Acne prone স্কিনের ফেসওয়াশ নির্বাচন - Shajgoj

Acne prone স্কিনের ফেসওয়াশ নির্বাচন

007

১. ফেসওয়াশ কেনার আগে অবশ্যই খেয়াল করবেন এতে salicylic acid অথবা benzyl per oxide আছে কিনা ৷ কার্যকারিতার দিক থেকে salicylic acid কিছুটা বেশি এগিয়ে ৷

২. যাদের ব্রণের সমস্যা খুব বেশি, তারা এক জন ভালো dermatologist এর কাছে চিকিৎসা নেবেন ৷ বেশিরভাগ ব্রণ
উপযুক্ত চিকিৎসাতে ভালো হয় ৷

Sale • Face wash/Cleanser, Scrubs & Exfoliators, Face Wash

    [picture]

    ৩. কারো কারো ক্ষেত্রে দেখা যায় ব্রণ খুব বেশি না থাকলেও , প্রায় ই অল্প বিস্তর ব্রণ হয় যার জন্য অস্বস্তি তে পড়তে হয় ৷ অর্থাৎ ব্রণ হওয়ার একটা প্রবণতা থাকে, যাকে আমরা acne prone skin বলে থাকি ৷ যাদের এমন সমস্যা আছে তারা  এই ফেস ওয়াশ গুলো ব্যবহার করতে পারেন-

    প্রসঙ্গত প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে। কোথা থেকে পাবেন? আদৌ আসল পণ্য নাকি নকল পণ্য কিনছেন? দাম কত?  আপনার সুবিধার্থে সাজগোজ পুরো প্রক্রিয়াটি  সহজতর করে তুলেছে SAPPHIRE ( সাফায়ার) এর মাধ্যমে। পণ্যটি সম্পর্কে  জানতে এবং কিনতে, দেয়া লিঙ্কগুলোতে ক্লিক করুন।

    কিছু ফেস ওয়াশঃ
    ১- neutrogena oil free acne wash :

    ব্রণের চিকিৎসায় একটি খুবই কার্যকরী ফেস ওয়াশ ৷ dermatologist রা এই ফেস ওয়াশ টি রিকমেন্ড করে থাকেন ৷ ব্রণের চিকিৎসায় এটি খুবই উপকারী ৷ এতে আছে ২% salicylic acid ৷

    প্রাপ্তি স্থান :
    যে কোনো ভালো দোকানে এই ফেস ওয়াশ টি পাওয়া যায় ৷

    ২- neutrogena pink grape fruit acne wash : এতে পিঙ্ক গ্রেপ এক্সট্র্যাক্ট , salicylic acid,ভিটামিন – সি ও আছে৷

    প্রাপ্তিস্থান :  SAPPHIRE ( সাফায়ার) ষ্টোরে পেয়ে যাবেন।

    ৩- loreal go 360 anti break out face wash :এই ফেস ওয়াশ টির সাথে আছে খুব সুন্দর একটি scrublet ৷দাম কিছুটা বেশি ৷ ১০৫০-১১০০ টাকা ৷

    প্রাপ্তিস্থান : স্টারডাস্ট ( বেইলি রোড )

    ৪- clean & clear pimple clearing face wash : এই ফেসওয়াশ টির কুলিং ইফেক্ট রয়েছে ৷ oily shine কমায় ৷

    প্রাপ্তিস্থান :  SAPPHIRE ( সাফায়ার) এবং যেকোনো ভালো সুপারসপ।
    ৫- himalaya neem face wash : সুপরিচিত এবং বেশ কার্যকরী ৷ যেকোনো ভালো দোকান থেকে সংগ্রহ করতে পারেন ৷ দাম ও নাগালের ভেতরই ৷

    ৬- clearasil rapid action daily cream wash : এই ফেস ওয়াশটি বাংলাদেশে আসার আগেই আমি USA থেকে এনে  ব্যাবহার করেছিলাম৷ খুব একটা কার্যকরী মনে হয়নি আমার কাছে ৷ এটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে ৷ দাম অনুযায়ী খুব একটা ভালো লাগেনি ৷

    এছাড়া অয়েলি স্কিনের জন্য ভালো কিছু ফেসওয়াশ :
    ১.neutrogena deep clean face wash
    ২. clean & clear foaming face wash
    ৩. loreal go 360 deep facial cleanser
    ৪.ponds pure white face wash:

    লিখেছেন : অতন্দ্রিলা
    ছবিঃ বিউটি ফ্লাটার্স.ব্লগস্পট .কম

     

    21 I like it
    6 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort