কাগজের ফুলদানি - Shajgoj

কাগজের ফুলদানি

vase

আমাদের সবার বাসায় আনাচে কানাচে খবরের কাগজ বা বিভিন্ন ম্যাগাজিন পড়ে থাকে। একটি সময় আমরা সেগুলোকে ঘরের জঞ্জাল ভেবে ফেলে দিই। এমন হলে কেমন হয় বলুন তো যখন এই জঞ্জালই আপনার ঘরের শোভা বর্ধন করবে? আজ আমরা এই ফেলনা কাগজ গুলো দিয়ে একটি ভাস মানে ফুলদানি বানাবো অথচ এটি বানাতে তেমন কোন উপকরণই লাগে না। এর সব উপকরন আমাদের বাসায়ই থাকে।

[picture]

Sale • HOME CARE, Contour, Under Eye Concealer

    প্রয়োজনীয় উপকরণঃ

    ১। খবরের কাগজের টুকরো

    ২। সাদা কাগজ

    ৩।পানি

    ৪। আঠা

    ৫।বেলুন

    ৬। উল

    ৭। কাঁচি

    ৮। স্কচ টেপ

    ৯। কার্ডবোর্ড

    পদ্ধতিঃ

    প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিন আর কাগজের টুকরোগুলো পানিতে ভিজিয়ে নিয়ে আঠার সাথে বেলুনের গায়ে লাগিয়ে দিন।

    vase 1

    মনে রাখবেন বেলুন এর পুরোটা কাগজ লাগিয়ে দিবেন না। যেদিক দিয়ে বাতাস ঢুকিয়ে বেলুন ফুলানো হয় সে পাশটা এবং বেলুনের আরেক প্রান্তের কিছুদূর পর্যন্ত কাগজ বিহীন রাখবেন। কেননা এটির একটি আমাদের ফুলদানির মুখ হিসেবে কাজ করবে এবং আরেকটি বেলুনটি ফুলদানির শেপ দেয়ার কাজে লাগবে। এবার বেলুনটি একটি গ্লাসের উপর রেখে দিন যেন আঠা শুকিয়ে কাগজ গুলো বেলুনের সাথে ভালো ভাবে এঁটে যায়।

    vase2

    এবার সাদা কাগজ দিয়ে পেপারের টুকরো দিয়ে ঢাকা অংশটুকু আঠা দিয়ে লাগিয়ে দিন আর বেলুন থেকে হাওয়া বের করে বেলুনটি ফুলদানির ভেতর থেকে বের করে আনুন।

    vase3

    এখন খেয়াল করুন বেলুনের আকার অনুযায়ী এই ফুলদানিতে একটি চোখা এবং আরেকটি প্রশস্ত অংশের সৃষ্টি হয়েছে।  প্রশস্ত অংশ ফুলদানির নিচের অংশ হিসেবে কাজ করবে। তাই শক্ত কোন কার্ডবোর্ড এই ফাঁকা অংশে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। কাজ শুরু করার আগে নিচের ছবিটি দেখে নিন।

    Capture

    আমাদের ফুলদানি তৈরি মোটামুটি শেষের পর্যায়ে । এবার আমাদের কাজ হল ফুলদানিটিকে একটু সাজানো। তাই ফুলদানিটিকে সোজা করে বসিয়ে দিন যেন কার্ডবোর্ড লাগানো অংশটুকু নিচের দিকে থাকে। পুরো ফুলদানি জুড়ে আঠা লাগিয়ে দিন এর এর উপর যেমন ইচ্ছা তেমন ভাবে উল (সোয়েটার বোনার কাজে লাগে) লাগিয়ে দিন।

    vase4

    তৈরি হয়ে গেল কাগজের ফুলদানি। এটি বানিয়ে নিজের বাসায় ফুল দিয়ে সাজাতে পারেন আবার প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন।

    লিখেছেনঃ রোজেন

    তথ্য এবং ছবিঃ ফ্যাবআর্টডিআইওয়াই.কম

    13 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort