কারো চুল কার্লি তো কারো বা স্ট্রেইট। কারো ঘন চুল তো কারো পাতলা। একেকজনের চুল একেক রকম। তেমনি বিভিন্ন রকম চুলের জন্য চিরুনিও কিন্তু ভিন্ন! ভুল কাজে ভুল চিরুনি ব্যবহার করে চুলের অযত্ন করছেন না তো? তাহলে চলুন জেনে নেই চুলের যত্নে চিরুনির রকমফের নিয়ে!
Sale • Shaving & Hair Removal, Hair Serum, Hair Cream & Masks
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম