পার্টি মেকাপ পিক-টোরিয়াল | ব্ল্যাক-পিঙ্ক কাট ক্রিস আই - Shajgoj

পার্টি মেকাপ পিক-টোরিয়াল | ব্ল্যাক-পিঙ্ক কাট ক্রিস আই

image05

বছরের এই সময়টা বিশেষ করে বিয়ের-শাদীর সিজন, সপ্তাহে এক-দুটো দাওয়াত থেকেই যায়। এরকম যেকোনো পার্টির জন্য পোশাকের সাথে মানিয়ে ব্ল্যাক-পিঙ্কের সাথে গ্লিটারের স্পার্কলি এই কম্বিনেশনটি অসাধারণ। আর কাট-ক্রিস আই লুক তো এখনকার ট্রেন্ড। যেকোনো গাঢ় রঙের পোশাক অথবা সাদার সাথে সহজেই মানিয়ে যাবে এই লুকটি।

চলুন দেখে নিই পিক-টোরিয়াল…

Sale • Eye Primer, Eye Shadow, Pigmentation

    image01

    *আই প্রাইমার দিয়ে বেইস তৈরি করে নিন।

     

    image00

    *চোখের ভাঁজে কাজল বা লাইনার দিয়ে ছবির মত করে এঁকে নিন।

     

     image03

    *হালকা ব্রাউন শ্যাডো দিয়ে লাইনের উপরে ব্লেন্ড করুন।

     

     image02

    *এবার একটু ডীপ ব্রাউন আর ব্ল্যাক শ্যাডো নিয়ে লাইনটি খুব সুন্দর করে ব্লেন্ড করুন। যতটা সম্ভব সময় নিন এই ধাপে।

     

     image04

    *চোখের খালি অংশে এবার কোন সাদা আই বেইস লাগান, আমি এখানে নিক্স জাম্বো পেন্সিল মিল্ক ব্যবহার করেছি।

     

    image07

    *এবারে পিঙ্ক শ্যাডো সাদা বেইসের উপরে লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কালো লাইনের সাথে ভালো ভাবে মিশে যায়।

     

     

    image06

    *চোখের ব্রাউ-বোনে হালকা ম্যাট গোল্ড কালার দিয়ে হাইলাইট করুন।

     

     

    image08

    *চোখের নীচের ১/৩ অংশ কালো দিয়ে এবং বাকিটা পিঙ্ক শ্যাডো দিয়ে লাইন করুন।

     

     

    image09

    *এবার পিঙ্ক শ্যাডোর উপরে পিঙ্ক গ্লিটার লাগিয়ে নিন।

     

     

    image10

    *কালো লিকুইড আইলাইনার দিয়ে চোখের পাতা লাইন করে নিন এবং চোখের কোলে কাজল দিন। তারপর পর্যাপ্ত পরিমাণ মাস্কারা লাগান। চোখের সাজ শেষ…

    এবার বাকিটা মেকাপ সেরে নিন নিজের পছন্দ মতো, এই সাজে লিপস্টিকের রঙটা একটু হালকা হলেই সবচেয়ে ভালো মানাবে।

    image11

    এই সাজে যা কিছু ব্যবহার করেছিঃ

    *MUA face primer

    *Rimmel London 25hr Lasting finish foundation

    *Revlon Photoredy concealer

    *Revlon Colorstay pressed powder

    *MUA pressed powder in shade 4 as bronzer

    *Beauty UK blusher&bronzer 2074/3

    *Nyx jumbo pencil in Milk

    *Revlon Khol pencil in black

    *Sleek Acid palette

    *LAsplash eyeshadow sealer as glitter base

    *Local glitter (15-20tk pot)

    *Ioni liquid eyeliner

    *Revlon custom eyes mascara

    *Natural Collection lipstick in Rose Bud

    লিখেছেনঃ তামান্না ইসলাম

    ছবিঃ গ্রীনস্টোরি, তামানজ.ব্লগস্পট.কম

    2 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort