বাজারে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনে শোভিত হয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ক্লিঞ্জিং লোশন বিক্রি হয়। এগুলোর আড়ালে অনেক অসাধু ব্যাবসায়ি নকল জিনিস বাজারজাত করে থাকে। ফলে এসব জিনিস ব্যবহারে সঠিক ফল পাবার বদলে আরও ক্ষতির আশঙ্কা থাকে। তবে আপনি চাইলে সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী ক্লিনজিং নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারেন।
[picture]
এজন্য যা যা লাগবে-
- ২ টেবিল চামচ চালের গুঁড়া
- ৪ টেবিল চামচ চায়ের পানি
- ১ টেবিল চামচ মধু
যেভাবে তৈরি করবেন –
উপরোক্ত উপাদানগুলো একটি পরিস্কার ছোট বাটিতে ভালো করে মশিয়ে নিন। পুরো মিশ্রণটা একটা ঘন লোশনে পরিণত হবে।
যেভাবে ব্যবহার করবেন-
এবার উক্ত লোশন আপনার শরীরের খোলা অংশগুলোতে লাগান। লোশন লাগাবার পর ৩০ মিনিট রেস্ট নিন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিন।
বাজারের যে কোন ক্লিনজিং লোশনের সমান উপকারী এই লোশন সপ্তাহের প্রতিদিন মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে পরিমাণের অনুপাত ঠিক করে নিয়ে বেশি করে তৈরি করে ফ্রিজের নরমাল অংশে রেখে দিতে পারেন।
ময়েশ্চারাইজার
তৈলাক্ত ত্বকের জন্য ( মধু ও লেবুর রসের রেসিপি )
১ চা চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে রাতে ঘুমুতে যাওয়ার পূর্বে ত্বক পরিষ্কার করে নিয়ে ত্বকে ম্যাসাজ করুন ১০-১২ মিনিট। এরপর মুখ ধুয়ে নিন ভালো করে। এটি খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে পুরো রাত। এই ময়েশ্চারাইজারটি তৈলাক্ত ত্বকের জন্য সবচাইতে ভালো।
শুষ্ক ত্বকের জন্য ( নারকেলের দুধ ও মধুর রেসিপি)
১ চা চামচ নারকেলের দুধ ও আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে ত্বক পরিষ্কার করে নিয়ে ত্বকে ম্যাসাজ করে নিন প্রতি রাতে। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ও মুছে নিন। শুষ্ক ত্বকের জন্য এই ময়েশ্চারাইজার ভালো কাজে দেবে।
স্বাভাবিক ত্বকের জন্য ( পাকা কলা ও মধুর রেসিপি)
পাকা কলা মথে নিয়ে এতে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ত্বক ধুয়ে মুছে নিন। স্বাভাবিক ত্বকের জন্য পাকা কলা ও মধুর এই ময়েশ্চারাইজার অনেক কার্যকরী।
রুক্ষ ত্বকের জন্য ( অ্যালোভেরা ও আমণ্ড অয়েলের রেসিপি)
১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ আলমন্ড অয়েল খুব ভালো করে মিশিয়ে প্রতিরাতে ত্বকে ম্যাসাজ করুন। ঘুমুতে যাওয়ার পূর্বে মুখ ভালো করে ধুয়ে নিন পানি দিয়ে। রুক্ষ ত্বককে মোলায়েম রাখতে এই ময়েশ্চারাইজারের তুলনা নেই।
লিখেছেন – পাপিয়া সুলতানা
ছবি – এলে.জিআর