চশমার সাথে সুন্দর সাজে - Shajgoj

চশমার সাথে সুন্দর সাজে

আরেফিন ওয়াহিদ-২

সুন্দর ফ্যাশনেবল  চশমা পরতে সবাই ভালোবাসে। তবে পাওয়ার ওয়ালা চশমা পরলে ডাল দেখায় বলে অনেকেই প্রয়োজনীয় হলেও পরতে চান না ।সঠিক মেক- আপ এর সাহায্যে চশমা  পরিহিত অবস্থায়ও সুন্দর একটি লুক আনা যায় ।  ডাক্তার চোখে গ্লাস ব্যবহার করতে বললে হেলা ফেলা করবেন না। তাতে আপনারই ক্ষতি। তাই পার্টিতে যাবার আগে চাশমা খুলে না রেখে শিখেনিন কিভাবে চশমা পরা অবস্থায় মেক-আপ করবেন। প্রথমে  মুখের সাথে মানানসই সুন্দর একটা ফ্রেম বেছে নিন।

1

Sale • Mascara, Kajal, False Eyelashes

    চশমা আমাদের চোখের উপর দুই রকমের প্রভাব ফেলতে পারে, কখনো চশমায় আমাদের চোখ ছোট দেখায় আবার কখনো বা বড় দেখায়। এটা  অবশ্য নির্ভর করে গ্লাস এর পাওয়ার এর উপর।তবে সঠিক মেকআপ এর সাহায্যে এইসব সমস্যা দূর করা সম্ভব।

    হাল্কা ও ছোট ফ্রেমে  বেশী রঙ ও শেড ব্যাবহার করা যায়। তবে মোটা ও গাঢ় রঙের ফ্রেমে ন্যাচারাল লুক বেশী মানানসই। চশমা চোখের এক্সেসরিস  হিসেবে কাজ করে তাই  শিমার বা গ্লিটার ব্যাবহার না করাই ভাল।

    2

    যদি চশমা পরলে চোখ ছোট দেখায় তাহলে  মোটা  করে আইলিনার না লাগানোই  ভাল।এতেকরে চোখ আরও ছোট দেখাবে। তবে মাশকারা লাগালে চোখ বড় দেখাবে।তবে মাশকারা লাগানোর আগে আইলাশ কারলার দিয়ে একটু কার্ল করে নিলে ভাল হয়।

    চশমার সাথে ব্রাউন,এশ রঙ এর আইশেডো ব্যাবহার করলে চোখ বড় দেখায়।তবে ব্ল্যাক আইশেডো ব্যাবহার না করাই ভাল।

    3

    হাল্কা বা পাতলা ফ্রেমে অথবা রিমলেস এর সাথে আইলাইনার ব্যাবহার করা যেতে পারে।সাথে হাল্কা একটু কাজল ও লাগানো যেতে পারে।

    4

    গাঢ় রঙের ফ্রেমের চশমা পরলে লক্ষ্য রাখতে হবে চশমার  আর আইশেডো এবং লিপস্টিক একই রঙের ব্যাবহার করা যাবে না।

    লিখেছেনঃ শায়লা

    মডেলঃ আরেফিন ওয়াহিদ

    4 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort