      0 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort