মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট | ফিটনেস বজায় রাখার ১১টি টিপস

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট | ফিটনেস বজায় রাখার ১১টি টিপস

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট মেইনটেইন করে কোমর মাপছেন একজন

মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট কি হবে তা নিয়ে অনেকে জানতে চায়। এখনও যদি আপনার শরীরে মেদ না জমে থাকে তাহলে এখনি শরীরের ফিটনেস বজায় রাখার জন্য এবং মেদ ভুঁড়ির হাত থেকে বাঁচার জন্য সচেতন হন। তো মেদভুঁড়ি সমস্যায় কেমন হওয়া চায় আপনার খাদ্য তালিকা চলুন তা জেনে নিই।

প্রথমেই দেখে নিন কোন কোন খাবারগুলো আপনার প্রাত্যাহিক খাবারের তালিকা থেকে একবারে ছেঁটে ফেলতে হবে.।।

Sale • Lotions & Creams, Anti-Stretch Mark Creams

    ১) অধিক মিষ্টি যুক্ত খাবার বাদ দিতে হবে।

    ২) কোমল পানীয়সহ সব ধরনের তেলে ভাজা খাবার, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, বাদাম , ঘি , মাখন ইত্যাদি একেবারে পরিহার করা প্রয়োজন।

    মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট

    ১) সকালঃ দুধ ছাড়া চা অথবা কফি, দুটো আটার রুটি, ১ বাটি সবজি সিদ্ধ, ১ বাটি শশা। মনে রাখবেন শসা ওজন কমাতে জাদুর মতো কাজ করে।

    ২) দুপুরঃ ৫০ থেকে ৭০ গ্রাম চালের ভাত। মাছ বা মুরগির ঝোল ১ বাটি। এক বাটি সবজি ও শাক, শসার সালাদ , এক বাটি ডাল এবং ২৫০ গ্রাম টক দই।

    ৩) বিকালঃ দুধ ছাড়া চা বা কফি, মুড়ি বা বিস্কুট ২ টা।

    ৪) রাতঃ আটার রুটি ৩ টি, এক বাটি সবুজ তরকারি , এক বাটি ডাল, টক দই দিয়ে এক বাটি সালাদ, এবং মাখন তোলা দুধ।

    যাদের মেদ ভুঁড়ি আছে তাদের জন্য সাধারণ কিছু টিপস

    মেদভুঁড়ি সমস্যার প্রতিকারে সুষম খাবার - shajgoj.com

    ১) আপনার প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমানে সুষম খাবার গ্রহণ করুন। অতিরিক্ত খাদ্যাভ্যাস ত্যাগ করুন।

    ২) অতিরিক্ত লবণ ও চর্বি জাতীয় খাবার পরিহার করুন। প্রতিদিন কিছু শাকসবজি ও ফলমুল খান।

    ৩) ফাস্টফুড ও কোল্ড ড্রিংক পরিহার করুন। পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি পান করুন।

    ৪) বিভিন্ন আচার  অনুষ্ঠানে পরিবেশিত রিচ ফুড যথাসম্ভব পরিহার করুন।

    ৫) কম দূরত্বের জায়গাগুলোতে হেটে চলাচল করুন।

    ৬) পারতপক্ষে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।

    ৭) একটানা অধিক সময় বসে কাজ করবেন না, কাজের ফাঁকে ফাঁকে উঠে দাঁড়ান এবং কিছুক্ষন পায়চারী করুন।

    ৮) অলসতা দূর করতে সংসারের টুকিটাকি কাজ নিজেই করুন। সুযোগ থাকলে বাগান করুন, খেলাধুলা করুন কিংবা সাঁতার কাটুন।

    ৯) সপ্তাহে ৩-৪ দিন ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনার উপযুক্ত ব্যায়াম নির্বাচন করুন। কারণ সব ব্যায়াম সবার জন্য নয়।

    ১০) কোমরে চওড়া বেল্ট ব্যবহার করুন এতে মেদ দ্রুত বাড়তে পারবে না।

    ১১) প্রচলিত বিজ্ঞাপনের চমকে আকৃষ্ট হয়ে দ্রুত চিকন হওয়ার ওষুধ বা যন্ত্র ব্যবহার করতে যাবেন না। কারণ এতে আপনার অমঙ্গলের আশঙ্কাই বেশি।

    এই তো জেনে ফেললেন মেদভুঁড়ি সমস্যায় ডায়েট চার্ট এর পাশাপাশি ফিটনেস ধরে রাখতে টিপসসমূহ। এখন সুস্থ থাকতে এগুলো মেনে চলুন, ভালো থাকুন।

    ছবি – সংগৃহীতঃ সাটারস্টক

    12 I like it
    3 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort