মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!

মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!

makeup

মেকআপ-এ বদভ্যাস নিয়ে বলতে গেলে সানিয়া আর তানিয়ার ঘটনা আনতে হয়! আমারই প্রতিবেশী দুই বোন! সানিয়া তেমন একটা সাজগোজ করা পছন্দ করে না। কিন্তু তানিয়া যে কোনো ব্র্যান্ডের মেকআপ ও যে কোনো মেকআপ টুল নিয়ে অনেক আগ্রহ দেখায়। এটা ভালো হলেও এর সাথে তানিয়া কিছু ভুল করে। তা হলো, তানিয়া মেকআপ ও মেকআপ টুলসগুলোর কোনো যত্ন নেয় না। নিজের  ত্বকের যত্ন রাখতে হলে আপনার ব্যবহৃত মেকআপ ও মেকআপ টুলগুলোর যত্নও গুরুত্বের সাথে নিতে হবে। কারণ, নতুন নতুন সাজগোজে মেকআপের ভূমিকা অপরিহার্য। তবে মনে রাখতে হবে যত দামী বা ভালো কোম্পানির মেকআপ হোক না কেন তা আপনার ত্বকের বন্ধু না! তাই যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ তুলে ফেলুন। সাথে সাথে নিচের সবগুলো মেকআপ-এ বদভ্যাস পরিহার করুন।

১) গোসলখানায় প্রসাধনী রাখা

গোসলখানায় প্রসাধনী রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু এ কাজটি আমরা অনেকেই করে থাকি। গোসলখানার আর্দ্রতা ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে যা পাউডার ফাউন্ডেশন, আইশ্যাডো ও অন্যান্য মেকআপ সরঞ্জামের ক্ষতিসাধন করে। কাজেই প্রসাধন সামগ্রী সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত ।

Sale • Eye Makeup Remover, Skin cafe, Blush Brush

    ২) মেকআপ ব্রাশ পরিষ্কার রাখা

    নিয়মিত মেকআপ ব্রাশগুলোকে পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা অনেকেই অবহেলা করে থাকি। কিন্তু অপরিচ্ছন্ন ব্রাশ আমাদের ত্বকের ক্ষতি করে। ব্রাশ পরিষ্কার করার জন্য বেবি শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করা যেতে পারে। রাতের বেলা পরিষ্কার করে রাখলে সারারাত ধরে ব্রাশগুলো শুকিয়ে যাবে, সকালবেলায় আপনার শুকানোর জন্য আর অপেক্ষায় থাকতে হবে না! তবে ব্যবহার করুন আর নাই করুন সপ্তাহে একদিন নিয়ম করে মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করুন।

    ৩) মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া

    মুখে খুব দ্রুততম সময়ে ব্রণ ওঠার একটি কারণ হলো, মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া। এ কাজটি কখনোই করা উচিত না। বাইরে থেকে এসে আপনি যদি খুব টায়ার্ড হয়ে পড়েন, তাহলে মেকআপ রিমুভারটা বিছানার কাছেই রেখে দিতে পারেন। খেয়াল  রাখবেন রিমুভার-এ যাতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজার ও ভিটামিন-ই থাকে। আপনার বিছানা সব সময়ে পারিষ্কার রাখবেন। নোংরা বিছানায় ঘুমালেও মুখে ব্রণ উঠতে পারে।

    ৪) মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহার করা

    মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। মেয়াদ ফুরিয়ে যাওয়া মাত্রই আপনার প্রসাধনীটি ফেলে দিন তা সে যত দামী বা সাধেরই হোক না কেন! সাধারণত, প্রসাধন সামগ্রীর মেয়াদ এক বছর থাকে, তবে মাশকারার মেয়াদ হয় ৩ মাস।

    যখন আপনার ত্বক সুস্থ ও মসৃণ থাকে, কেবল তখনই মেকআপ ব্যবহার করলে আপনাকে সুন্দর দেখাবে। যত দামি ব্র্যান্ডের মেকআপ আর মেকআপ টুলস-ই ব্যবহার করুন না কেন, ত্বক ভালো না থাকলে আপনার মুখে ভালো করে মেকআপ বসবে না। অনেক সুন্দর করে সাজার পরও সুন্দর মুখটা মলিন দেখাবে! তাই, ঝেড়ে ফেলুন আপনার এই ছোট্ট ছোট্ট সব মেকআপ-এ বদভ্যাস এবং সুস্থ, মসৃণ ত্বককে সাজান নিজের মনের মত করে!

    ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

    3 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort