ছোটবেলায় পুতুল নাচ বা পাপেট শো দেখেছেন? গ্রামীণ ঐতিহ্য, ঐতিহাসিক / পৌরাণিক কাহিনী ইত্যাদি পুতুলের সাহায্যে মঞ্চায়িত হত পাপেট শো’ তে। এটাই ছিল গ্রামের বিনোদনের অন্যতম মাধ্যম। কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পুতুল নাচ। তাতে কী? আপনিও চাইলে পাপেট শো করতে পারেন, ফিঙ্গার পাপেট শো।
যা লাগবে:
১/ রঙিন কাগজ
২/ কাঁচি
৩/ রঙিন কলম
প্রথমে চারপাশ সমান একটি কাগজ নিন। ছোট আঙ্গুলের জন্য ১০ সে: মি: আর বড় আঙ্গুলের জন্য ২০ সে: মি:
কাগজের একটি প্রান্তকে এভাবে নিচের দিকে ভাঁজ দিন।
উপরের ডান ও বাম কর্ণারকে নিচের দিকে ভাজঁ দিন।
নিচের কর্ণার দুটিকে উপরের দিকে কোণাকোণিভাবে উপরের দিকে ভাঁজ দিন। দুটি শিং তৈরি হবে।
চিত্রের ন্যায় ২ পাশে লম্বালম্বি দুটি ভাঁজ দিন।
শিং দুটোকে সামনের দিকে ভাঁজ দিতে পারেন।
এবার রঙ্গিন কলম বা রং এর সাহায্যে এঁকে নিন বিড়াল, সিংহ, বাঘ, খরগোশ ইত্যাদির চেহারা।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার পাপেট শো এর আর্টিস্ট। এবার আঙ্গুলে পরে নিন অরিগামি পাপেটগুলো।
এবার আঙ্গুল নড়াচড়া করে তথা বলুন আর বাড়ির শিশুটিকে পাপেট শো দেখার সুযোগ করে দিন।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবি এবং সূত্র: ক্রোকোটেক.কম