বর্তমান যুগে মোবাইল ব্যবহার করে না এমন মানুষ পাওয়া কঠিন। কেউ কেউ ফোনটিকে রক্ষার জন্য তার উপর কাভার দিতে চান, আবার কেউ ফোনে নতুনত্ব আনার জন্য সুন্দর সুন্দর কাভারের খোঁজে থাকেন। মার্কেটের সেলফোন কাভার গুলো সাধারণত একটু কমন হয়ে থাকে। এমনটি যদি হয় যে, একদম ঠিক আপনার মনের মত একটি কাভার পাওয়া যাবে আবার দেখতে অন্যদের থেকে আলাদাও হবে তাহলে কেমন হয় বলুন তো? চলুন কাভার ডেকোরেশনের ব্যাপারে একটু আইডিয়া নিয়ে আসা যাক।
গ্লিটার এবং বো ফোন কেস
উপকরণ
০১. পছন্দ মত রঙের ফোন কেস
০২. কেসের সাথে রঙ মিলিয়ে গ্লিটার
০৩. একটি মাঝারি সাইজের বো
০৪. ৩০-৩৫ টি পুঁথি বা স্টোন
০৫. আঠা
০৬. সুপার গ্লু
এক নজরে উপকরণ গুলো দেখে নিন।
পদ্ধতিঃ
০১. যদি কাভারটি পুরোনো হয়ে থাকে আর সেটি যদি দেখতে একটু নোংরা লাগে তাহলে সাদা ক্রাইলিক রঙ দিয়ে কেসটি রঙ করে নিতে পারেন। কয়েকবার কোট করবেন তারপর ২৪ ঘণ্টা এটিকে শুকানোর জন্য রেখে দিবেন। কেস নির্বাচনের ব্যাপারে একটি কথা বলতে চাই। রাফ সারফেস দেখে কেস নির্বাচন করবেন। মসৃণ সারফেস হলে পরবর্তীতে যে গ্লিটার লাগানো হলে তা ঝরে যাবে।
০২. এরপর সুপার গ্লু দিয়ে পুঁথি গুলো লাইন করে সাজিয়ে লাগিয়ে দিন ফোন কেসটির উপর। সেই সঙ্গে বোটিও কেসের উপরের যেকোনো এক কোনায় লাগিয়ে দিবেন।
০৩. পরবর্তী ধাপ হলো একটি মাঝারি সাইজের বাটিতে কিছু আঠা নিন। এর সাথে গ্লিটার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
০৪. উপরের তৈরি পেস্ট কেসের উপর কয়েক পরত লাগান। খেয়াল রাখবেন পুঁথি গুলোতে যেন গ্লিটারের এই পেস্ট না লেগে যায়। অনেকে মনে করতে পারেন গ্লিটার লাগানোর পর পুঁথি লাগানো যাবে। লাগানো হয়ত যাবে কিন্তু পুঁথি গুলো অতটা স্থায়ী হবেনা। খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
০৫. সবশেষে শুধু মাত্র ট্রান্সপারেন্ট কালারের আঠার লেয়ার গ্লিটারের পেস্টের ওপর ব্রাশ করে দিবেন। হয়ে গেল আপনার সেল ফোন কেসের আনকমন সাজ।
লেইস ফোন ব্যাক কাভার
এই কাভার ডেকোরেশন ধাপে ধাপে দেখানোর মত জটিল কিছু না। বাজারে কিছু সিম্পল ফোন ব্যাক কাভার কিনতে পাওয়া যায় অথবা আপনার পুরোনো কাভারও সাজিয়ে নিতে পারেন। চাঁদনী চকের লেইসের দোকান গুলোতে এমন স্টোনের লেইস, বো কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে এসে আঠা দিয়ে ছবির মত করে জুড়ে দিন।
আমি তো শুধু মাত্র আইডিয়া দিলাম। আপনি আপনার পছন্দ মত ডিজাইন দিয়ে পাল্টে দিতে পারেন আপনার ফোনের লুক। আবার কয়েক কালারের ফোন কেস বানিয়ে জামার রঙের সাথে মিলিয়েও বদলে বদলে ব্যবহার করতে পারেন।
লিখেছেনঃ রোজেন
ছবিঃ বিলিভএন্ডইন্সপায়ার.কম, লাভইটসোমাচ.কম