দেখতে দেখতে শুরু হয়ে গেলো রমজান মাস। হাতে সময় আছে এক মাসেরও কম, তারপরেই অপেক্ষা করছে ঈদ । কতো আয়োজন চারদিকে, কতো প্রস্তুতি ! ঈদের পোশাকে এবার খানিক বৈচিত্র্য না আনলেই নয় যাদের , তাদের কপালে চিন্তারেখার জ্যামিতিক নকশা দাগ কেটে বসেছে প্রায় । চিরায়ত কামিজ , কুর্তি পাল্টে কি এবার অন্য ধাঁচের পোশাক গায়ে জড়ানো যায় ? ট্রেন্ড কী বলছে ? মানাবে তো অন্য রকম পোশাক এই সময়ে ?
[picture]
ট্রেন্ড আর যাই বলুক না বলুক এটা নিশ্চিতভাবেই বলছে যে ভিন্ন ধাঁচের পোশাক আপনি চোখ বুজে পরতে পারেন ঈদে, কেবল তা আপনাকে মানাতে হবে । আজকাল বিভিন্ন ধরণের স্কার্ট খুব পছন্দ করছে মেয়েরা । সময়টাও তো গরমকাল , ঈদ আসছে তার মাঝেই । এক বেলা পোশাক হিসেবে দিব্যি বেছে নিতে পারেন চমৎকার একটা স্কার্ট ।
গ্রীষ্মকালে ফুলেল নকশার কাপড় বেশ জনপ্রিয় । ঈদের দিন সকালটা স্বস্তিতে কাটাতে মিষ্টি নরম কোন রঙে ফ্লোরাল প্রিন্টের একটা স্কার্ট আপনার সাজের জন্য উপযুক্ত হতে পারে ।
কয়েক পরতের এলোমেলো লম্বা স্কার্টটা আপনার হালকা সাজেও আভিজাত্য আনতে পারে । বাজার ঘুরে এমনটা না পেলে দর্জিবাড়িই ভরসা। জমকালো ভাব ফুটিয়ে তুলতে একেক পরতে একেক নকশার কাপড় ব্যবহার করুন রঙ মিলিয়ে। বিপরীত কোন রঙে পাড়ে বর্ডার দিতে পারেন।
সন্ধ্যা কিংবা রাতের দাওয়াতে পরতে পারেন লেহেঙ্গা ধাঁচের জমকালো স্কার্ট। কাপড়ে ভারী নকশা বেছে নিতে পারেন, পুরোটায় কিংবা কোন এক অংশে।
দিনের কোন বেলায় আপনার সাজে চলতে পারে এমন একটা স্কার্টও। হালকা রঙ, কাজও হালকা অথচ কাপড়টাই উৎসবের ভাব এনে দিচ্ছে।
এইসব স্কার্টের সাথে ছোট টপ যেমন চলবে, তেমনি মানানসই শেরওয়ানি ধাঁচের বড় কুর্তিও। ইচ্ছে মতো মেলবন্ধনে সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দের কাপড় । হালকা ধাঁচের স্কার্টের সাথে টপ এবং জমকালো স্কার্টে লম্বা ভারী কাজের কুর্তি , এবারের ঈদটা তবে ভিন্নধারায় কাটুক আপনার !
ছবি- লাইফস্টাইলবিডি ডট কম, পিন্টারেস্ট ডট কম
লিখেছেন – মুমতাহীনা মাহবুব