নিজের হাতে জিনিস বানানোর মজাই আলাদা। আজ আমি একটি ব্রেসলেট ও নেকলেস বানানো শিখিয়ে দেবো। এগুলো বানাতে তেমন কোন উপকরণ লাগে না উপরন্তু সময় সাপেক্ষ না। সামনে ঈদ, এসব এক্সসরিজ বানিয়ে ফ্রেন্ড বা রিলেটিভ দের গিফট করে যেমন তাদের মন জয় করতে পারবেন তেমনি সাশ্রয়ে আপনিও খুশি হয়ে যাবেন।
ফ্লোরাল নেকলেস
যে যে উপকরণ লাগবেঃ
০১. আপনার পছন্দ মত রঙের কাপড়।
০২. ৪টি চেইন, যেগুলো প্রায় কেনা নেকলেসের সাথে থাকে, দৈর্ঘ্য আপনার পছন্দ মত অথবা পুরানো কোন চেইন ব্রেসলেট।
০৩. ১৬টি বিভিন্ন রঙের এবং বিভিন্ন শেপের ছোট্ট ছোট্ট পুঁথি
০৪. ২৫ ইঞ্চি প্রস্থের ফিতা ( ফুলের বেজ ধরে রাখার জন্য )
০৫. ২টি আইলেট ( বেজের সাথে চেইন জোড়া লাগানোর জন্য)
০৬. সুঁচ এবং সুতা
০৭. লবস্টার ক্লাস্প (বোতাম,সুতা যেসব দোকানে পাওয়া যায় সেখানে পাবেন)
মনে রাখবেন আপনার কাপড়ের রঙের সাথে মিলিয়ে ৪,৫ এবং ৬ নাম্বার উপকরণ নিবেন।
পদ্ধতিঃ
০১. প্রথমে কাপড় দিয়ে ১০-১২ টি বিভিন্ন সাইজের সার্কেল কাটুন। তবে সবচেয়ে বড় সার্কেলটার ডায়ামিটার হবে ৩ ইঞ্চি।
০২. এবার পাপড়ি গুলো একে একে সাজিয়ে নিন। সবচেয়ে বড় সার্কেলটি দিন সবচেয়ে নীচে। এভাবে যত উপরের দিকে আসবে সার্কেলের সাইজ তত ছোট হবে। ১০-১২ টি সার্কেল এক সাথে সেলাই করুন। তারপর সুঁচ নীচ থেকে তুলে উপরে নিন আবার উপর থেকে নীচের দিকে সেলাই করুন। এভাবে কয়েকবার করুন, যেন কাপড়ের সার্কেল গুলো একটির সাথে আরেকটি শক্ত ভাবে আটকে যায়। এভাবে চারটি ফুল বানান।
০৩. এবার প্রত্যেকটির মাঝে ৪টি করে বিভিন্ন শেপ, কালার, সাইজের পুঁথি সেলাই করে লাগিয়ে দিন।
০৪. আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ফুল গুলোকে একটি বেজের সাথে আ্যাটাচ করা। ফিতার উপর ফুল গুলো আগে আঠা দিয়ে লাগিয়ে নিন তারপর রান ফোঁড় দিয়ে ফুল গুলো আরও শক্ত করে আটকে দিন।
০৫. এবার বেজের ২ মাথায় ২টি ছিদ্র করুন যেন আইলেট গুলোকে স্থাপন করা যায়। এই আইলেটের সাথেই চেইন গুলো জোড়া লাগানো হবে। আইলেটস বোতাম, সুতা যেসব দোকানে পাওয়া যায় সেখানে পাবেন।
০৬. এবার চেইনের যেকোনো এক মাথায় লবস্টার ক্লাস্প লাগিয়ে ফেলুন, নেকলেসটিকে আপনার গলার সাথে জড়ানোর জন্য।
এবার নিশ্চয়ই মন আকুপাকু করছে নেকলেসটা দেখার জন্য। থাক আপনাদের আর অপেক্ষা করাব না। দেখুন তো কেমন হল হারটি।
হেক্স নাট ব্রেসলেট
এবার আসুন হেক্স নাট দিয়ে একটি ব্রেসলেট বানানো যাক। এই হেক্স নাট যেকোনো হার্ড ওয়্যারের দোকানে পাবেন।
যা যা লাগবেঃ ১৪টি হেক্স নাট, জাম্প রিং ( এটিও হার্ডওয়্যারের দোকানে পাবেন), প্লায়ারস, ২৪ ইঞ্চি rat tail cord ( বই বাঁধাইয়ের দোকান বা হার্ডওয়্যারের দোকানে পাবেন), লাইটার।
পদ্ধতিঃ প্রথমে হেক্স নাট গুলোকে আপনার পছন্দ মত শেপ অনুযায়ী সাজান। এবার প্লায়ারস দিয়ে জাম্প রিং এর মুখ ওপেন করুন আর হেক্স নাটস গুলো ২টি ২টি করে একটির সাথে আরেকটি জুড়ে নিন। এই ছবিটির মত করে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে এরকম শেপ দিতে পারেন।
এখন rat tail কর্ড জোড়া লাগানোর পালা। পুরো কর্ডটিকে কাঁচি দিয়ে কেটে দুই ভাগে ভাগ করুন। নীচে বাকি ধাপগুলো দেখানো হলো। ১ নং ছবিটি দেখুন, এক ভাগ কর্ড নিন সেটি সমান দুই ভাঁজ করুন। বরফি শেপের এক মাথার সব শেষের নাটের ভেতর ভাঁজ করা কর্ড ঢুকিয়ে একটি গিঁট দিন। কাঁচি দিয়ে কাঁটা আরেক ভাগ কর্ড একই ভাবে ভাজ করে নিয়ে আরেক মাথার নাটের সাথে লাগিয়ে গিঁট লাগাতে হবে।
– এবার ২ নং ছবিটি দেখুন, রম্বস সেপের ২ মাথার ভাজ করা কর্ড ২টি একসাথে করে এর ভেতর একটি নাট ঢুকিয়ে দিন।
– ৩ নং ছবিতে দেখা যাচ্ছে এক করা কর্ডের ২ মাথায় ২টি গিঁট লাগিয়ে দিন।
– ৪ নং ছবিটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে কর্ডের শেষ মাথা ২টি লাইটার দিয়ে সাবধানে একটু পুড়িয়ে দেয়া হয়েছে। যেন কর্ড থেকে সুতা বের না হতে পারে। তৈরি হয়ে গেল আপনার ব্রেসলেট।
তৈরি করার পর আপনার নেকলেস আর ব্রেসলেটের ছবি আমাদের পেজে আপলোড করতে ভুলবেন না কিন্তু।
লিখেছেনঃ রোজেন
ছবিঃ মিসেসপ্রিস.কম, ট্রিংকেটসইনব্লুম.কম