এই শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনুন ৫টি সহজ উপায়ে!

এই শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনুন ৫টি সহজ উপায়ে!

hair massage

নিজেকে সুন্দর দেখাতে আমরা কত কিছুই না করি, তাইনা? ত্বকের যত্ন, চুলের যত্ন বা মেকআপ কোন কিছুই বাদ যায় না। তবে বছরে অন্যান্য সময়ের চেয়ে শীতকালে কিন্তু আমাদের ত্বক ও চুলের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। শীতকাল এলেই কম বেশি আমাদের অনেকেরই খুশকি বা আগা ফাটার সমস্যা দেখা দেয়। আবার কারো কারো চুল হয়ে পড়ে অতিরিক্ত তৈলাক্ত, কারো হয়তো রুক্ষ। এগুলো একই সাথে যেমন বিরক্তিকর, তেমনি ঝামেলারও। তাই আজকে আমরা কথা বলবো চুলের কিছু কমন সমস্যা এবং কীভাবে এই শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনতে পারেন তা নিয়ে।

এই শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনার উপায় 

১) হেয়ার অয়েল অ্যাপ্লাই করুন

শীত আসলে চুলে তেল দিতে হবে না এমন ধারণা আমাদের অনেকেরই আছে। অথচ এটি একদমই ভুল ধারণা। খুশকি, ড্রাই স্ক্যাল্পের সমস্যার সঙ্গে অনেকের চুলে এই সময়ে দেখা দেয় অতিরিক্ত রুক্ষতা। সবগুলো অবস্থাতেই তেল খুব সহজ একটি সমাধান হতে পারে। তাই সপ্তাহে অন্তত ১/২ বার হেয়ার অয়েল অ্যাপ্লাই করুন।

এই শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনার উপায়

২) নিয়মিত শ্যাম্পু করুন

শীত চলে আসলেই চুল কেমন যেন রুক্ষ আর প্রাণহীন হয়ে পড়ে। শীতকালে এই সমস্যা কমবেশি আমাদের সবারই হয়। হেয়ার কেয়ার রুটিনে শ্যাম্পু করাটা অনেকেই এ সময় স্কিপ করে যান। অথচ ইম্পরট্যান্ট এই স্টেপটি একদমই বাদ দেয়া যাবে না। তাই বছরের অন্যান্য সময় যেভাবে শ্যাম্পু করা হয়, সেভাবে এই সিজনেও করতে হবে। খেয়াল রাখবেন যে শ্যাম্পুটা ইউজ করছেন সেটা যেন হার্শ কেমিক্যাল যুক্ত না হয় এবং প্যারাবেন ফ্রি হয়। শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করতেও ভুলবেন না যেন!

SHOP AT SHAJGOJ

    ৩) হেয়ার সিরাম ব্যবহার করুন 

    ঠান্ডা আবহাওয়া, সূর্যের তাপ, হিট স্টাইলিং টুলস এবং চুলে কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহার করার কারণে চুল শুষ্ক হয়ে যেতে পারে। চুলের শুষ্কতা দূর করে সফট ও শাইনি হেয়ার পাওয়া যায় সিরাম ব্যবহার করলে। এছাড়া চুলের আগা ফাটা, রুক্ষ হয়ে যাওয়া, চুল ভাঙা এই সমস্যাগুলোও সিরাম দূর করে। শীতকাল এলেই যাদের চুল ফ্রিজি ও আনম্যানেজেবল হয়ে ওঠে তারাও বাইরে যাওয়ার আগে সিরাম ব্যবহার করতে পারেন।

    ৪) ডিপ কন্ডিশনিং করুন 

    শীতকালে চুলের হাইড্রেশন কমে যায় বলে চুল হয়ে যায় ড্রাই, সেই সাথে দেখা দিতে পারে হেয়ার ড্যামেজের লক্ষণ। এই সমস্যাগুলো যেন না হয় সেজন্য সপ্তাহে অন্তত একদিন ভালো একটি হেয়ার মাস্ক চুলে অ্যাপ্লাই করুন। চুলে ডিপ কন্ডিশনিং করা হলে চুলের হারানো ময়েশ্চার ফিরে আসবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল। হেয়ার লেন্থ অনুযায়ী মাস্ক অ্যাপ্লাই করতে হবে।

    ডিপ কন্ডিশনিং

    ৫) শাওয়ার শেষে ভালোভাবে চুল শুকিয়ে নিন

    বাইরে যাওয়ার আগে শাওয়ার নিয়েছেন কিন্তু চুল অল্প সময়ে কীভাবে চুল শুকাবেন সেটা নিয়েই পড়ে গিয়েছেন চিন্তায়! আবার হেয়ার ড্রায়ার ব্যবহার করতেও হ্যাসেল লাগে। তাহলে ঝটপট কীভাবে চুল শুকানো যায়? শাওয়ার শেষে বড় একটি তোয়ালে দিয়ে ভেজা চুল ভালোভাবে পেঁচিয়ে রাখুন। তোয়ালে বাড়তি পানি শুষে নেয়া পর্যন্ত অপেক্ষা করুন। কখনো গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়বেন না। এতে চুলের ক্ষতি হতে পারে।

    এই শীতে নিষ্প্রাণ চুলে কীভাবে যত্ন নেয়া যায় সেটা তো জানিয়ে দিলাম। তাই শীত মানেই চুলে নানা সমস্যার শুরু এমন ভাবার কোনো কারণ নেই। অথেনটিক হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ও মেকআপ প্রোডাক্ট পাওয়া যাবে সাজগোজে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

    SHOP AT SHAJGOJ

       

      ছবিঃ সাজগোজ

      108 I like it
      37 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort