চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?

চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?

eyepatches

একটা ফ্রেশ লুক এ বাঁধা দিতে ওস্তাদ হলো চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল! আমি জানি, অনেক মেয়েরাই এই সমস্যার ভুক্তভোগী। সবসময় তো আর মেকআপ করে ডার্ক সার্কেল হাইড করা হয় না, তাই চোখের নিচে কালো দাগ কমাতে আমরা শরণাপন্ন হই হোম রেমেডি এবং বিভিন্ন প্রোডাক্ট এর দ্বারপ্রান্তে। তবে আজকাল চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ এর বেশ নাম শোনা যাচ্ছে। কিন্তু ভালো কোনো ব্রান্ডের আই প্যাচ অনেকেরই হাতের নাগালে নেই কিংবা অনেকে এত টাকাও ইনভেস্ট করতে চান না।

আচ্ছা! বাসায় আই প্যাচ তৈরি করে নিলে কেমন হয়? খুব ভালো, তাই না?  তো চলুন না খুব সহজেই বাসায় নিজেই তৈরি করে নিই আই প্যাচ।

Sale • Dark Circles / Wrinkles, Under Eye Cream, Under Eye Concealer

    চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ এর উপকরণ

    (১) গ্রিন টি: গ্রিন টি চোখের ডার্ক সার্কেল এর জন্য বেশ কার্যকরী বলে আমরা সবাই-ই জানি। গ্রিন টি তে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট এবং ট্যানিন রয়েছে, যা আমাদের চোখের ডার্ক সার্কেল এবং ফোলা ভাব দূর করতে সাহায্য করে।

    চোখের নিচে কালো দাগ দূর করতে গ্রিন টি - shajgoj.com

    (২) অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে এবং স্কিন সেলসকে সুদিং ফিল দেয়।

    চোখের নিচে কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল - shajgoj.com

    (৩) ভিটামিন ই ক্যাপসুল: ভিটামিন ই ডার্ক সার্কেল এবং রিংকেল দূর করতে সাহায্য করে।

    চোখের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল - shajgoj.com

    (৪) আনফ্লেভারড জেলাটিন / আগার আগার পাউডার।

    আই প্যাচ বানাতে হলে আমাদের মাত্র ২টি ধাপ ফলো করতে হবে।  প্রথম ধাপে আমরা আই প্যাচগুলো বানিয়ে নিব। দ্বিতীয়  ধাপে বানাবো আই সিরাম।

    আই প্যাচ বানাতে প্রথম ধাপ

    – চুলায় একটি হাড়িতে ১ কাপ পানি নিয়ে এটি ফুটিয়ে নিন। এর মধ্যে ১ টি গ্রিন টি ব্যাগ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে লিকার তৈরি হয়।

    – এবার গ্রিন টি ব্যাগটি তুলে নিয়ে এর মধ্যে ২-৩ চামচ আনফ্লেভারড জেলাটিন পাউডার বা আগার আগার পাউডার যেটাই আপনার কাছে আছে সেটা পানিতে দিয়ে নিন এবং ভালোমতো মিশিয়ে নিন। জেলাটিন পাউডার যেকোন সুপার শপে কিনতে পাবেন।

    – এবার কোনো সমান জায়গাতে একটি প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়ে এর উপর মিশ্রণটি ঢেলে নিন। ৩-৪ মিনিট অপেক্ষা করুন এটি জমে যাওয়ার জন্যে।

    – আমি ছবিতে যেমন করে কেটে দেখিয়েছি সেভাবে আই প্যাচের শেইপে এক টুকরা কাঠবোর্ড কেটে নিন। এই কাঠবোর্ড টিকে জমে যাওয়া জেলাটিন মিশ্রণের উপর রেখে ছুরির সাহায্যে  কেটে নিন। এমন করে ২টি আই প্যাচ কেটে প্লাস্টিক থেকে তুলে নিন। ব্যস!!!

    চোখের নিচে দাগ দূর করতে আই প্যাচ - shajgoj.com

    আই প্যাচ বানাতে দ্বিতীয় ধাপ

    – একটি ছোট বাটিতে হাফ চা চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে নিয়ে এর অয়েল টুকু ঢেলে নিন। দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে ফেলুন আই সিরাম।

    আই প্যাচ কীভাবে ব্যবহার করবেন?

    একটি ছোট ব্রাশের সাহায্যে অল্প অল্প করে আই সিরাম নিয়ে আই প্যাচ গুলোর এক সাইডে ভালোভাবে লাগিয়ে নিন।  এবার বেড এ শুয়ে পড়ুন এবং আই প্যাচ গুলো আকৃতি অনু্যায়ী দুই চোখে ডার্ক সার্কেল এর উপর বসিয়ে দিন। ১০-১৫ মিনিট এভাবে শুয়ে থাকুন। এরপর আই প্যাচগুলো তুলে নিন। এভাবে প্রতিদিন এই প্রসেসটি করুন। এই আই প্যাচগুলো ফ্রিজে ১০-১৫ দিন সংরক্ষণ করতে পারবেন।

    এই তো জেনে নিলেন, কীভাবে আই প্যাচ তৈরি করতে পারবেন বাসায় বসেই। তাহলে দেরি কেন ডার্ক সার্কেলকে বলুন বাই বাই।

    ছবি – সংগৃহীতঃ পিন্টারেস্ট ডট কম, সাটারস্টক

    15 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort