ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

IMG_9260 edited copy

ফ্ললেস স্কিন পাওয়ার জন্য দু’টি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল আর সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট নির্বাচন। স্কিনকেয়ার এর কথা শুনলেই কোন প্রোডাক্টের নাম সবার আগে মাথায় আসে, বলুন তো? ক্লেনজার! মানে এটি একদম একটি বেসিক স্কিনকেয়ার প্রোডাক্ট। কিন্তু সঠিক প্রোডাক্ট বেছে নিতে হয় যত কনফিউশন! একেক জনের ত্বকের ধরন ও কনসার্ন একেক রকম, তাই না? চলুন, আজ আমরা Cetaphil ব্র্যান্ডের ৩টি ডিফারেন্ট ক্লেনজার নিয়ে জানবো। প্রোডাক্ট ডিটেইলস জানা থাকলে খুব সহজেই আমরা নিজের জন্য বেস্ট ক্লেনজারটি বেছে নিতে পারবো।

ক্লেনজারের মূল কাজ কী বলুন তো? আমাদের ত্বকের বাইরের লেয়ারে যে ময়লা, দূষণ, তেল, প্রোডাক্ট রেসিডিউ জমা হয়, তা ভালোভাবে পরিষ্কার করাই এর মূল লক্ষ্য। এটি ত্বকের পরিচর্যার প্রথম ধাপ।

ক্লেনজার কেনার সময় কী কী খেয়াল রাখা হয়?

  • পি এইচ ব্যালেন্সড বা জেন্টল কিনা
  • প্রোডাক্টে কোন কোন উপাদান আছে
  • আমার স্কিন টাইপের জন্য স্যুইটেবল কিনা
  • ডেইলি ব্যবহারের জন্য হার্শ হবে না তো
  • ব্যবহারের পর স্কিন খুব বেশি ড্রাই ফিল হবে না তো

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার

আমরা যখন ক্লেনজার চুজ করি, তখন এই বিষয়গুলোর দিকেই সাধারণত ফোকাস করা হয়, তাই না? বিশেষ করে যাদের স্কিন একটু সেনসিটিভ, তাদের ক্ষেত্রে কনফিউশন একটু বেশি থাকে! আজ এমন ৩টি ক্লেনজার সম্পর্কে জানাবো যেগুলো আপনার সবধরনের রিকয়ারমেন্ট ফুলফিল করবে। চলুন শুরু করা যাক তাহলে।

Cetaphil ব্র্যান্ড নিয়ে কিছু কথা

ত্বকের যত্নে কোয়ালিটির সাথে যারা কম্প্রোমাইজ করতে চান না, তারা নিশ্চিন্তে ভরসা রাখেন এই ব্র্যান্ডের উপর। কি ঠিক বললাম তো? Cetaphil ডার্মাটোলজিক্যালি রেকমেন্ডেড ও ট্রাস্টেড স্কিনকেয়ার ব্র্যান্ড, বিশেষ করে সেনসিটিভ স্কিনকেয়ার রেঞ্জ নিয়ে এটি কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী ডার্মাটোলজিস্ট ও স্কিন এক্সপার্টরা এই ব্র্যান্ডটি সাজেস্ট করে থাকেন। যাদের স্কিন খুব বেশি ড্রাই, সেনসিটিভ, একজিমা প্রন, যারা স্কিনকেয়ারের জন্য একদম মাইল্ড বা জেন্টল প্রোডাক্ট রেঞ্জ খুঁজছেন; তাদের জন্য এই ব্র্যান্ডটি হতে পারে বেস্ট অপশন।

Cetaphil ব্র্যান্ড

Cetaphil ব্র্যান্ড ক্লেইম করে যে এর তিনটি ক্লেনজারই পাঁচ ধরনের স্কিন সেনসিটিভিটি থেকে আমাদের ত্বককে ডিফেন্ড করতে সাহায্য করে। এগুলো হলো ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস, টাইটনেস ও স্কিন ব্যারিয়ার ড্যামেজ। আজ এই ব্র্যান্ডের ৩টি ক্লেনজার নিয়ে জানা যাক।

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী ৩টি ক্লেনজার

Cetaphil Oily Skin Cleanser

অয়েলি, সেনসিটিভ কিংবা একনে প্রন স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার খুঁজে পাওয়া বেশ কঠিন। কারণ দেখা যায় এ ধরনের স্কিনে অয়েল প্রোডাকশন বেশি হওয়ার কারণে একনে হয়, অথবা কোনো প্রোডাক্ট ইউজ করলেই ইরিটেশনের সম্ভাবনা থাকে। তাই মাইল্ড ক্লেনজার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাদের আমার মতো অয়েলি ও সেনসিটিভ স্কিন, তাদের জন্য Cetaphil Oily Skin Cleanser হতে পারে ভালো একটি অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • এর লো-লেদার জেল ফর্মুলা স্কিনের এক্সেস সেবাম, ডার্ট, মেকআপ ডিপলি ক্লিন করতে হেল্প করে
  • স্কিনের ন্যাচারাল ময়েশ্চার স্ট্রিপ আউট করে না
  • এতে আছে নিয়াসিনামাইড (ভিটামিন বি৩) যা ওপেন পোরসের অ্যাপেয়ারেন্স কমিয়ে আনতে সাহায্য করে
  • প্যানথেনল (প্রো ভিটামিন বি৫) ন্যাচারাল স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করে
  • সোপ ফ্রি হওয়ার কারণে স্কিন ইরিটেশন হয় না
  • অয়েলি, কম্বিনেশন ও সেনসিটিভ স্কিনে স্যুইটেবল

Cetaphil Oily Skin Cleanser

ব্যবহারবিধি- ড্যাম্প স্কিনে অল্প পরিমাণ ক্লেনজার নিয়ে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Cetaphil Gentle Skin Cleanser

ড্রাই স্কিনের জন্য এমন একটি ক্লেনজার বেছে নেওয়া উচিত যেটি ব্যবহার করলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যাবে না, আবার প্রোপারলি ক্লিনও হবে। Cetaphil Gentle Skin Cleanser ক্লেইম করে এর ক্লিনিক্যালি প্রুভেন ফর্মুলা স্কিনের হাইড্রেশন বাড়িয়ে দেয় প্রথমবার ব্যবহারেই। রিপিটেড ওয়াশের পরেও স্কিন ব্যারিয়ার ঠিক থাকে। যাদের স্কিন ড্রাই ও ফ্লেকি হয়ে গেছে অথবা স্কিনে ড্রাই প্যাচেস আছে, তাদের জন্য এই ক্লেনজারটি একদম পারফেক্ট। চলুন বিস্তারিত জেনে নেই-

  • মাইসেলার টেকনোলজিতে ফর্মুলেটেড হওয়ায় এটি মাইল্ডলি স্কিনের ডার্ট ও ইমপিওরিটিস ক্লিন করে
  • স্কিনের ন্যাচারাল পিএইচ লেভেল মেনটেইন করে
  • স্কিনের ন্যাচারাল অয়েল স্ট্রিপ আউট করে না এবং এক্সেস ড্রাইনেস থেকে ত্বককে প্রোটেক্ট করে
  • নিয়াসিনামাইড (অ্যাসেনশিয়াল ভিটামিন বি৩) ও প্যানথেনল (প্রো ভিটামিন বি৫) স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করে
  • গ্লিসারিন আছে এতে যা লম্বা সময় ধরে হাইড্রেশন প্রোভাইড করে
  • হাইপোঅ্যালার্জিক ও ফ্রেগ্রেন্স ফ্রি বলে ড্রাই ও সেনসিটিভ স্কিনকে ইরিটেট করে না
  • নন-কমেডোজেনিক হওয়ায় পোরস ক্লগ করে ব্রেকআউটের চান্স নেই
  • নরমাল, ড্রাই, কম্বিনেশন ও সেনসিটিভ স্কিনে ব্যবহার করা যায় নিশ্চিন্তে

ব্যবহারবিধি- এই ক্লেনজারটি দুইভাবে অ্যাপ্লাই করা যায়। ১- ফেইসে ক্লেনজার দিয়ে জেন্টলি ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২- ফেইসে পরিমাণমতো ক্লেনজার নিয়ে জেন্টলি ম্যাসাজ করুন। তারপর একটি নরম কাপড়ের সাহায্যে এক্সেস প্রোডাক্ট রিমুভ করে ফেলুন।

Cetaphil Gentle Foaming Cleanser

অল স্কিন টাইপে স্যুট করে Cetaphil Gentle Foaming Cleanser! এই ক্লেনজারটি ডিপলি ক্লিন করার পাশাপাশি স্কিন সফট ও হেলদি রাখতেও সহায়তা করে। চলুন জেনে নেই এটি সম্পর্কে বিস্তারিত-

  • এই ক্লেনজারের অ্যামেজিং ফোম টেক্সচার স্কিনে জমে থাকা সেবাম, ডার্ট বা মেকআপ রেসিডিউ প্রোপারলি ক্লিন করে
  • এটির সেলফ ফোমিং পাম্প রিচ ও এয়ারি ল্যাদার ক্রিয়েট করে, যা সহজে ধুয়ে ফেলা যায়
  • স্কিন কন্ডিশনার ও ভিটামিন কমপ্লেক্স সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের ন্যাচারাল অয়েল স্ট্রিপ আউট করে না
  • সোপ ফ্রি ফর্মুলা হওয়াতে ব্যবহারের পর স্কিন ড্রাই ফিল হয় না
  • প্যারাবেন ও ফ্রেগ্রেন্স ফ্রি
  • হাইপোঅ্যালার্জিক ও নন-কমেডোজেনিক ফর্মুলার হওয়ায় এটি পোরস ক্লগ করে না এবং স্কিনও ইরিটেট করে না
  • অল স্কিন টাইপে স্যুইটেবল

ব্যবহারবিধি- ড্যাম্প স্কিনে ক্লেনজার নিয়ে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট স্কিনকেয়ার প্রোডাক্ট চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই তিনটি ক্লেনজার থেকে নিজের পছন্দের ক্লেনজারটি বেছে নিতে পারেন। জানিয়ে রাখি, Pharma Treat বাংলাদেশের একমাত্র অথোরাইজড ডিসট্রিবিউটর Cetaphil এর, যার BSTI সার্টিফিকেশন ও DGDA অ্যাপ্রুভাল রয়েছে। সাজগোজ হচ্ছে Cetaphil এর জন্য Pharma Treat এর অফিসিয়াল ই-কমার্স পার্টনার।

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

SHOP AT SHAJGOJ

    লিখেছেনঃ সুমাইয়া রহমান দোলা

    ছবি- সাজগোজ

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort