খুব শখ করেই সেদিন হাইএন্ড ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট কিনলাম। বলাই বাহুল্য, বেশ এক্সপেনসিভ ছিলো। হঠাৎ একদিন আই মেকআপ করতে গিয়ে হাত ফসকে ফ্লোরে পড়ে গেলো! তোলার পরে দেখলাম, কয়েকটা আইশ্যাডো একদমই ভেঙে গেছে। মনটাই খারাপ হয়ে গিয়েছিলো। তবে আমি জানতাম, কী করে ব্রোকেন মেকআপ প্যালেট ফিক্স করতে হয়। জানতাম ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুন কিছু হ্যাকস। তাই সেই মতো ফিক্স করে প্যালেটটিকে একদম আগের মত করে ফেললাম। আমার সাথে মিলে গেলো তো আপনাদের? মেকআপ প্রোডাক্ট অসাবধানতার বশে ভেঙে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কমদামী হোক বা এক্সপেনসিভ, ভেঙে গেলে মনটা খারাপই হয়ে যায়। তাই না?
যারা জানেন না কী করে ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করতে হয়, তারা হয়ত সেটি পুনরায় ব্যবহারই করতে পারেন না। হয় ফেলে দিতে হয়, নয়তো সেটির জায়গা হয় ড্রয়ারের এক কোনে। তাই আমি আজকে জানাবো, ভেঙ্গে যাওয়া মেকআপ প্যালেট ফিক্স করার কিছু হ্যাকস! তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই এখনই।
ভেঙে যাওয়া ফেইস পাউডার ফিক্স করবেন কীভাবে?
পছন্দের ফেইস পাউডারটি ভেঙে গেলে খুব সহজেই ফিক্স করে নেওয়া সম্ভব। প্রথমে দেখতে হবে প্রোডাক্টটি কতটুকু ভেঙেছে!
১) যদি দেখেন জাস্ট একটা ফাঁটল দেখা যাচ্ছে, তাহলে পাউডারটির প্যাকেজিং এর পেছন দিকে হালকা করে ট্যাপ করতে থাকুন, যাতে এক্সেস পাউডারগুলো ঝড়ে যায়। এতে করে পরবর্তীতে পাউডারের ডাস্ট ছড়িয়ে গিয়ে প্যাকেজিং বা পাউডারের আশেপাশে নষ্ট হবে না। এরপর হাতের আংগুলের সাহায্যে ফাঁটলের স্থানে হালকা চেপে চেপে স্ম্যাজ করে নিন, যাতে ফাঁটলটা মিশে যায়।
২) তবে যদি পাউডারটি পুরোপুরি ভেঙে যায়, তবে এগুলোকে পাউডারের প্যান থেকে একটা টুথপিকের সাহায্যে তুলে নিন। এরপর একটা প্লাস্টিকের ব্যাগে ভরে শক্ত কিছু দিয়ে আরো ভালো করে গুঁড়ো করে নিন এবং পরিষ্কার একটা কন্টেইনারে ভরে নিন। এটাকে লুজ পাউডার হিসেবে ব্যবহার করুন। মেকআপ ব্রাশের সাহায্যে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন।
৩) লুজ পাউডার হিসেবে ব্যবহার করতে না চাইলে আপনি এটাকে সহজেই ফিক্স করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন।
এজন্য যা যা লাগবে
- একটি ছোট বাটি
- একটি চামচ
- রাবিং অ্যালকোহল ( স্প্রে বোতলে নিতে পারেন )
- ভেঙে যাওয়া ফেইস পাউডার
যেভাবে ফিক্স করবেন
- প্রথমে একটি পরিষ্কার ছোট বাটি নিন। এবার একটি চামচের সাহায্যে ফেইস পাউডারের ভেঙে যাওয়া অংশগুলো প্যান থেকে তুলে বাটিতে নিয়ে নিন।
- এবার, চামচের সাহায্যে ফেইস পাউডারের কোনো আস্ত অংশ থাকলে তা ভালোভাবে গুঁড়ো করে নিন। খেয়াল রাখবেন, আস্ত কোনো দানাদার অংশ যেন না থাকে।
- এখন, এই ফেইস পাউডারের গুঁড়োর মধ্যে আস্তে আস্তে রাবিং অ্যালকোহল স্প্রে করুন এবং চামচের সাহায্যে মেশাতে থাকুন। খুব ভালোভাবে মেশাতে হবে এবং এমন পরিমানে মেশাবেন যেন এর কনসেসটেন্সি ক্রিমি ধরনের হয়।
- এবার, চামচের সাহায্যে অ্যালকোহল মেশানো পাউডারটুকু নিয়ে আবার সেই ফেইস পাউডারের প্যানে নিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিন। একটি কয়েন বা ফ্লাট কিছু নিয়ে এটিকে একটি টিস্যু পেপারে মুড়িয়ে নিন। এটি দিয়ে ফেইস পাউডারের উপর হালকা চেপে সমান করে দিন।
- কয়েক ঘন্টা রেখে সেট হতে দিন। ব্যস, আপনার ভেঙে যাওয়া ফেইস পাউডার ফিক্স হয়ে গেলো সহজেই। এভাবে করে ব্লাশ, হাইলাইটার, ব্রোঞ্জারও ফিক্স করে নিতে পারবেন।
ভেঙ্গে যাওয়া মেকআপ প্যালেট ফিক্স করার হ্যাকস জেনে নিন!
হাত ফসকে পছন্দের আইশ্যাডো প্যালেট পড়ে ভেঙে যাওয়া কিন্তু মেকআপ লাভারদের কাছে মিনি হার্টঅ্যাটাকের মতই। তাই না? তবে ভেঙে যাওয়া আইশ্যাডো প্যালেট ফিক্স করে নিতে জানলে এটা নিয়ে আর চিন্তা থাকবে না।
১) রাবিং অ্যালকোহল দিয়ে ফেইস পাউডার ফিক্স করার হ্যাকটা কিন্ত আইশ্যাডোতেও খাটাতে পারবেন। তবে অনেকেই কিন্তু মেকআপে রাবিং অ্যালকোহল পছন্দ করেন না। তাই এক্ষেত্রে মেকআপ সেটিং স্প্রেও ব্যবহার করতে পারেন।
২) সিম্পলি আপনার মেকআপ ওয়াইপস দিয়ে ভেঙে যাওয়া আইশ্যাডো ফিক্স করে ফেলতে পারবেন। প্রথমে ভেঙে যাওয়া আইশ্যাডোকে ভালোভাবে গুঁড়ো করে নিন। এরপর একটা মেকআপ ওয়াইপ নিয়ে আইশ্যাডোর প্যানের উপর প্রেস করুন। প্রেশারটা যেন ৫-১০ সেকেন্ড স্থায়ী হয়। ব্যস, আপনার ভেঙ্গে যাওয়া আইশ্যাডো ফিক্স হয়ে যাবে।
ভেঙে যাওয়া লিপস্টিক ঠিক করার উপায় জানেন কি?
ভেঙে যাওয়া লিপস্টিক ফিক্স করা সবথেকে ইজি। খুব সহজেই ফিক্স করে নিতে পারবেন। দেখে নিন কার্যকরী উপায়।
১) লিপস্টিক ভেঙে গেলে এর ভেঙে যাওয়া নিচের অংশ টুইজার বা চিমটা দিয়ে টুইস্ট করে বের করে নিন। এরপর একটা লাইটারের সাহায্যে সাবধানে নিচের অংশ এবং ভাঙা অংশের নিচের দিকটা ওয়ার্ম করে নিন। এবার সাবধানে ভাঙা অংশ বসিয়ে নিন। চাইলে এরপর জোড়ার স্থানে লাইটারের সাহায্যে হালকা ওয়ার্ম করে নিতে পারেন। এতে করে ফিক্সিংটা বেটার হয়। ইউটিউবে এই রিলেটেড টিউটোরিয়াল পেয়ে যাবেন।
২) এভাবে ফিক্স করতে না চাইলে, অন্য একটি পদ্ধতি ট্রাই করতে পারেন। এজন্য একটি টুথপিকের সাহায্যে ভাঙা লিপস্টিকের টুকরোর সাথে টিউবে থাকা লিপস্টিকটুকুও যতটা পারবেন তুলে নিন। এবার একটি মাইক্রোওয়েভ সেইফ বাটিতে নিয়ে লিপস্টিক মাইক্রোওয়েভে দিয়ে দিন ৩০ সেকেন্ডের জন্য। লিপস্টিক মেল্ট হয়ে গেলে একটি ছোট কন্টেইনারে ঢেলে নিন এবং কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। ব্যস! এরপর যখনই প্রয়োজন হবে লিপ ব্রাশের সাহায্যে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবেন।
মেকআপ প্যালেট ভেঙে যাওয়া রোধে কিছু টিপস
১. সবসময় চেষ্টা করবেন মেকআপ প্যালেটগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে। বড় প্যালেটগুলো এক জায়গায় রাখবেন। ছোটগুলো আবার আলাদা এক জায়গায়। রেগুলার বেসিসে যেই প্যালেট ব্যবহার বেশী করা হয়, ওটা আলাদা করে রাখবেন। মেকআপ প্যালেট এলোমেলো থাকলে একটা নিতে গিয়ে অন্যটা পরে গিয়ে ভেঙে যাবার চান্স বেশি থাকে।
২. যে স্থানে বসে মেকআপ করেন, সেখানে ফ্লোরে সফট এবং ফ্ল্যাপি ধরনের ম্যাট বিছিয়ে রাখতে পারেন। এতে করে মেকআপ প্রোডাক্ট পড়ে গেলেও ভেঙে যাবার চান্স কম হয়।
৩. ট্রাভেলিংয়ের সময় বা ব্যাগে ক্যারি করতে প্যালেট বাবল র্যাপ ( bubble wrap ) দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এতে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে না!
এই তো জেনে নিলেন, ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস! আশা করছি, আপনাদের জন্য হেল্পফুল ছিল আর্টিকেলটি। ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্টস নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই! এখন সহজেই ফিক্স করে নিতে পারবেন। রাবিং অ্যালকোহল ফার্মেসিতেই পেয়ে যাবেন। আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারেন। বিউটি রিলেটেড যেকোনো সমস্যার সল্যুশনে সাজগোজ সবসময়ই আপনার পাশে আছে। অথেনটিক প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।
ছবি- সাটারস্টক, সিডিএন.কম