সঠিক হেয়ারস্টাইল সিলেক্ট করতে অথবা চশমার ফ্রেম বেছে নিতে নিজের ফেইস শেইপ জানা কিন্তু বেশ জরুরী। কিন্তু আমরা অনেকেই নিজের ফেইস শেইপ ঠিক কেমন, সেটাই জানি না! যার কারণে অনেক ক্ষেত্রেই আমরা ফেইস শেইপ অনুযায়ী মানানসই হেয়ার স্টাইল অথবা চশমা অথবা সানগ্লাস বাছাই করতে পারি না। কীভাবে বুঝবেন আপনার ফেইস শেইপ কেমন, চলুন সেটা জেনে নেই এখনই।
SHOP AT SHAJGOJ
আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন- shop.shajgoj.com