ঘন কালো রেশমি চুলের রহস্য কি জানেন? অবশ্যই একটা এক্সট্রা কেয়ার! শুধু তেল দিয়ে তারপর শ্যাম্পু দেয়া, ব্যস! এই যত্ন! এতে চুলের সম্পূর্ণ নরিশমেন্ট-টা পাওয়াটা একটু মুশকিল। তাই বিভিন্ন ধরনের হেয়ারপ্যাক হতে পারে এর সল্যুশন। এক্ষেত্রে, হেনা বা মেহেদীর প্যাক কিন্তু খুবই কার্যকরী। মেহেদী চুলের বৃদ্ধিকে ইমপ্রুভ করে, চুল পড়া বন্ধ করে এবং চুলের ডিপ-কন্ডিশনিং নিশ্চিত করে।
আজকে তাই খুব ইজি আর ইফেক্টিভ একটি হেনা প্যাকের রেসিপি জানবো যা কিনা ঘন চুলের পারফেক্ট কেয়ার দেয় এক নিমেষেই।
Sale • Hair Oil, Hair Care, Hair Cream & Masks
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম