স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

2

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। বাড়ির বড়রা যখন যত্ন করে চুলে তেল লাগাচ্ছেন, ছোটরা তখন ছুট লাগাতে পারলেই যেন বাঁচে! শুধু কি ছোটরা? আমরা যারা প্রতিদিন ব্যস্ত সময় কাটাচ্ছি, তারাই বা নিয়ম করে চুলে কয়দিন তেল লাগাতে পারি? অথচ স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে তেলের ব্যবহার জরুরি। তেলের কার্যকারিতা বৃদ্ধির জন্য কয়েকরকম তেল একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। মিক্সড অয়েলের এই ট্রিটমেন্ট চুল পড়া কমাবে, আগা ফাটা রোধ করবে, চুল নরম কোমল করে তুলবে। আজকের আর্টিকেলে আমরা জানাবো স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হেয়ার কেয়ার রুটিনে কোন ধরনের অয়েল রাখবেন।

আগে জেনে নেই বিভিন্ন অয়েল সম্পর্কে

হেয়ার কেয়ার রুটিনে অয়েল অ্যাড করার আগে চলুন জেনে নেই চুলের যত্নে কার্যকরী অয়েলগুলোর বেনিফিটস সম্পর্কে।

নারকেল তেল

নারকেল তেল এমন একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। এই তেল চুল ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি প্রোটিনও ধরে রাখে। ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুলের গোড়া শক্ত ও স্বাস্থ্যকর থাকে। কার্লি চুলে নারকেল তেল বেশ ভালো কাজ করে।

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হেয়ার অয়েল

ক্যাস্টর অয়েল

নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল অনেকেই ব্যবহার করেন। এটি রিসিনাস কমিউনিস উদ্ভিদ থেকে সংরক্ষণ করা হয়। এই অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা মাথার ত্বক ও চুল ভালো রাখে। ক্যাস্টর অয়েল একটু স্টিকি হওয়ায় সবসময় অন্য কোনো তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়।

জোজোবা অয়েল

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ জোজোবা অয়েল চুলের গ্রোথ বাড়ায়, পাশাপাশি চুলকে স্মুথ অ্যান্ড সিল্কি করে।

আরগান অয়েল

আপনি যদি হালকা কোনো তেল খুঁজে থাকেন তবে আরগান অয়েল ব্যবহার করতে পারেন। এটি শুষ্ক রুক্ষ চুলকে করে সিল্কি এবং সফট। মাথার তালু সুস্থ রাখতে, খুশকি দূর করতে, আগা ফাটা রোধ করে চুল স্মুথ করতে বেশ উপকারী এই অয়েল।

SHOP AT SHAJGOJ

    আমন্ড অয়েল

    আমন্ড অয়েলে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ। এটি লাইট ওয়েট হওয়ায় যেকোনো টাইপের হেয়ারের জন্য পারফেক্ট।

    আমন্ড অয়েল

    স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে DIY অয়েল ট্রিটমেন্ট

    চুলের যত্নে প্রতিটি তেলই উপকারী। তবে শুধু একটি তেল ব্যবহার না করে দু তিনটি একসাথে মিক্সড করে নিলে উপকার পাবেন বেশি। চলুন দেখে নেই DIY অয়েল ট্রিটমেন্ট কীভাবে বাসায় বসেই করা যায়-

    ১) কোকোনাট-আরগান অয়েল ট্রিটমেন্ট 

    যা যা লাগবে

    • ১ ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল
    • চুলের লেন্থ অনুযায়ী নারকেল তেল
    • কয়েক ফোঁটা আরগান অয়েল

    যেভাবে তৈরি করবেন

    ১। ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল ও নারকেল তেল একসাথে মিশিয়ে নিন।

    ২। তেলের মিশ্রণটি মাথার তালু ও চুলে ম্যাসাজ করুন।

    ৩। ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এরপর মাথার তালুতে কয়েক ফোঁটা আরগান অয়েল ব্যবহার করুন। এই মিশ্রণটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

    আরগান অয়েল

    ২) আমন্ড অয়েল ট্রিটমেন্ট 

    যা যা লাগবে

    • ১ ফোঁটা পিপারমেন্ট অ্যাসেনশিয়াল অয়েল
    • চুলের লেন্থ অনুযায়ী আমন্ড অয়েল

    যেভাবে তৈরি করবেন

    ১। পিপারমেন্ট অ্যাসেনশিয়াল অয়েল ও আমন্ড অয়েল একসাথে মিশিয়ে নিন।

    ২। খুব ভালো করে মিক্স করে নিন।

    ৩। মাথার তালুতে ম্যাসাজ করুন এবং পুরো চুলে লাগিয়ে নিন,

    ৪। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

    ৫। পিপারমেন্ট অয়েল ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবেন। যদি মাথার তালুতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই তেল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

    ৩) ক্যাস্টর অয়েল ট্রিটমেন্ট 

    যা যা লাগবে

    • ১ ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল
    • ৫ ফোঁটা ক্যাস্টর অয়েল
    • ৫ ফোঁটা আরগান অয়েল

    যেভাবে তৈরি করবেন

    ১। রোজমেরি, ক্যাস্টর ও আরগান অয়েল একসাথে মিশিয়ে নিন।

    ২। তেল ভালোভাবে মিশে গেলে মাথার তালুতে এটি ব্যবহার করুন।

    ৩। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল।

    নারিকেল তেল

    ৪) জোজোবা অয়েল ট্রিটমেন্ট 

    যা যা লাগবে

    • ১ ফোঁটা ক্যামোমাইল অয়েল
    • চুলের লেন্থ অনুযায়ী জোজোবা অয়েল

    যেভাবে তৈরি করবেন

    ১। ক্যামোমাইল ও জোজোবা অয়েল একসাথে ভালো করে মিশিয়ে নিন।

    ২। এই মিশ্রণটি মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করুন।

    ৩। ২০ মিনিট অপেক্ষা করুন।

    ৪। তারপর চুল শ্যাম্পু করুন। এই মিশ্রণটি চুলের রক্ষতা দূর করবে। চুল সিল্কি এবং কোমল করে তুলবে।

    যেভাবে সংরক্ষণ করবেন

    বাদামী কাঁচের জারে তেল সংরক্ষণ করুন। সূর্য থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন। একটি ড্রপার ব্যবহার করুন। এতে চুলে তেল কম বেশি হওয়ার সম্ভাবনা কম থাকবে।

    টিপস

    তেল চুলে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে চুলের গোড়ায় তেল দিয়ে মালিশ করলেই হয়। মালিশের ফলে মাথার ত্বকে সঞ্চালন বেড়ে যায়, গোড়া শক্ত হয়।

    প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে নিয়ম করে চুলের তেমন যত্ন নেওয়া হয় না। তবে হেলদি চুলের জন্য কিছুটা সময় তো বের করতেই হবে। আর কিছু না হোক, অন্তত তেল দিয়ে হলেও চুলের যত্ন নিন। দিনশেষে স্বাস্থ্যোজ্জ্বল চুল দেখলে আপনারও মন ভালো থাকবে। হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন সাজগোজ থেকে। অনলাইনে শপ.সাজগোজ.কম অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

    SHOP AT SHAJGOJ

       

      ছবিঃ সাজগোজ

      13 I like it
      1 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort