দ্যা বডি শপ ময়েশ্চার হোয়াইট ক্রিম - Shajgoj

দ্যা বডি শপ ময়েশ্চার হোয়াইট ক্রিম

14075030949_9bea344421_z (1)

আজকে যে ক্রিমটির রিভিউ দেবো সেটি হল দ্যা বডি শপের ময়েশ্চার হোয়াইট রেঞ্জের শিসো ময়েশ্চারাইজার ক্রিম।

এর সফট আর ক্রিমি টেক্সচার স্কিনের সাথে খুব ভালো ভাবে মিশে যায়। অন্যান্য ভারী ময়েশ্চারাইজার এর থেকে আলাদা ধরনের ক্রিম এটি। ক্রিমটি ৫০ মিলির টিউবে পাওয়া যায়। প্যাক ছোট মনে হলেও এই ছোট একটি টিউবেই যাবে অনেকদিন যদি আপনি প্রতিদিনও ব্যবহার করে থাকেন। মুখে আর গলায় ব্যবহারের জন্য সামান্য ক্রিমই যথেষ্ট। মোটামুটি সব ধরনের স্কিনের অধিকারীরাই এটা ব্যবহার করতে পারেন, তবে তৈলাক্ত ত্বক হলে টি জোনে কিছুটা অয়েলি লাগতে পারে। রুক্ষ আর মলিন ত্বকের জন্য আদর্শ একটি ক্রিম হতে পারে এটি। এমনকি সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যাবে।

Sale • Day Cream, Day & Night Cream, Night Cream

    এই ক্রিমে আছে –

    • শিসো নির্যাস : ত্বকে মেলানিনের পরিমাণ হ্রাস করে;
    • ভিটামিন সি : ত্বকে মেলানিন উৎপাদনে বাধা দেয়, অ্যান্টিঅক্সিডেনট হিসেবে কাজ করে;
    • লিকোরিস নির্যাস : পিগমেনটেনশন দূর করতে সহায়তা করে;
    • অরগ্যানিক এলভেরা : ত্বককে স্মুদ আর ময়েশ্চারাইজ করে রাখে;
    • ব্যাটিল অ্যালকোহল : ত্বকে মেলানিনের প্রভাব পড়া থেকে ত্বককে সুরক্ষা দেয়

    এই ক্রিমের যেসব দিক আমার ভালো লেগেছে –

    • নরমাল, কম্বিনেশন, অয়েলি; সব ধরনের স্কিনে ব্যবহার করা যায়। আমার অয়েলি স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে।
    • এপ্লাই করার পরে ক্রিমটা স্কিনে অ্যাবসর্ব হতে একটু সময় লাগে, তবে অ্যাবসর্ব হওয়ার পরে কোন তৈলাক্ত বা চকচকে ভাব থাকেনা।
    • মেকাপের শুরুতে ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে।
    • নিয়মিত ব্যবহারে ত্বকের রুক্ষতা কমে, স্কিন স্মুদ করে।
    • ক্রিমে শিসো নামক উপাদান ত্বকের অসামঞ্জস্যতা দূর করে সাহায্য করে।
    • নিষ্প্রাণ ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা নিয়ে আসে।
    • লম্বা সময় স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখে।
    • স্কিনের জন্য ক্ষতিকারক প্যারাবেন নামক উপাদানটি নেই, তাই যাদের ত্বকে ক্রিম বা লোশান্‌ ব্যবহার করা মাত্র রিঅ্যাকশন হয়, তারাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

    *বিশেষ দ্রষ্টব্যঃ ‘হোয়াইট’ কথাটি লেখা থাকলেও এটি কোন তথাকথিত “রঙ ফর্সাকারী” ক্রিম নয়, তবে নিয়মিত ব্যবহারে স্কিন ফ্রেশ আর স্মুদ হয়।

    নিয়মিত ব্যবহারের জন্য ক্রিমটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি প্রায় ২ সপ্তাহ ধরে এটা ইউজ করছি আর ২ সপ্তাহের মধ্যেই আমার স্কিনের কন্ডিশন আগের তুলনায় বেশ ভালো হয়েছে, ত্বককে অনেক বেশি মসৃণ, টানটান আর লম্বা সময় (প্রায় ৬-৮ ঘণ্টা) ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য ক্রিমটি বেশ ভালো কাজ করেছে।

    কোথায় পাবেন? বডি শপের যেকোনো ওয়েবসাইটে অর্ডার করলেই পেয়ে যাবেন। এখানে পেতে চাইলে চলে আসুন যমুনা ফিউচার পার্কের  Sapphire এ। দাম পড়বে ৩৯৫০ টাকার মতো। বডি শপের আরও বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাওয়া যায় সুলভ মূল্যে।

    লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

    ছবিঃ ম্যাডিলাভস.ব্লগস্পটস.কম

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort