কখনো কখনো আই মেকআপ করা মেয়েদের জন্য খুব কঠিন কাজ হয়ে যায়। বিশেষ করে যারা বিগেনার; বা নতুন তাদের জন্য এটি বেশ চ্যালেন্জিং। ফলে আইলুক করতে অনেক বেশি সময় লাগে বা কাঙ্খিত লুক না পেয়ে অনেকে আই মেকআপ করতেই চায় না। তাহলে; বিগেনারদের জন্য আই মেকআপ কীভাবে খুবই সহজ উপায়ে ক্রিয়েট করা যায়?
চিন্তার কোন কারণ নেই! আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো কিছু টিপস ও ট্রিকস; এতে করে খুব সহজেই আপনি চমৎকারভাবে অল্প সময়ে আইলুক ক্রিয়েট করে পার্টি বা যেকোনো অনুষ্ঠানে কনফিডেন্টলি যেতে পারবেন।
বিগেনারদের জন্য আই মেকআপ টেকনিক
বিগেনারদের জন্য আই মেকআপ টেকনিক জানার আগে আপনাকে চোখের সব অংশ নিয়ে প্রোপার একটি ধারণা থাকতে হবে। সব অংশগুলোর সাথে পরিচিত হয়ে গেলে, আপনার প্রতিটি মেকআপ পণ্যগুলি ঠিক কোথায় প্রয়োগ করতে হবে সে সম্পর্কে আপনার আরও ভালো ধারণা হবে।
আই মেকআপ করার ক্ষেত্রে চোখের যে অংশগুলো সম্পর্কে জানতে হবে-
১. আউটার “ভি”
আপনার উপরের ল্যাশ লাইনের প্রান্ত থেকে ক্রিজে যাওয়ার একটি কাল্পনিক রেখা কল্পনা করুন। তারপরে কল্পনা করতে থাকুন যে; এটি ক্রিজে অন্য লাইনের সাথে সংযুক্ত হচ্ছে কারণ এটি এমন একটি আকৃতি তৈরি করে যা “V” এর মতো দেখায়।
২. ইনার কর্নার
আপনার নাকের সাইড বরাবর উপরের দিকে দুই চোখের কর্নার হচ্ছে ইনার কর্নার।
৩. আউটার কর্নার
চোখের বাইরের অংশ হল আউটার কর্নার।
৪. ওয়াটার লাইন
লোয়ার ল্যাশ লাইনের উপরের অংশ যেখানে আমরা কাজল অ্যাপ্লাই করি এই জায়গাটিকে ওয়াটার লাইন বলে।
৫.লোয়ার ল্যাশ লাইন
আপনার নিচের ল্যাশের ঠিক নিচের এলাকাটি হল লোয়ার ল্যাশ লাইন।
৬. আপার ল্যাশ লাইন
আপনার চোখের উপরের পাতাকে আপার ল্যাশ লাইন বলে।
৭. ক্রিজ
আপনার চোখের পাতার উপরে সামান্য ডুবে যাওয়া অংশ। আপনার ক্রিজ খুঁজে পেতে, আপনার আঙুল ব্যবহার করে আপনার চোখের পাতার ঠিক উপরে স্পর্শ করুন। আপনার চোখের বলের উপরে যে হাড়টি অনুভব করবেন সেটা আপনার ক্রিজ।
৮. ব্রো বোন
আপনার ভ্রুর ঠিক নিচে যেই হাড়টি হাত দিয়ে অনুভব করবেন সেটা হল ব্রো বোন।
আইলুক করতে যা যা লাগবে :-
১. ল্যাশ কার্লারঃ ল্যাশ কার্লার ব্যবহারে আই লুক হবে আরও এনহ্যান্সড।
২. লুজ পাউডারঃ লুজ পাউডার আইশ্যাডো সেট করতে সাহায্য করে।
৩. আই মেকআপ ব্লেন্ডিং ব্রাশঃ একটি ছোট মেকআপ ব্রাশ যা আই মেকআপ সহজে ব্লেন্ড করতে সাহায্য করে।
৪.প্রাইমারঃ আইশ্যাডো প্রাইমার ব্যবহারে শেড গুলোর রং আরও সুন্দর হয় এবং মেকআপ হয় দীর্ঘস্থায়ী।
বিগেনারদের জন্য ৩টি দারুণ আইলুক
চলুন তাহলে দেখে নেয়া যাক বিগেনারদের জন্য ৩টি দারুণ আইলুক !
প্রথম আইলুক
যদি আপনি রেগুলার বাইরে যাবার জন্য অথবা অফিসের জন্য খুব সিম্পল একটি লুক চান তাহলে এই লুকটা আপনার জন্যই।
যেভাবে আইলুকটি ক্রিয়েট করবেন-
- প্রথমে আপনার চোখের বেইজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিবেন।
- এরপর লুজ পাউডার দিয়ে সেট করে নিবেন।
- একটি নিউট্রাল আইশ্যাডো প্যালেট নিবেন।
- আপনার স্কিনটোন এর সাথে মিল রেখে কিন্তু একটু হালকা একটি শিমারি শেড নিয়ে সিম্পলি একটি বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার আইলিড এ অ্যাপ্লাই করে নিবেন।
- এরপর; আউটার কর্নারে একটি ডিপ ব্রাউন কালার ট্যাপ মোশনে লাগিয়ে নিবেন।
- এখন একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কালার দুইটা হালকা ব্লেন্ড করে নিবেন।
- আপনার লোয়ার ল্যাশ লাইনেও এই ব্রাউন শেডটি লাগিয়ে নিতে পারেন।
- এবার ব্রো বোনের নিচে একটি লাইট ম্যাট শেড অ্যাপ্লাই করবেন।
- ইনার কর্নারে চাইলে হাইলাইটার দিতে পারেন।
- আইলাইনার এবং মাশকারা দিয়ে নিবেন।
- এই স্মার্ট এবং সিম্পল আইলুক করতে ৫ মিনিটেরও কম সময় লাগবে।
সেকেন্ড আইলুক
এবার ন্যাচারাল লুক থেকে বের হয়ে আসা যাক। একটি পার্পল, গর্জিয়াস লুক কিভাবে খুব সহজে করতে পারবেন সেটি শেয়ার করবো। এই আইলুক করতে আপনার দরকার পড়বে পার্পল আইশ্যাডো এবং আইলাইনার।
যেভাবে আইলুকটি ক্রিয়েট করবেন-
- আপনার চোখের বেইজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিবেন।
- এরপর লুজ পাউডার দিয়ে সেট করে নিবেন।
- এখন; একটি শিমারি প্যালেট থেকে পার্পল শিমারি শেড আইলিডে লাগিয়ে নিবেন।
- এরপর একটি সফট ব্রাউন শেড নিয়ে আপনার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকুন।
- আউটার কর্নার অল্প এক্সটেন্ড করতে পারেন।
- এখন একটি স্মল স্মাজ আই ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনে পার্পল কালার লাগিয়ে নিবেন।
- এরপর আইলাইনার এবং মাশকারা দিয়ে ফাইনাল লুক কমপ্লিট করুন।
থার্ড আইলুক
এই আইলুকটি তৈরি করতে হলে আপনার দরকার পরবে একটি আইশ্যাডো প্যালেট যেটায় মেটালিক শেড আছে। সেই সাথে আপনার প্রয়োজন হবে ব্লু আইলাইনার।
যেভাবে আইলুকটি ক্রিয়েট করবেন-
- আপনার চোখের বেইজ মেকআপ হিসেবে ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিবেন।
- এরপর লুজ পাউডার দিয়ে সেট করে নিবেন।
- একটি মেটালিক শেড নিয়ে বেসিক আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার আইলিড, আউটার কর্নার, লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিন।
- একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হার্শ লাইন ব্লেন্ড করে নিন।
- এখন একটি কাজল/ আইলাইনার পেন্সিল দিয়ে আপনার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে চিকন করে দিয়ে স্মাজ ব্রাশ দিয়ে স্মাজ করে নিন।
- আপনার ওয়াটার লাইনে একটি ব্লু কাজল অ্যাপ্লাই করে নিন।
- এরপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করে মাশকারা দিয়ে নিন।
- ব্যাস! হয়ে গেলো দারুণ একটি গর্জিয়াস স্মোকি আইলুক খুব সহজেই।
যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে
একটি প্রোপার আইলুক করার জন্য অবশ্যই-
- ভালো ব্র্যান্ডের একটি আইশ্যাডো প্যালেট; যেমনঃ নিরভানা আইশ্যাডো প্যালেট ব্যবহার করতে পারেন। এবং
- ভালো মানের ব্রাশসেট ইউজ করতে হবে।
পরিপূর্ণ ও সুন্দর আইলুক তৈরি করতে না পারলে ফেইস মেকআপ অসম্পূর্ন থেকে যায়। তাই;আপনি যদি বিগেনার হয়ে থাকেন, তবে বিগেনারদের জন্য আই মেকআপ টেকনিকগুলো বেশ ভালো কাজে দিবে। কয়েকবার প্র্যাকটিস করলেই যেকোনো বিগেনার এই ট্রিকসগুলো ফলো করে কোন ঝামেলা ছাড়াই দারুণ আইলুক ক্রিয়েট করতে পারবেন। অথেনটিক মেকআপ প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
ছবি- সাজগোজ