শরতের শুরুর ভাগ চলছে এখন, গরমটা কিন্তু কমেনি একেবারেই। এ সময়ের উপযোগী একটি চোখের সাজ নিয়ে আজকের পিক-টিউটোরিয়াল। চোখের পাতায় হালকা বাদামি / ব্রাউন রঙ আর নিচে আকাশি রঙের ছোঁয়া আপনার পুরো সাজকে করে তুলবে নান্দনিক। এই সাজটি দিনের বেলাতে যেমন উপযোগী তেমনি রাতের বেলার যেকোনো পার্টিতেও মানিয়ে যাবে অনায়াসে। চলুন দেখে নেই…
প্রথমে শুরু করুন হাইলাইটার দিয়ে। ভ্রুর ঠিক নিচে হালকা গোল্ডেন কালার অথবা ম্যাট গোল্ডেন হাইলাইটার লাগিয়ে নিন।
এক টুকরো স্কচ-টেপ (ছবিতে দেখানো হয়েছে) চোখের কোণা থেকে ভ্রুর শেষ পর্যন্ত লাগান। কারণ আজকের চোখের সাজে আমরা অনেক সুক্ষ করে আই লাইনার পরব। এতে স্কচ-টেপ গাইড লাইন হিসেবে কাজ করবে। এরপর হালকা ব্রাউন / Taupe / শ্যাম্পেন কালার শ্যাডো চোখের ভাঁজ টা বাকি রেখে পুরোটা চোখের পাতায় লাগান।
এবার পূর্বের ব্যবহৃত ব্রাউন শ্যডোর চেয়ে একটু ডিপ ব্রাউন নিয়ে চোখের ভাঁজে লাগিয়ে নিন।
সব গুলো রঙ সুন্দর করে ব্লেন্ড করে নিন। মনে রাখবেন, যতটা সময় নিয়ে এবং সুন্দর করে ব্লেন্ড করবেন আপনার মেক-আপ ততোটাই নিখুঁত হবে।
এখন চোখ লাইন করার পালা। আপনার পছন্দের কালো লাইনার দিয়ে চোখের কোণা থেকে ভ্রুর কাছাকাছি পর্যন্ত লাইন টানুন। লাইন আঁকাবাঁকা হবে ভেবে ভয় পাবেন না, স্কচ-টেপ থাকায় আপনি কোন কষ্ট ছাড়াই খুব সুক্ষ লাইন পাবেন।
লাইনার একটু শুকিয়ে এলে স্কচ-টেপ তুলে ফেলুন। আপনি নিজেই দেখে অবাক হবেন যে শুধুমাত্র স্কচ-টেপের কারণে আপনার লাইনারের টান কতো নিখুঁত হয়েছে।
এখন চোখের নিচের অংশে হালকা নীল /আকাশি কালারের লাইনার দিয়ে ছবির মতো করে লাইন টেনে নিন। এই লাইনটি শেষের দিকের কালো লাইনে মিশিয়ে ফেলবেন না। কালো লাইন থেকে একটু নিচের দিকে টানুন।
এবার চোখের কাজল লাগান এবং একটু খানি কালো আইশ্যাডো দিয়ে কাজল আর নীল লাইনার ব্লেন্ড করে দিন।
চোখের পাপড়িতে মাস্কারা লাগান। রাতের পার্টিতে যেতে চাইলে ফল্স আইল্যাশ পরতে পারেন। ব্যাস, চোখের মেক-আপ শেষ।
আমি এই সাজে বেশ ব্রাইট কালারের পিঙ্ক লিপ-স্টিক পরেছি। আপনি চাইলে হালকা যেকোনো কালার অথবা ন্যাচারাল কালার-ও পরতে পারেন।
এই সাজে যা কিছু ব্যবহার করেছিঃ
• MUA heaven n earth eye shadow palate
• Jackelin eyeliner in Firoza
• MUA poptastic palate
• Revlon khol pencil
• la-femme gel eyeliner
• L’Oreal feather lash mascara
• Prestige backed mineral blush in pink
• MUA bronzer in shade 2
• Flormar terracotta powder in shade 21
• IONI matte lipstick in coral cream.
আশা করছি আজকের টিউটোরিয়াল আপনাদের সাহায্য করবে। আজকের মতো এটুকুই, পরবর্তী লেখা পর্যন্ত ভালো থাকবেন সবাই।
লিখেছেনঃ তামান্না ইসলাম
ছবিঃ গ্রিনস্টোরি, তামানজ.ব্লগস্পট.কম