ক্রিসমাস ট্রি এর সাজগোজ - Shajgoj

ক্রিসমাস ট্রি এর সাজগোজ

Christmas-tree

দেখতে দেখতে চলেই এলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন আর এই বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ছাড়া যেন ক্রিসমাসের কথা ভাবাই যায় না। এমনকি খ্রিস্টান প্রধান দেশ গুলো বড়দিনে অনেক সময় এক দেশ আরেক দেশকে ক্রিসমাস ট্রি উপহারও দেয়। এই দিনের জন্য অনেকেই হয়ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন বা প্ল্যান করেছেন কীভাবে সাজাবেন আপনার ট্রি টিকে। তারপরও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে আপনাদের আনন্দকে দ্বিগুণ করাই এই আর্টিকেলের উদ্দেশ্য। ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ২টি অরনামেণ্ট তৈরির পদ্ধতি দেয়া হল।

লাইট বাল্ব স্নোম্যানঃ

Sale • Pigmentation, Color Protection, Dry & Frizzy Hair

    image00

    আমাদের সবার বাসায় পুরনো ফিউজ হওয়া বাল্ব আছে। সেই বাল্বটিকে কাজে লাগিয়ে সহজে আমরা একটি আনকমন ক্রিসমাস ট্রি অরনামেন্ট বানিয়ে ফেলতে পারি। এটি আসলে ধাপে ধাপে দেখানোর মত কঠিন কিছু নয়। উপরের ছবিটি দেখে আর লেখা পড়েই আশা করি বুঝতে পারবেন। প্রথমে সাদা বা ট্রান্সপারেন্ট কালারের একটি বাল্ব নিন। সাদা রঙ দিয়ে বাল্বের কাঁচটি রঙ করে ফেলুন। শুকিয়ে গেলে আরেক কোট সাদা রঙ দিন। এবার এটি শুকিয়ে যাওয়ার পর ওয়াটার কালারের যে গ্লু গুলো পাওয়া যায় সেটি পুরো বাল্বের কাঁচে ব্রাশ করুন। এরপর পছন্দমত কোন রঙের গ্লিটার লাগিয়ে দিন বাল্বের গায়ে। এবার অপেক্ষা করুন গ্লিটারে জড়ানো আঠা শুকানোর জন্য। শুকিয়ে গেলে কালো রঙ দিয়ে চোখ, টাই এবং লাল রঙ দিয়ে ঠোঁট এঁকে দিন। এরপর যেকোনো গাছের শুকনো চিকণ ডাল ২ পাশে আঠা দিয়ে লাগিয়ে হাত বানিয়ে নিন। তারপর তার দিয়ে স্নোম্যান বাল্বটির জন্য একটি হ্যাঙ্গার বানিয়ে ক্রিসমাস ট্রি তে ঝুলিয়ে দিন।

    মোজাইক ক্রিসমাস অরনামেণ্ট

    image02

    আগেই বলে রাখছি এর প্রধান উপাদান গ্লাস অরনামেণ্ট আমাদের দেশে পাওয়া যায় না। তবে দেশের বাইরের পাঠক পাঠিকারা সহজে এটি পেয়ে যাবেন। এটি বানাতে প্রয়োজন হবে –

    – একটি পুরানো সিডি

    – গ্লাস অরনামেণ্ট

    – সুপার গ্লু

    – কাঁচি

    – গোল্ডেন কালারের কাপড় বা ফিতা

    image03

    প্রথমে সিডি টিকে কাঁচি দিয়ে টুকরো করে কেটে নিন।

    image04

    এরপর আঠা দিয়ে এক এক করে সিডির টুকরো গুলো জুড়ে দিন গ্লাস অরনামেণ্টের গায়ে। এইভাবে পুরো অরনামেণ্টটি সাজিয়ে ফেলুন।

    image05

    এরপর গোল্ডেন ফিতা বা কাপড় ভরে দিন গ্লাস অরনামেণ্টের ভেতর। এতে কোরে এটি দেখতে আরও সুন্দর এবং গর্জিয়াস লাগবে। এবার এটি ঝুলিয়ে দিন আপনার শখের ক্রিসমাস ট্রিটিতে।

    লিখেছেনঃ রোজেন

    ছবিঃ গুডসহোমডিজাইন.কম, লোকালনোম্যাড.কম

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort