জুতোর বাক্সকে বানিয়ে ফেলুন স্টোরেজ বাক্স - Shajgoj

জুতোর বাক্সকে বানিয়ে ফেলুন স্টোরেজ বাক্স

storage box

আজ আমরা শিখব একটি সাধারণ জুতো রাখার বাক্সকে কিভাবে আকর্ষণীয় একটি স্টোরেজ বাক্সে পরিণত করা যায়, এজন্য প্রয়োজন হবে-

[picture]

Sale • Color Protection, Dandruff, SHOP BY CONCERN

    ১/ জুতোর বাক্স

    ২/ কাঁচি বা এন্টিকাটার

    ৩/ আইকা বা গাম

    ৪/ wrapping পেপার বা নিজের পছন্দনুযারী যে কোন কালার পেপার।

    চলুন শুরু করি। একটি জুতোর বাক্স নিন।

    2

    নিচের ছবির ন্যায় জুতোর বাক্সের মাঝ বরাবর দু’পাশ সমানভাবে কেটে নিন। ফলে বাক্সের দু’পাশে দুটি ত্রিভুজ হবে।

    3

    এবার কাটা অংশ বরাবর বাক্সটিকে উল্টোদিকে ভাঁজ করুন।

    4

    এখন আইকা বা গাম দিয়ে বাক্সের দু’প্রান্ত জোড়া দিন। চিত্রে দেখুন, বাক্সটির দু’পাশ খালি। খালি দু’পাশের জন্য জুতোর বাক্সের ঢাকনা থেকে সমপরিমাণ কাগজ কেটে আইকার সাহায্যে লাগিয়ে দিন।

    5

    বাক্সটিকে আরও আর্কষণীয় করে তুলতে কাগজের wrapping পেপার বা কোলাজ পেপার ব্যবহার করতে পারেন।

    6

    ব্যাস তৈরি হয়ে গেল, একটি সুন্দর স্টোরেজ বক্স, যাতে আপনার নিত্য প্রয়োজনীয় ছোট খাট জিনিস, যেমন-চুল বাঁধার ক্লিপ, মোবাইল ফোন, ঔষধ ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন সহজে।

    1

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    সূত্রঃ ডুইটএ্যন্ডহাও.কম

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort