বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!

বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সুরক্ষিত স্কিনের জন্য ৬টি হ্যাকস!

1 (7)

চারিদিকে অসুখবিসুখের ছড়াছড়ি তার সাথে কড়া রোদ! এই বৈশাখে কী করে বের হই? আমি ভাই বাসায়-ই থাকবো !” এমনই তো ভাবছেন তাই না? এবারের বৈশাখটা একেবারেই অন্যরকম যাবে আমাদের সবার জন্যেই। প্রতিবারের মত, বৈশাখকে ঘিরে শাড়ি, গহনা, কানের দুল, ফুল, জুতা সবকিছুই প্রস্তুত করে রাখা হবে না অনেকেরই। সকাল সকাল মঙ্গল শোভাযাত্রা, রমনায় পান্তা ইলিশ আর ছায়ানটের গান, অনেক কিছুই হয়তো আর আগের মত হবে না। তবে, আমরা বাঙ্গালীরা বরাবরই উৎসব প্রেমীক। বিশেষ দিনটি খুব সাধারণ ভাবে হলেও উদযাপন করা চাই-ই চাই।

আজকের লিখাটি মূলত এমন সব উৎসব প্রেমীক বাঙ্গালীদের জন্যেই। যারা মনে প্রাণেতো চাচ্ছেন, বাইরে বের হতে তবে, নানা কারণে একটু ভয় ভয়ও পাচ্ছেন! তার মধ্যে স্কিন আর মেকআপ নিয়ে চিন্তারও শেষ নেই। আচ্ছা! কেমন হয়? এই বৈশাখে লং লাস্টিং মেকআপ আর সাথে সাথে স্কিনের সুরক্ষাটাও যদি নিশ্চিত করা যায়? তাই আজকে আমরা জেনে নিব, বৈশাখে লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস! যা এই বৈশাখে রাখবে স্নিগ্ধ আর সাথে দিবে স্বস্তির ছোঁয়া।

লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস কী কী?

প্রথমেই চলুন ছোট্ট করে জেনে নেই, লং লাস্টিং মেকআপ আর স্কিনকে সুরক্ষিত রাখতে হ্যাকস ৬টি কী কী-

(১) দিনের বেলা মেকআপের আগে সানস্ক্রিন মাস্ট।

(২) ফেইসের অয়েল কনট্রোল করবে প্রাইমার

(৩) লাইট ওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিলেক্ট করুন।

(৪) মেকআপ লং লাস্টং রাখতে সেটিং স্প্রে

(৫) ইনস্ট্যান্ট সফট,স্মুথ এবং সিল্কি চুল পেতে হেয়ার সিরাম

(৬) সারাদিন রিফ্রেশ থাকতে পকেট পারফিউম

দিনের বেলা মেকআপের আগে সানস্ক্রিন মাস্ট

আমরা সবাই জানি, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। সানস্ক্রিনে থাকা এসপিএফ (SPF) এর মেইন কাজটাই হচ্ছে, সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের স্কিনকে সুরক্ষিত রাখা। তাই, দিনের বেলা সানস্ক্রিন মাস্ট। তবে, সারাদিনের জন্যে বের হলে চেষ্টা করবেন, এসপিএফ (SPF) ৫০ বা ৫০+ আছে এমন কোন সানস্ক্রিন ব্যবহার করতে। এতে দিনের বেলা ৭ থেকে ৮ ঘণ্টার জন্যে নিশ্চিত থাকতে পারবেন। আর সুবিধামত রিঅ্যাপ্লাই করে নিবেন।

SHOP AT SHAJGOJ

    ফেইসের অয়েল কনট্রোল করবে প্রাইমার

    মেকআপকে লং লাস্টিং আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস এর মধ্যে প্রাইমার ব্যবহার করা একটি। প্রাইমার মুখের রোমকূপ, ফাইন লাইন্স লুকাতে সাহায্য করে এবং স্কিনটোন সমান করে ত্বক মসৃণ করতে সাহায্য করে। যার ফলে ফাউন্ডেশন ভালো মতো ত্বকে বসে যায় এবং মেকআপ সুন্দর ও দীর্ঘস্থায়ী হয়। স্কিন টাইপ কম্বিনেশন হলে ত্বকের যে অংশটি ড্রাই সেখানে হাইড্রেটিং প্রাইমার এবং যে অংশটি অয়েলি মনে হয় সেখানে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করতে হবে।

    SHOP AT SHAJGOJ

      লাইট ওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম সিলেক্ট করুন

      এমনিতেই গরম তার উপর মেকআপ করলে অস্বস্তিতো লাগবেই। কিন্তু বাইরে বের হওয়ার আগে একটু মেকআপ না করলেই না! তবে বেস্ট হয়, এদিনে মেকআপ হালকা রাখলে আর হালকা  মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করাই ভালো। কারণ ফাউন্ডেশন বিবি ক্রিমের থেকে ভারী হয়ে থাকে। আর ভারী মেকআপ বেশিক্ষণ থাকলে অনেকেরই স্কিনে সমস্যা হয়। তাই, স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস এর মধ্যে একটি, মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করা।

      ইনস্ট্যান্ট সফট আর সিল্কি চুল পেতে হেয়ার সিরাম

      গ্রীষ্মে চুল খুব অল্পতেই হয়ে পড়ে নিষ্প্রাণ, হারিয়ে ফেলে উজ্জ্বলতা। তার উপর সারাদিন বাইরে থাকলে, রোদ, ধুলাবালি ইত্যাদির সংস্পর্শে এসে চুল হয়ে যাবে আরও রুক্ষ আর মলিন। চুল মন মত না হলে, যতই সুন্দর করে সাজগোজ করি না কেন, নিজের কাছে কিন্তু ভালো লাগে না। তাই না? যেকোন সময় চুলকে শাইনি, স্মুথ করতে বাইরে বের হওয়ার সময় ব্যাগে একটি হেয়ার সিরাম ক্যারি করতে পারেন। যে অবস্থাতেই থাকুন না কেন, এটি অ্যাপ্লাই এর সাথে সাথে চুলে ইনস্ট্যান্ট শাইন চলে আসবে।

      SHOP AT SHAJGOJ

        মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে

        মেকআপ পুরোপুরি করা হয়ে গেলে অবশ্যই স্কিন টাইপ বুঝে সেটিং স্প্রে দিয়ে মেকআপটি সবশেষে লক করে নিবেন। যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপ তারা কোনোভাবেই এই স্টেপটি বাদ দিবেন না। সেটিং স্প্রে মেকআপ লং লাস্টিং করে এবং সারাদিন ঠিক রাখতে সাহায্য করে। সেটিং স্প্রে ব্যবহারে স্কিন অনেকটাই গ্লোয়ি এবং ন্যাচারাল লাগবে দেখতে।

        SHOP AT SHAJGOJ

          সারাদিন রিফ্রেশ থাকতে পকেট পারফিউম

          সারাদিন বাইরে থাকার ফলে, শরীরে ঘাম আর ঘাম থেকে দুর্গন্ধ হবেই। এক্ষেত্রে, একটি পকেট পারফিউম সারাদিনের জন্যে লাইফ সেভারের মত কাজ করতে পারে। গরমের মধ্যে পারফিউম ব্যবহার করার ফলে, আপনার মন ও মেজাজ যেমন প্রফুল্ল থাকবে তেমনি কনফিডেন্স লেভেলও বুস্ট হবে।

          SHOP AT SHAJGOJ

            সারাদিনের জন্যে কোথাও বের হওয়ার আগে কম বেশি আমাদের সবারই নানা রকম কনসার্নগুলো কাজ করে। অনেকে আবার খুব বিরক্তও হয়ে যাই, চুল কেন রুক্ষ হয়ে যাচ্ছে, মেকআপ কেন ক্যাকি লাগছে, লিপস্টিক কেন বার বার রিঅ্যাপ্লাই করতে হচ্ছে, স্কিন কেন অয়েলি হয়ে যাচ্ছে এমন কত কত সমস্যা! তাই না? আজকের এই ছোটখাট হ্যাকস ফলোও করলে একি সাথে আপনি যেমন পাবেন লং লাস্টিং মেকআপ তেমনি, স্কিনও ভালো থাকবে। আশা করছি, মেকআপ লং লাস্টিং করতে আর স্কিনকে সুরক্ষিত রাখতে ৬টি হ্যাকস আপনাদের উপকারে আসবে। তবে, যেকোন উৎসবে যেখানেই যান না কেন, নিজের সুরক্ষা অবশ্যই আগে নিশ্চিত করতে ভুলবেন না।

            স্কিনকেয়ার আর মেকআপ প্রোডাক্ট সবকিছুই পেয়ে যাবেন অনলাইনে শপ.সাজগোজ.কম। এছাড়া সাজগোজের ওয়েবসাইট একটু ভিজিট করলেই দেখতে পারবেন আরো অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত।

            ছবি- সাজগোজ

            28 I like it
            5 I don't like it
            পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

            escort bayan adapazarı Eskişehir bayan escort