ত্বকের যত্নে ক্লেনজার, ময়েশ্চারাইজার, সিরাম ইত্যাদির পাশাপাশি আরো একটি প্রোডাক্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো কেমিক্যাল এক্সফোলিয়েটর। ত্বকে জমে থাকা ডেড সেলস দূর করে ত্বক ভিতর থেকে স্মুথ ও গ্লোয়িং করে তুলতে এটি খুব ভালো কাজ করে। তবে এটি ব্যবহার করার পর অনেকের ত্বকেই রিঅ্যাকশন হয়। আচ্ছা, কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহারে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস আর একনে একটু বেশিই বেড়ে যাচ্ছে? এটি কি স্বাভাবিক? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই!
SHOP AT SHAJGOJ
আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন- shop.shajgoj.com