পোলাও, বিরিয়ানির সাথে মুখরোচক শসার রায়তা! - Shajgoj

পোলাও, বিরিয়ানির সাথে মুখরোচক শসার রায়তা!

14117740_855116184590624_3982613510638408494_n

একঘেয়ে শসা, গাজর, টমেটোর সালাদের বদলে খাবারের সাথে পরিবেশনের জন্য শসার রায়তা বানিয়ে নিন । অনেক মজার এই শশার রায়তার রেসিপি  দেয়া হল আপনাদের জন্য ।

 উপকরণ

Sale • Talcum Powder, Compact & Pressed Powder
    •  শসা কুচি ১ কাপ
    •  টক দই ৩- ৪ টেবিল চামচ
    •  পুদিনা পাতা কুচি অল্প
    •  পেয়াজ মিহি কুচি ১ চা চামচ
    •  শুকনা মরিচ গুড়া সামান্য
    •  ভাজা জিরা গুড়া সামান্য
    •  লবন স্বাদ অনুযায়ী
    •  বিট লবন আধা চা চামচ

     প্রণালী

    ( ১ ) প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন । পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন ।

    ( ২ ) এরপর একটি বড় বাটিতে দই নিয়ে দই এর পানি ছেকে নিয়ে ভালো করে ফেটে নিন । এর মধ্যে মরিচ গুড়া, ভাজা জিরা গুড়া, বিট লবন ও লবন দিয়ে ভালো করে ফেটে নিন । মনে রাখবেন, দইয়ে পানি থাকা যাবে না । পানি থাকলে রায়তা ভালো হবে না ।

    ( ৩ ) এখন শসা কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলে দিন, বেশী কষে চিপার দরকার নেই । শসা কেটে রাখলে পানি বের হয় । এই পানি চিপে ফেলে না দিলে আপনার রায়তাকে নষ্ট করে ফেলবে, রায়তা বানানোর পর দই আর পানি আলাদা হয়ে যাবে । আপনার সব কষ্ট বৃথা হয়ে যাবে ।

    ( ৪ ) এবার ফেটানো দইয়ের মধ্যে শসা, পুদিনা কুচিও পেয়াজ কুচি দিয়ে ভালো ভাবে মেশালেই তৈরী হয়ে যাবে শসার রায়তা ।

    পরিবেশন
    বিরিয়ানী, তেহারী, খিচুরী বা নানের সাথে ফ্রেশ রায়তা পরিবেশন করুন । রায়তা বানিয়ে বেশীক্ষন রাখলে এর রঙ ও স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আগে শুধু প্রস্তুতি নিয়ে রেখে পরিবেশনের আগে রায়তা মেশানো ভালো । এই উপকরণে ৪-৫ জন কে পরিবেশন করা যাবে ।

    ছবি ও রেসিপি –  আফরুজা শিল্পী

    2 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort