চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে - Shajgoj

চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে

sunglass tonni

গরম পড়তে শুরু করেছে! অবশ্য বাইরে তো সকলকেই যেতে হয়। এই সময়টাতে আমাদের ডেইলি লাইফে সানগ্লাস আবশ্যিক। কারণ সানগ্লাস আমাদের ডিরেক্ট সানলাইট অর্থাৎ আল্টাভায়োলেট রশ্মি এবং ব্লু-লাইট থেকে প্রটেক্ট করে। প্রখর রোদের কারণে আই-ক্যান্সার হবার সম্ভবনা থাকে। কাজেই  শুধু গরমের দিনেই নয়, বছরের সবদিনেই সানগ্লাসকে সঙ্গী করুন। ষ্টাইল এর পাশাপাশি আপনি রেহাই পাবেন চোখের অনেক সমস্যা থেকে।

নিজেকে সুন্দর দেখাতে কে না চায় বলুন, তাই এবার একটি ফ্যান্সি গগলস আপনার সৌন্দযে জুড়ে দিক অন্য মাত্রা। প্রয়োজনের পাশাপাশি এটি ফেস-জুয়েলারি হিসেবে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। আজকাল মার্কেটে মাল্টিপল টাইপের সানগ্লাস দেখা যায়। এভিয়েটর, ওভারসাইজ, বাটারফ্লাই, ওয়েফার,আরও কত রকমের। কীভাবে বুঝেবেন কোন শেপের গগলস আপনাকে মানবে এবং করে তুলবে ফ্যাশনেবল। এই বিষয়ে মাথাই রাখুন কনট্রাস্ট কনসেপ্ট। ওভাল, রাউণ্ড, স্কোয়ার, ট্রাইঙ্গুলার, হার্ট শেপ ইত্যাদি এই পাঁচ রকমের মুখের শেপ ধরা হয়।

Sale • Contour, Face Packs & Peels, Face wash/Cleanser

    [picture]

    প্রথমে জেনে নিন আপনার মুখমন্ডলের  শেপ ঠিক কি রকমের। এবং ট্রাই করুন ঠিক তার অপজিট শেপের সানগ্লাস। যদি আপনার মুখের শেপ ওভাল হয় তবে আপনি ওভাল সানগ্লাস ছেড়ে অন্য শেপের গগলস ব্যবহার করুন। সেটা স্কোয়ার হতে পারে বা অন্য কোন শেপ। এর ফলে মুখের ডাইমেনশনটা দেখতে ভালো লাগে।

    Oval-Shaped-Face

    হার্ট শেপের মুখে জন্য স্কোয়ার গ্লাস দেখতে অনেক বেশি স্টাইলিস লাগে। তবে চিকবোন সাইজের গ্লাসে সবাইকেই পারফেক্ট দেখায়। এই সাইজের গ্লাস সব রকমের মুখের শেপকেই ব্যালেন্স করে। ওভারসাইজ গ্লাস ক্লাসিক লুক দেয়। এখন খুব ফেমাস এই ওভারসাইজ গ্লাস।

    প্রখর রোদে, বিচে এবং ড্রাইভিং এর সময় পোলারাইজড সানগ্লাস আব্যশিক। এই ধরনের গ্লাসটি কালারড হয়। এর বিশেষ লেন্স ইউ-ভি-এ এবং ইউ-ভি-বি চোখ রক্ষা করবে।  গ্লেয়ার অনেক কমিয়ে দেয়।  অনেক রকম ম্যাটেরিয়াল গ্লাস পাওয়া যায়। যারা একটু স্পোর্টি লুক পেতে চান তারা ব্যবহার করতে পারেন গ্লোডেন কিংবা মেটালিক অথবা সিলভার ফিনিশিং গ্লাস।

    polo

    কিছু কিছু এভিয়েটরের ডিজাইন উনিসেক্স। অতএব ছেলে মেয়ে সকলেই পরতে পারেন। টিন-এজ কিংবা অ্যাডালট সানগ্লাস আমাদের সকলের প্রিয় এক্সোসরিজ । টিন-এজ বন্ধুরা ক্যাজুয়াল লুকের জন্য ব্রো-লাইন গ্লাস পরতে পার। এছাড়াও রয়াল ব্লু, অরেঞ্জ, পিঙ্ক কালারের গ্লাসে লাগিয়ে দাও চমক।

    aviator

    যারা একটু ফেমিনিন লুক চান তারা পরুন ক্যাটলাইন গ্লাস। একটু মোটা ফ্রেমের এই অ্যাই-ওয়ারে দেখতে বেশ ফ্যাশানেবল লাগে। বিভিন্ন রকম ডিজাইনের ফ্রেম অ্যাভেলেবল। ফ্লাওয়ার, লেপাড, প্রিন্টের ফ্রেমের গগলস খুব পপুলার আজকাল।

    অবশ্য অনেকেই ফ্রেম পছন্দ করেন না। তারা রিমলেস সানগ্লাস ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গ্লাস যেন খুব ভারী না হয়। যত হালকা  গ্লাস পরবেন চোখের জন্য তত ভালো। যাদের বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়, তারা চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের গগলস ব্যবহার করার। যেটা অবশ্যই কমফোর্টেবল এবং লং-লাস্টিং।

    সানগ্লাস কোম্পানিরা ক্রেতাদের আউট-ডোর অ্যাকটিভইটির কথা মাথাই রেখে বানিয়েছেন বিভিন্ন রকমের অ্যাই-গুডিজ। তাই আপনার কাছে হাজারও অপশন আছে। এবার শুধু খুঁজে নেওয়ার পালা কোন সানগ্লাস ফিট করবে আপনার পারশোনালিটিকে।

    মডেল – সানজিদা তন্বী

    লিখেছেন – পারমিতা রায়

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort