কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এর আগে কখনো কোন প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ লেখা হয়নি কিন্তু রিসেন্টলি আমি দি বডি শপের এমন একটি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছি আর আমার এতো ভালো লেগেছে যে যা আমাকে রিভিউ লিখতে বাধ্য করলো, আমার মনে হয়েছে এটা সম্পর্কে আমার মতামত ভালো লাগা অন্যদের জানানো উচিত। আমি আজ যেটা নিয়ে রিভিউ লিখতে বসেছি সেটা হল বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড “দি বডি শপ” এর নিউট্রিগ্যানিকস রেঞ্জের একটি ডে ক্রিম, যার নাম “দি বডিশপ নিউট্রিগ্যানিকস স্মুথিং ডে ক্রিম।”
আমার ত্বকের ধরনঃ প্রোডাক্ট টি সম্পর্কে বলার আগে জানিয়ে নেই আমার বয়স ২৫, আমার স্কিন ড্রাই এবং রিসেন্টলি লক্ষ্য করলাম আমার স্কিনে এজিং এর সাইন আসতে শুরু করেছে। এর আগে বেশ কিছু ব্র্যান্ডের ডে ক্রিম ইউজ করে দেখেছি কিন্তু তেমন কোন আশানুরূপ ফল পাইনি। ডে ক্রিম লাগানোর সময় স্কিন সফট ও বাউন্সি থাকলেও কিছু সময় পরই আবার ড্রাই হয়ে যাই। বডি শপের প্রোডাক্ট সম্পর্কে অনেক পজিটিভ ফিডব্যাক অনেকদিন থেকে শুনে আসছি তাই ভাবলাম আমিও একবার ট্রাই করেই দেখি।
প্রোডাক্টির বিশেষত্বঃ * এটি একটি অল স্কিন টাইপ ডে ক্রিম যা ড্রাই, অয়েলি ও কম্বিনেশন সব স্কিনের জন্য উপযোগী। * ক্রিমটি খুব সুন্দরভাবে স্কিনে মিশে যায়। * এই ক্রিমটি ১২ ঘণ্টা পর্যন্ত স্কিন মশ্চারাইজ করে। * এটা ব্যবহারের ৪ সপ্তাহের মধ্যে স্কিনের রিংকেল কমিয়ে তোলে। * এই ক্রিমটির ৯৮% ইনগ্রিডিয়েন্স প্রাকৃতিক। * এই ডে ক্রিমটিতে স্কিন নারিসিং ন্যাচারাল বাবাসু অয়েল, অরগানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল ও ম্যালো ফ্লাওয়ার রয়েছে যা স্কিনের টেক্সার এবং টোন ইমপ্রুভ করে ।
আমার অভিজ্ঞতাঃ আমি এক মাস হল প্রোডাক্টটি ব্যবহার করা শুরু করেছি আর এর মধ্যেই এটি আমার স্কিনের ড্রাইনেস কমিয়ে ফেলার সাথে সাথেই স্কিনের এজিং সাইন কমিয়ে তুলেছে। মাত্র এক পাম্প ক্রিমই আমার মুখ ও গলায় ভালো কভারেজ দেয়। এটি আমার স্কিন প্রায় ১২ ঘণ্টা মশ্চারাইজ করছে যার কারণে সকালে একবার এটি স্কিনে লাগানোর পর আর সারাদিনে স্কিন ড্রাই হয়ে যাওয়ার আতঙ্কে থাকতে হচ্ছে না। এই ডে ক্রিমটি মেকআপের ভালো বেইজ হিসেবেও আমাকে কাজে দিচ্ছে, ইভেন এটি আমার স্কিনের ফাউন্ডেশনের নীচে সারাদিন স্মুথ আর রিফ্রেশিং ফিলিং দেয়। একটা ক্রিম শেষ করে আমি খুব শিগ্রি আরেকটি ক্রিম কিনতে চাচ্ছি। আমি ড্রাই আর ড্যামেজ স্কিনের যে কাউকে রেগুলার ব্যবহার এর জন্য দি বডি শপের স্মুথিং ডে ক্রিমটি ব্যবহারের পরামর্শ দেবো।
প্রোডাক্ট টির যে দিক আমার ভালো লাগেনিঃ *এই ডে ক্রিমটির প্যাকেজিং পাম্প স্টাইল যা আমার ভালো লাগেনি। এটি টিউব সিস্টেম হলে বেশি ভালো হত। *দামটা একটু বেশি।
কোথায় পাবেনঃ আপনি বডি শপের ওয়েব সাইট কিংবা কোন পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন। আর যদি নিজে দেখে শুনে অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে যমুনা ফিউচার পার্কের Sapphire থেকে কিনতে পারেন ।
দামঃ ১৮০০ থেকে ১৯০০ মধ্যে পড়বে।
লিখেছেনঃ রুমানা রহমান
ছবিঃ শপমাইএক্সচেঞ্জ.কম