কোকোনাট অয়েল বা নারকেল তেল, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি৷ পুষ্টিগুণে পরিপূর্ণ এই ন্যাচারাল অয়েল যেকোনো ধরনের চুলে মানানসই। আপনার চুল স্ট্রেইট, কার্লি, ওয়েভি, পাতলা, ঘন যেমনই হোক; চুলের যত্নে নারকেল তেল আজও অনন্য। পল্যুশন, ওয়েদার চেঞ্জ, স্ট্রেস, হিট বা কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলোর কারণে চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। কোকোনাট অয়েল হেয়ার স্প্রে দিয়ে হবে রাফ ও ফ্রিজি হেয়ারের ইনস্ট্যান্ট সল্যুশন!
অয়েল ম্যাসাজের জন্য বা হেয়ার প্যাক হিসেবে নারকেল তেল তো ব্যবহার করা হয়। কিন্তু হেয়ার স্প্রে হিসেবে নারকেল তেল ব্যবহার করা হয়েছে কি? নারকেল তেলে আছে ন্যাচারাল ময়েশ্চার প্রোপারটিজ, যা চুলের গোড়া মজবুত করার পাশাপাশি ভেতর থেকে পুষ্টি যোগায় এবং হেয়ার ব্রেকেজ প্রিভেন্ট করে। স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাও কমিয়ে আনে। আর এই হেয়ার স্প্রে আপনি অল্প কিছু সহজলভ্য উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেই তাহলে।
এই হেয়ার স্প্রে এর বিশেষত্ব কী?
হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এটি আর ব্যবহার করা একদমই সহজ। একবার বানিয়ে আপনি ফ্রিজে রেখে ১ সপ্তাহ ব্যবহার করতে পারবেন। কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের ব্যবহার হয় না বলে চুলের জন্য একদমই সেইফ। খুব বেশি খরচও কিন্তু হবে না।
কোকোনাট অয়েল হেয়ার স্প্রে বানানোর উপকরণ
- পিওর কোকোনাট অয়েল
- অ্যালোভেরা জেল
- ভিটামিন ই ক্যাপসুল
- রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল
- স্প্রে বোতল
- রোজ ওয়াটার
যেভাবে বানাবেন
একটি পরিষ্কার শুকনো স্প্রে বোতলে ৩ টেবিল চামচ নারকেল তেল নিন। এরপর তাতে ২ চা চামচ অ্যালোভেরা জেল, ২/৩ ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। সবশেষে ১ কাপ রোজ ওয়াটার নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। রোজ ওয়াটার না থাকলে পানিও ইউজ করতে পারেন। ব্যস, হেয়ার মিস্ট বা হেয়ার স্প্রে রেডি টু ইউজ!
উপকারিতা
ঘরে বানানো এই হেয়ার মিস্ট কতটা উপকারী আপনার চুলের জন্য, সেটা জানতে চান নিশ্চয়ই। চলুন দেখে নেওয়া যাক-
১) রোজ ওয়াটার চুলের ফ্রিজিনেস দূর করে এবং চুলকে ডিপলি কন্ডিশনিং করে। তাছাড়া নিমিষেই দারুণ সুঘ্রাণ এনে দেয় আপনার চুলে। তাই যাদের মাথার ত্বক ঘামে এবং ব্যাড স্মেল হয়, তাদের জন্য রোজ ওয়াটার বেশ কার্যকরী।
২) কোকোনাট অয়েল বা নারকেল তেলের গুণাগুণ তো আমরা আগে থেকেই জানি। চুল পড়া কমানো, রাফ ও ড্যামেজ হেয়ার রিপেয়ার, চুলকে সিল্কি রাখা- এমন অনেক উপকারিতা আছে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টটির।
৩) অ্যালোভেরা জেল চুলকে শাইনি আর স্মুথ করে। ড্যানড্রাফ বা ইচিনেস থেকে স্ক্যাল্পকে প্রোটেকশন দেয়।
৪) রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ স্ক্যাল্পের যেকোনো সমস্যার সল্যুশনে দারুণ কাজ করে। এটি হেয়ার ফলিকলগুলোকে পুনরুজ্জীবিত করে নতুন চুল গজাতে সাহায্য করে।
৫) ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট এর ভালো সোর্স, যা ড্যামেজ ও ফ্রিজি হেয়ারকেও প্রাণবন্ত করে তোলে। হেয়ার ও স্ক্যাল্পে নারিশমেন্ট প্রোভাইড করে একইসাথে। তাই অল্প সময়েই চুল হয়ে ওঠে কোমল ও ঝলমলে।
কোকোনাট অয়েল হেয়ার স্প্রে কখন ব্যবহার করবেন?
১. চুলের ফ্রিজিনেস কমাতে ও জট ছাড়াতে চুল আঁচড়ানোর পূর্বে ব্যবহার করতে পারেন। কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই ঝাঁকিয়ে নিবেন।
২. যদি চুলে বারবার হিট স্টাইলিং করেন, তাহলে সকালে এই হেয়ার মিস্ট একবার স্প্রে করে নিন। চুল সিল্কি ও শাইনি থাকবে দিনভর।
৩. শ্যাম্পু করার আধা ঘন্টা আগে পুরো স্ক্যাল্প ও চুলে স্প্রে করে সার্কুলার মোশনে ভালোভাবে ম্যাসাজ করে নিন। চুলের গোড়া মজবুত হবে, সেই সাথে চুল হবে সফট ও শাইনি।
৪. এখন বাজারে অনেক ধরনের সিরাম পাওয়া যায়। হাতের কাছে হেয়ার সিরাম না থাকলে চুল ওয়াশ করার পরে হালকা ভেজা চুলে কোকোনাট অয়েলের এই DIY স্প্রে ইউজ করুন। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হবে এবং চুল থাকবে ম্যানেজেবল।
যারা সুইমিং করেন, ক্লোরিনেটেড ওয়াটারের কারণে তাদের চুলের যে ক্ষতি হয়, সেটা প্রিভেন্ট করতে ইউজ করুন কোকোনাট অয়েল হেয়ার স্প্রে। তাহলে দেরি না করে ঘরে বসেই বানিয়ে ফেলুন হেয়ার স্প্রে আর রাফ হেয়ারকে বলুন বাই বাই! অনলাইনে অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
ছবি- সাজগোজ