আমাদের সৌন্দর্যের প্রধান দিক হলো সুন্দর এক জোড়া চোখ। মেক-আপের ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় চোখের সাজকে। চোখ সাজাতে আমরা ব্যবহার করি কত রকমের উপকরণ। শুধু আইলাইনার দিয়ে করে ফেলতে পারেন চোখের পুরো সাজটাই। আইলাইনার ব্যবহার করে চোখে গাঢ় আর বোল্ড লুক দেয়া যায় খুব সহজেই।
চলুন দেখে নিই কীভাবে করবেন নীল-সবুজ চোখের সাজ শুধু আইলাইনার দিয়ে।
এই লুকটির জন্য প্রয়োজনঃ
• একটি সবুজ আইলাইনার
• একটি নীল আইলাইনার
• কালো পেন্সিল কাজল
• একটি সাদা শিমার আইলাইনার
• স্পঞ্জ অ্যাপ্লিকেটর/পেন্সিল ব্রাশ
• মাসকারা
• কন্সিলার
প্রথমে ছোট ছোট ডট আকারে কন্সিলার লাগান ও ভালো ভাবে ব্লেন্ড করে চোখ প্রস্তুত করে নিন।
এবার সাদা শিমারি আইলাইনার পুরো উপরের পাতায় লাগান ব্রো বোন সহ।
এবার চোখের উপরের পাতায় ক্রিজ লাইনে সবুজ আইলাইনার লাগান। স্পঞ্জ অ্যাপ্লিকেটর দিয়ে ভালো ভালে ব্লেন্ড করে নিন।
নীল রঙের আইলাইনার দিয়ে চোখের ক্রিজ লাইন ও বাইরের কোনায় একটি লাইন আঁকুন। এটি খুব ভালো ভাবে ব্লেন্ড করুন ও সবুজ রঙের সাথে মিলিয়ে দিন।
এবার কালো পেন্সিল কাজলের সাহায্যে চোখের উপরের পাপড়ি ঘেষে লাইনার পরুন। চোখের উপরে ও নীচের ওয়াটার লাইনেও কাজল পরুন।
একই কালো আইলাইনার ব্যবহার করে চোখের বাইরের কোনায় ভি শেপ তৈরি করুন।
সাদা আইলাইনার লাগান চোখের ভ্রুর ঠিক নীচে।
এবার মাসকারা লাগান পাপড়িতে।
হয়ে গেল আইলাইনার দিয়ে নীল-সবুজ চোখের সাজ।
এখানে আমি ব্যবহার করেছিঃ
• নিক্স জাম্বো পেন্সিল-মিল্ক
• জ্যাকলিন ইজিলাইনার-সী গ্রীন
• ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আইলাইনার-কোবাল্ট ব্লু।
• নাইওর কাজল
• ল’রিয়েল কোলাজেন ২৪ মাসকারা
• রেভলন এইজ ডিফাইং স্পা কন্সিলার।
এই চোখের সাজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্লেন্ডিং। যত সুন্দর ভাবে ব্লেন্ড করা যাবে ততই সুন্দর হবে সাজটি। আইলাইনার বেশি গাঢ় করে লাগাবেন না, তাহলে খুব লাউড দেখাবে। চোখ খুবই স্পর্শকাতর, তাই আলতো ভাবে আইলাইনার লাগাবেন ও ব্লেন্ড করবেন।
লিখেছেনঃ মৌসুমী তানিয়া
ছবিঃ মৌসুমী তানিয়া