আজকে আপনাদের দেয়াল সাজানোর জন্য প্ল্যাস্টিকের কাঁটা চামচ দিয়ে সুপার কিউট একটি ফ্যান বানানো শিখাবো। অনেক সময় আমাদের বাসাতেই থাকে এই চামচ আবার না থাকলেও নিউমার্কেটের কাঁচা বাজারে খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। বাসায় পার্টি থাকলে অনেক কাঁটা চামচ পুরোনো হয়ে যায়। তখন সেগুলো ফেলে না দিয়ে আমরা একটু খানি ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর ঘর সাজানোর উপকরণে রূপান্তরিত করতে পারি।
যা যা লাগবেঃ
১. প্ল্যাস্টিকের কাঁটা চামচ
২. লেস
৩. ফিতা
৪. কাপড়ের ছোট গোলাপ
৫. কার্ড বোর্ড বা শক্ত কাগজ যেমন জুতার বাক্স
৬. আঠা
৭. কাঁচি
পদ্ধতিঃ
প্রথমে কার্ডবোর্ডটি অর্ধগোলক আকারে কেটে নিন। এর সাথে আঠা দিয়ে চামচগুলো সাজিয়ে দিন। ঠিক ছবির মত করে। মনে রাখবেন কাঁটা চামচ কার্ডবোর্ডের উল্টো দিকে সাজাবেন।
এবার কার্ডবোর্ডটি উল্টিয়ে নিন। যেন চামচের সাথে কার্ডবোর্ডের সংযোগ বোঝা না যায়। আমার কথাটি বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন।
এখন আপনার পছন্দসই যেকোনো রঙের লেস দিয়ে কাঁটাচামচের ২টি কাঁটা বাইরে আর ২টি কাঁটার ভিতর লেস চালিয়ে দিন। ঠিক যেভাবে আমরা রান ফোঁড় দিই সেভাবে। এবার কাঁটার উপর অন্য আরেক ধরনের লেস বসিয়ে দিন যেন কাঁটার বেশির ভাগ অংশ ঢাকা থাকে।
নিচের দিকে যে অর্ধগোলক বেজটি আছে সেটি গোলাপি বা যেকোনো রঙের কাপড় দিয়ে আঠার সাহায্যে ঢেকে দিন এবং লেস লাগিয়ে দিন। গোলকটির একটু উপরের দিকেও রান ফোঁড় দেয়ার মত গোলাপি ফিতা লাগিয়ে দিন। আমরা সম্পূর্ণ ফ্যানটি গোলাপি রঙটি রাঙাতে চেয়েছি তাই সবকিছু গোলাপি ব্যবহার করেছি।
এই গোলাপি ফিতার উপর কাপড়ের গোলাপ লাগিয়ে দিন আঠা দিয়ে।
সবশেষে অর্ধ গোলকটির উপর কয়েকটি গোলাপ লাগিয়ে দিন।
আসলে সাজানোর ব্যাপারটি পুরোটাই নির্ভর করবে আপনার রুচি এবং পছন্দের উপর। আমি এখানে দেখালাম একটি নমুনা মাত্র। এই ঈদে এমন একটি ওয়াল পিস বানিয়ে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলুন আরও বহুগুণে।
লিখেছেনঃ রোজেন
তথ্য ও ছবিঃ আই ক্রিয়েটিভ আইডিয়াস . কম