খেজুর আমন্ডের লাড্ডু - Shajgoj

খেজুর আমন্ডের লাড্ডু

Dates-Laddu

খেজুর এবং আমন্ডের স্বাস্থ্যগুণ বলে শেষ করা যাবে না।  এতে থাকা  খেজুর ও আমন্ড তাৎক্ষনিকভাবে আপনার এনার্জি লেবেলকে বুস্ট আপ করার সাথে সাথে ম্যাটাবওলিজম পাওয়ার বাড়াবে।   দেখে নিন, খেজুর আমন্ডের লাড্ডু তৈরির পুরো প্রণালী।

[picture]

Sale • Compact & Pressed Powder, Talcum Powder

    উপকরণ

    • বিচি ছাড়ানো খেজুর – ১ কাপ
    • আমন্ড – ১/২ কাপ
    • মধু – ১ টেবিল চামচ
    • দারুচিনি গুঁড়ো – ১/২ টেবিল চামচ
    • ১ চিমটি লবন
    • এলাচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
    • জাফরান ৪ টা
    • গ্রেটেড  নারকেল – পরিমাণ মতো

    প্রণালী

    – প্রথমে আমন্ডগুলো হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে উপরের আবরণ ছারিয়ে নিন।

    – এবার  একটি পাত্রে আমন্ড মধু লবন জাফরান দারুচিনি এবং এলাচ গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিন।

    – একটি গ্রিন্ডার মেশিনে মিক্স করে রাখা উপকরণগুলো ঢেলে  ঘন পেস্টেরমতো করে নিন।

    – এখন ঘন পেস্ট থেকে ছোট ছোট বলের শেপ দিয়ে নিন।

    – সবশেষে গ্রেডেড কোকোনাটে বলগুলো গরিয়ে নিন।

    ব্যস তৈরি হয়ে গেল মজাদার খেজুর আমন্ডের লাড্ডু।

     

    ছবি ও রেসিপি – সামিয়া’জ হোম কিচেন

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort