গার্লিক চিকেন - Shajgoj

গার্লিক চিকেন

20120330-DSC_0152_2

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার স্ন্যাক্স চিকেন গার্লিক ! রান্নার সুবিধার্থে শিখে নিন  চিকেন গার্লিক তৈরির পুরো প্রণালী। 

[picture]

Sale • Talcum Powder, Liquid Lipsticks


    উপকরণ 

    • চিকেনের ৪টি ব্রেস্ট পিস এবং ৪টি লেগ পিস
    • ১০ থেকে ১২ কোয়া রসুন কোচানো
    • ১ চামচ রসুন বাটা
    • ১টা পিঁয়াজ কোচানো
    • ৪টি কাঁচা মরিচ
    • ১ চামচ শুকনো মরিচ গুঁড়ো
    • ফেটিয়ে রাখা দই ১ কাপ
    • ২ থেকে ৩ চামচ পুদিনা পাতা
    • ২ থেকে ৩ চামচ ধনেপাতা
    • ১টি লেবু
    • তেল প্রয়োজনমতো
    • লবন স্বাদমতো

    প্রণালী

    – কড়াইয়ে ২ চামচ তেল দিয়ে গরম হতে দিন।

    – তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন রসুন কুঁচি। হালকা নেড়ে নিয়ে দিয়ে দিন চিকেনের সব টুকরোগুলো। চিকেন হালকা ভেজে নিন।

    – লাল রং হয়ে এলে তার মধ্যে একে একে পিঁয়াজ কুঁচি, রসুনবাটা ও কাঁচা মরিচ দিয়ে দিন। সব মশলা মিশিয়ে নিয়ে অল্প আঁচে কষাতে থাকুন।

    – কষানো হয়ে গেলে দইটা ঢালুন সঙ্গে একটা লেবু চিপে দিন।

    – কষানো চিকেনের সঙ্গে দই, লেবু ভালো করে মিশিয়ে তার মধ্যে দিন শুকনো মরিচ গুঁড়ো, ধনে পাতা ও পুদিনা পাতা।

    – দই দিলে সাধারণত দইয়ের নিজস্ব পানিই দিয়েই রান্না হয়ে যায়। কিন্তু যদি মনে করেন আরও একটু পানির প্রয়োজন আছে তবে অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে দিন।

    – পানি শুকিয়ে এলেই তৈরি আপনার গার্লিক চিকেন৷

    ছবি – ইটিংওয়েল ডট কম 

    রেসিপি – রাঁধুনির রান্না

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort