যাদের ফেইসের টি-জোন অয়েলি কিন্তু ফেইসের বাকি অংশটুকু ড্রাই, তাদের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করাটা বেশ টাফ! কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার নিতে ফেইসের কিছু অংশে দরকার জেল বেইজড আবার কিছু অংশের জন্য দরকার ক্রিম বেইজড ময়েশ্চারাইজার। আজকে আমি এমনই একটি ময়েশ্চারাইজারের রিভিউ শেয়ার করবো, সেটি হচ্ছে Dermalogika T Zone Solution! বেশ কিছুদিন ধরে এই প্রোডাক্টটি আমি ইউজ করছি। অনেকেই এই ময়েশ্চারাইজারটির রিভিউ জানতে চাচ্ছেন, তাই ভাবলাম একটু ডিটেইলসে লিখে ফেলি।
মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিন বলতে কী বোঝায়?
প্রথমেই আমাদের বুঝতে হবে কম্বিনেশন স্কিন কাকে বলে? অনেকেরই দেখা যায় থুতনি, কপাল ও নাক অর্থাৎ টি-জোন একটু বেশি তেলতেলে। কিন্তু সেই তুলনায় গাল এবং চোয়ালের অংশটা ড্রাই বা খসখসে লাগে। আপনার ফেইসেও যদি এমন ইস্যু থাকে, তাহলে আপনি কম্বিনেশন স্কিনের অধিকারী। আবহাওয়া ও হরমোনাল কারণে অথবা জেনেটিক্যালিও অনেকের ত্বক হয় মিশ্র। এই ধরনের স্কিনের টেক কেয়ার করতে যেয়ে বা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে করতে হয় নানা ধরনের মিক্সম্যাচ অ্যাপ্লিকেশন। আর চিন্তা নেই, এবার কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার হবে একটি ময়েশ্চারাইজার দিয়েই!
কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার
কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একই সাথে অয়েলি এবং ড্রাই, দুই ধরনের স্কিন কনসার্নের সাথেই সমানভাবে ফাইট করতে হয়। অয়েলি পার্টে ব্রেকআউটস, এনলার্জ পোরস এই ধরনের স্কিন প্রবলেম দেখা দেয়। আর ড্রাই পার্টে রাফনেস, রিংকেলস, প্যাচিনেস এই স্কিন প্রবলেমগুলো একটু বেশিই হয়। তাই কম্বিনেশন স্কিনের কেয়ার নিতে কনসার্ন বুঝে রাইট ময়েশ্চারাইজার সিলেকশন খুবই জরুরি।
Dermalogika T Zone Solution
যাদের স্কিন টাইপ কম্বিনেশন বা মিশ্র, তাদের জন্য ডার্মালজিকা নিয়ে এসেছে T Zone Solution! এই ময়েশ্চারাইজারটিতে একই সাথে পেয়ে যাবেন জেল ও ক্রিম বেইজড ময়েশ্চারাইজার। এক বাক্যে বলা যায়, ব্যস্ত জীবনে ত্বকের যত্ন নিতে এটি একটি চটজলদি সমাধান! কী কী উপাদান আছে এতে, স্পেশালিটি কী, কারা ইউজ করতে পারবেন, সবই জানতে পারবেন আজকের রিভিউতে।
ডার্মালজিকার এই ময়েশ্চারাইজারের বিশেষত্ব
বাজারের অন্য ক্রিমের থেকে এটি কিন্তু একদমই আলাদা। কেন? এতে আছে হাফ-অ্যান্ড-হাফ জেল ও ক্রিমের আলাদা চেম্বার, সাথে আছে ২টি আলাদা স্প্যাচুলা। এর মাধ্যমে খুব সহজেই আপনি হাইজিন মেনটেইন করতে পারবেন। যেহেতু আলাদা স্কিন টাইপের জন্য আলাদা ধরনের প্রোডাক্ট, তাই এর ইনগ্রেডিয়েন্টসও কিন্তু ডিফারেন্ট।
জেল পার্টের ইনগ্রেডিয়েন্ট
যেহেতু জেল পার্টটি মূলত অয়েলি স্কিনের জন্য ফর্মুলেটেড, তাই এটার টেক্সচার বেশ ওয়াটারি ও লাইট। এতে আছে উইলো বার্ক এক্সট্র্যাক্ট (willow bark), যেটাতে আছে ন্যাচারাল স্যালিসাইলিক অ্যাসিড salicin। অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ থাকাতে এটা অয়েলি স্কিনের জন্য খুবই কার্যকর। স্যালিসাইলিক অ্যাসিড ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসাবেও কাজ করে।
ক্রিম পার্টের ইনগ্রেডিয়েন্ট
ক্রিম বেইজড ময়েশ্চারাইজারটি যেহেতু ড্রাই স্কিনকে টার্গেট করে ফর্মুলেটেড, তাই এতে আছে স্কিন নারিশিং কনটেন্ট। এই পার্টে মূলত আছে ভিটামিন ই, যা ত্বকের ময়েশ্চার রিস্টোর করতে খুবই হেল্পফুল। এর অ্যান্টি অক্সিডেন্ট ও স্কিন নারিশমেন্ট প্রোপার্টিজ ত্বককে ড্যামেজ হওয়া থেকে সুরক্ষা দেয় এবং এজিং সাইন প্রিভেন্ট করে।
স্কিনকে কীভাবে বেনিফিট দেয়?
১) এর জেল পার্টের স্যালিসাইলিক অ্যাসিড একনে এবং এক্সেস অয়েল কন্ট্রোল করতে হেল্প করে। সেইসাথে পোরস মিনিমাইজ করে, যার ফলে স্কিন হেলদি দেখায়।
২) এর ক্রিমি ময়েশ্চারাইজারটি স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করে, সেই সাথে স্কিনে সফটনেস ও গ্লোয়িং লুক নিয়ে আসে।
৩) সান ড্যামেজ ও ইনফ্ল্যামেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে। স্কিনে একদমই হেভি ফিল হয় না, খুব স্মুথলি মিশে যায়।
এই প্রোডাক্টটি কি শুধু কম্বিনেশন স্কিনের জন্য?
কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট, তবে যেকোনো স্কিন টাইপেই এটি মানিয়ে যাবে। ধরুন, আপনার ত্বক এমনিতে অয়েলি। তাহলে জেল টাইপ ময়েশ্চারাইজারটি আপনি ইউজ করবেন। ওয়েদারের কারণে যখন স্কিন একটু টানটান লাগে বা ড্রাই ফিল হয়, তখন ক্রিম বেইজড ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিলেন। যেকোনো সময়ে আপনি স্কিনের চাহিদা অনুযায়ী ক্রিম বা জেল পার্ট ইউজ করতে পারবেন।
প্যাকেজিং ও দাম
ছবি দেখেই বুঝতে পারছেন যে খুবই ট্রেন্ডি ও স্মার্ট প্যাকেজিং। ১০০ গ্রামের এই প্রোডাক্টটির এক পাশে রয়েছে ৫০ গ্রাম জেল বেইজড ময়েশ্চারাইজার এবং অন্য পাশে রয়েছে ৫০ গ্রাম ক্রিম বেইজড ময়েশ্চারাইজার। কার্যকারিতা অনুযায়ী প্রাইস ঠিকই আছে, এটা আমার মনে হয়েছে। একই সাথে সব বেনিফিট যখন একটি সিঙ্গেল প্যাকেজিং প্রোডাক্ট থেকেই পেয়ে যাচ্ছি, আর এক্সট্রা কোনো ময়েশ্চারাইজারের প্রয়োজন হচ্ছে না।
কীভাবে ব্যবহার করতে হয়?
স্কিন কেয়ারে ডেইলি বেসিসে এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করতে পারবেন। ফেইস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করে আপনার পছন্দের টোনার অ্যাপ্লাই করে নিন। এবার নাক, থুতনি মানে টি-জোনে জেল ও ফেইসের বাকি অংশে ক্রিম ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
কিছু সতর্কতা
- ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে হবে
- প্রোডাক্টটি অবশ্যই ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন
- বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য
- দিনের বেলা অবশ্যই আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করতে হবে
ডার্মালজিকা একটি স্বনামধন্য স্কিন কেয়ার ব্র্যান্ড যেটার স্লোগান হচ্ছে ‘Clean beauty with pure science’! স্কিন সেফটি এই ব্র্যান্ডটির অন্যতম কনসার্ন। তাই ত্বকের যত্নে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কম্বিনেশন স্কিনের টোটাল কেয়ার সম্পর্কে তো জানা হলো। আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।
ছবি- সাজগোজ