কুসুদামা হলো জাপানের একটি ঐতিহ্যবাহী কাগজের তৈরী ফুল। এটি চাইলে আপনি উপহার বা বাড়ির ডেকোরেশনের কাজেও লাগাতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কুসুদামা ফুল তৈরির প্রক্রিয়া-
[picture]
যা যা লাগবেঃ
- কাগজ
- আইকা বা গাম
- কাঁচি
যা করতে হবেঃ
প্রতিটি কাগজের টুকরো দৈর্ঘ্য ও প্রস্থে সমান হবে (যেমন-দৈর্ঘ্য ১৩ ও প্রস্থ ১৩ সে.মি.)। প্রতিটি ফুলে ৫টি পাপড়ি থাকবে।
২ নং চিত্রের ন্যায় কাগজের নিচের অংশ ভাঁজ করে উপরের অংশের সাথে যোগ করুন, ফলে একটি ত্রিভুজ হবে।
৩ ও ৪ নং চিত্রের ন্যায় ডান ও বাম প্রান্ত ভাঁজ করে মাঝ বরাবর সংযুক্ত করুন, ফলে দু’পাশে দু’টি ত্রিভুজ হবে।
৫ ও ৬ নং চিত্রের ন্যায় ডান ও বাম পাশের ত্রিভুজ দুটিকে আবারও ত্রিভুজ আকৃতিতে ভাঁজ দিন (সামনের দিকে) চিত্র অনুসারে।
৪ নং চিত্রে দেয়া ভাঁজটিতে ভাঁজের মাঝখানের অংশে আঙ্গুল ঢুকিয়ে ফুলিয়ে নিন, ফলে ৬ নং চিত্রের ভাঁজটি খুলে যাবে। দু’পাশে দুটি বড় ত্রিভুজ হবে।
৯ ও ১০ নং চিত্রের ন্যায় ত্রিভুজ দুটির মাথা সামনের দিকে চিত্রের ন্যায় ভাঁজ দিন। এখন ৬ নং স্টেপে দেয়া ভাঁজটি আবার দিন।
১২ নং চিত্রের ন্যায় ডান ও বামপাশ আইকার সাহায্যে সংযুক্ত করুন। ফলে একটি cone তৈরী হবে, একে আমরা পাপড়ি হিসেবে ব্যবহার করব।
এভাবে আরো ৪টি পাপড়ি তৈরি করে আইকার সাহায্যে সবগুলো একসাথে মুখোমুখি জোড়া দিলেই হয়ে যাবে এই অসাধারণ ফুলটি।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবিঃ র্যাজব্লিন্ট.কম